RG Kar Investigation: 2 দিনে 23 ঘণ্টা জিজ্ঞাসাবাদ! ফের আজ সকালে তলব, সন্দীপবাবু বেরনোর সময় মেজাজ হারালেন!
RG Kar Investigation
CBI on Sandip Ghosh: সন্দীপ ঘোষকে আজ সকাল 11 টায় ফের তলব, সিবিআই সূত্রের খবর। আর জি কর-কাণ্ডে সিবিআই সন্দীপ ঘোষকে ফের তলব। 2 দিনে প্রায় 23 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আজ ফের সিবিআই সন্দীপ ঘোষকে তলব। আজ সকাল 11 টায় সন্দীপ ঘোষকে ফের তলব,সিবিআই সূত্রের খবর।
Table of Contents
এর আগে সিবিআই সন্দীপ ঘোষকে কবে কতক্ষণ জিজ্ঞাসাবাদ করে?
শুক্রবার: আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে 10 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন।
শনিবার: আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে 13 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে।
রবিবার: ফের সকালে তলব সন্দীপ ঘোষকে। RG Kar Investigation
এদিন সকালে বাড়ি থেকে বেরনোর সময় সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন। সাংবাদিকদের প্রশ্নের মুখে ফের মেজাজ হারান আর জি করের সদ্য প্রাক্তন অধ্যক্ষ। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কি সিবিআইকে সহযোগিতা করছেন না? কেন তাঁকে বারবার ডাকছে সিবিআই? কেন সেমিনার হল সংলগ্ন এলাকায় ভাঙা হয়েছিল? তিনি একটাও প্রশ্নের উত্তর না দিয়ে উল্টা সাংবাদিকদের মুখের উপর গাড়ির দরজা বন্ধ করে দিয়ে বেরিয়ে যান। RG Kar Investigation
আর জি কর মেডিক্যাল হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই রাজ্য তোলপাড় হয়ে উঠেছে। আরজি করের সদ্য প্রাক্তন অধ্যক্ষ নানা অভিযোগে কাঠগড়ায় রয়েছেন তিনি। এই মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পরেই থেকে সন্দীপ ঘোষকে তলব করা হয়। টানা জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এই আবহেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় চাঞ্চল্যকর দাবি করেছেন, সিবিআইয়ের কাছে সিপির গ্রেফতারি চেয়েছেন। তিনি আরও দাবি করেন আরজি কর-কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষের সঙ্গে কলকাতার পুলিশ কমিশনারেরও গ্রেফতার করার। ‘সিপি, প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জেরা করুক সিবিআই। কারা আত্মহত্যার কথা রটিয়েছিল, কেন 3 দিন পরে ঘটনাস্থলে স্নিফার ডগ? কেন দেওয়াল ভাঙা হল?’, সেমিনার রুমের উল্টোদিকের ঘর ভাঙা নিয়েও প্রশ্ন। ‘এরকম শতাধিক প্রশ্ন আছে, সিবিআই 2 জনকে হেফাজতে নিক। শতাধিক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, ওদের মুখ খোলান তো, আরজি কর কাণ্ডে সোশাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট তৃণমূল সাংসদের। কাদের প্রশ্রয়ে ‘রায়’ এত প্রভাবশালী? জানতে চান সুখেন্দুশেখর রায়। সিবিআইয়ের কাছে স্বচ্ছ্বতার সঙ্গে তদন্তের আবেদন করেন সিবিআই রায়ের। RG Kar Investigation
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরজি কর-কাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগ করেছেন। পুলিশের বিরুদ্ধে তদন্তের নামে মৃত মহিলা ডাক্তারের ভিসেরা বদলে দেওয়ার অভিযোগ করেছেন। তিনি আরও অভিযোগ তুলেছেন মুছে ফেলা হয়েছে রক্তের দাগ, সিজার লিস্টেও কারচুপির।শুভেন্দু প্রমাণ লোপাটে ওয়াশ বেসিনও বদলে দেওয়ার অভিযোগ করেছেন। এর পাশাপাশি তিনি অভিযোগ তুলেছেন অন্য জায়গা থেকে দেহ সেমিনার রুমে এনে রেখে দেওয়ারও। পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করে সিবিআই তদন্তের দাবি করেন।
জমায়েতে নিষেধাজ্ঞা জারি পুলিশের!
আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই পুলিশ বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেন। এর পাশাপাশি আর জি কর সংলগ্ন এলাকায় মিটিং-মিছিল-ধর্নায় নিষেধাজ্ঞারও জারি করা হয়েছে। কলকাতা পুলিশ ‘আর জি কর সংলগ্ন এলাকায় 5 জনের বেশি জমায়েত নয়’, বেলগাছিয়া রোড, জেকে মিত্র রোড ক্রসিং, শ্যামবাজার ৫ মাথার মোড়, আর জি কর মেডিক্যাল সংলগ্ন এলাকায় মিটিং-মিছিল নিষিদ্ধ করেছে। এছাড়াও সেই সব এলাকায় জমায়েতের নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি জারি করার কথা জানিয়ে দিল কলকাতা পুলিশ। আজ থেকে 24 August পর্যন্ত অর্থাৎ 7 দিনের জন্য বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। RG Kar Investigation
আরও পড়ুন: Dr Moumita Debnath Biography: মৌমিতা দেবনাথের জীবনী
আরও পড়ুন: Moumita Debnath Death Case 2024: একটা শরীর, ১৮/২০ জন পুরুষ, ১১৩ টা কামোর্ডের দাগ, 150 গ্রাম বীর্য! আসল সত্য জানুন।
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।