Rose Valley Chit fund Money Refund Start 2024: ED ফেরাচ্ছে Rose Valley-র 22 লক্ষ আমানতকারীর কোটি কোটি টাকা, বহু বছরের অপেক্ষার অবসান।
Rose Valley Chit fund Money Refund Start 2024:
Rose Valley আমানতকারীরা ধীরে ধীরে আশার আলো দেখছেন। রোজভ্যালি (Rose Valley) কাণ্ডে সর্বস্ব খুইয়ে পথে বসেছিলেন লক্ষ লক্ষ মানুষ। তাদের বহু কষ্টে জমানো সঞ্চয়ের টাকা চোখের নিমিষে ডুবে গিয়েছিল জলে। তবে এত বছর পর এবার হয়তো কাটবে আধার। রোজভ্যালি চিটফাণ্ডে প্রতারিতদের আমানত ফেরানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা Enforcement Directorates উদ্যোগে কমপক্ষে 12 কোটি টাকা ফেরছে।
Table of Contents
Enforcement Directorates (ED) ফেরাচ্ছে Rose Valley আমানতকারীদের টাকা। Rose Valley সকাল সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া গেছে তা বর্তমানে Enforcement Directorates(ED) কাছে জমা রয়েছে। সেই অর্থের পরিমাণ প্রায় 900 কোটি টাকা। গত 24 July পিএমএলএ আদালত Enforcement Directorates(ED)-কে নির্দেশ দেন যে Rose Valley 14টি ফিক্সড ডিপোজিটের টাকা আমানতকারীদের কাছে হস্তান্তর করতে।
জানা যাচ্ছে, সেই 14টি এফডি-র মোট মূল্য হবে 12 কোটি টাকা। সেই টাকা নিয়ে Enforcement Directorates(ED) উদ্যোগ নিয়েছে অন্তত 22 লক্ষ আমানতকারীর অ্যাকাউন্টে ভাগ করে দিতে। তবে আমানতকারীরা তাদের সব টাকা ফেরত পাবেন না। প্রসঙ্গত, চিটফান্ড মামলায় 2015 সালে গ্রেফতার হয়েছিলেন Rose Valley কর্তা গৌতম কুন্ডু। সম্প্রতি তিনি একটি মামলায় জামিন পেয়েছেন। Rose Valley Chit fund Money Refund Start 2024
গৌতম কুন্ড এই মামলার আগেও একটি মামলায় জামিন পেয়েছেন । তিনি একটি ইডি এবং একটি সিবিআই-এর মামলায় জামিন পেয়েছেন । তবে তার এখনই জেলমুক্তি হচ্ছে না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গৌতম কুণ্ডুর গ্রেফতারের পর থেকে Rose Valley গোষ্ঠীর সমস্ত সম্পত্তির হিসাব নিকেশ করতে শুরু করেন।
Enforcement Directorates(ED) কিছুদিন আগে Rose Valley গোষ্ঠীর বিপুল টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন । প্রসঙ্গত, চলতি বছর লোকসভা নির্বাচনের আগে বাংলায় ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, চিটফান্ড থেকে বাজেয়াপ্ত করা টাকা ফেরানো হবে। সাধারণ মানুষের মধ্যে সেই টাকা ভাগ করে দেওয়া হবে। মনে করা হচ্ছে যে , স্বয়ং প্রধানমন্ত্রীর এই কথা বলার পরেই থেকে Enforcement Directorates(ED) টাকা ফেরানোর উদ্যোগ নিয়েছেন। Rose Valley Chit fund Money Refund Start 2024
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।