Rose Valley Refund 2024 Date Announced: রোজভ্যালি চিটফান্ডের টাকা দেওয়া শুরু হচ্ছে। দেখুন কবে ঢুকবে অ্যাকাউন্টে টাকা।
Rose Valley Refund 2024 Date Announced:
আমরা সকলেই জানি, রোজভ্যালি চিটফান্ডে টাকা রাখায় অনেক মানুষকেই নিঃস্ব হতে হয়েছিলো। চিটফান্ডের টাকা ফেরত করিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা চালিয়েছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। অবশেষে রোজভ্যালি চিটফান্ডে বাজেয়াপ্ত হওয়া সেই টাকাগুলো ফেরত দেওয়ার পরিস্থিতি তৈরী হয়ে গিয়েছে। কিছুদিন আগে পর্যন্ত টাকা ফেরত দেওয়ার অনলাইন আবেদন শুরু হয়ে গিয়েছিল। সেই অনুযায়ী বর্তমানে আপাততো চিটফান্ডের সুদের টাকা দেওয়া হবে না, শুধুমাএ আসল টাকা সকলকে ফিরিয়ে দেওয়া হবে। Rose Valley Refund 2024 Date Announced
জানা গিয়েছে, অনলাইনে যে সমস্ত লোকেরা আবেদন জানিয়েছিলেন টাকা ফেরত পাওয়ার জন্য ইতিমধ্যে তাদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কোন চিটফান্ডের টাকা আগে ফেরত দেওয়া হবে? কাদের আগে টাকা দেওয়া হবে? প্রথমে কত টাকা সকলকে ফেরত দেওয়া হবে? আসুন সবটা বিস্তারিত আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক।
Table of Contents
বর্তমানে কোন চিটফান্ডের টাকা দেওয়া শুরু হয়েছে?
বর্তমানে যেগুলির চিটফান্ডের টাকা ফেরত দেওয়া চলছে, নিম্নে তার একটি তালিকা আপনাদের সামনে তুলে ধরা হলো।
১. Rose Valley
২. Alchemist Group Of Companies
৩. Vibgyor Group Of Companies
৪. Waris Finance International Group Of Companies
৫. MPS Group Of Companies
৬. Pailan Group Of Companies
চিটফান্ডের টাকা ফেরত পাওয়ার আবেদন পদ্ধতি:
১. সর্বপ্রথম গুগলে সার্চ করবেন www.rosevalleyadc.com দিয়ে।
২. এরপর স্ক্রিনে দেওয়া থ্রি লাইনে ক্লিক করে Upload Certificate অপশনে ক্লিক করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র:
১) সর্বপ্রথম চিটফান্ডে টাকা ফেরত দেওয়া নিয়ে আবেদন করার সময় যে অরিজিনাল সার্টিফিকেটের কপি দিয়েছিলো সেটি দরকার হবে।
২) সাথে প্রয়োজন হবে অরিজিনাল অ্যাকনোলেজেমেন্ট কপি।
৩) Affidavit Documents (অপশনাল) প্রয়োজন হতেও পারে নাও পারে কিন্তু সাথে রাখাই ভালো।
৪) পরিচয় পত্র হিসাবে এর মধ্যে যে কোনো একটি কাগজ থাকলেই হবে। (আধার কার্ড/ প্যান কার্ড / পাসপোর্ট /ভোটার কার্ড/ ড্রাইভিং লাইসেন্স)। Rose Valley Refund 2024 Date Announced
৫) নিজের ঠিকানার প্রমাণ হিসাবে এর মধ্যে যে কোনো একটি কাগজ প্রয়োজন হবে, যেমন- (ড্রাইভিং লাইসেন্স/ ইলেকট্রিক বিল/ টেলিফোন বিল /রেশন কার্ড /পাসপোর্ট/ ভোটার কার্ড /আধার কার্ড।
৬) ব্যাঙ্কের পাস বইয়ের প্রথম পাতার কপি এবং ব্যাংকের চেক বই অথবা cancel check এর কপি প্রয়োজন হবে।
প্রথমে কারা পাবেন টাকা?
প্রথমত রোজভ্যালি চিটফাউন্ডের টাকা ফেরতের আবেদন করার সময় যারা আগে আবেদন জানিয়েছিলেন এবং প্রধানত যারা চিটফান্ডে কম টাকা রেখেছিল অর্থাৎ ২০০ টাকা থেকে ১০ হাজার টাকার মধ্যে জমা করেছিলেন তাদের প্রথম ধাপে টাকা ফেরত দেওয়া হবে। এরপর বাকিদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে। Rose Valley Refund 2024 Date Announced
টাকা ফেরত দেওয়ার নির্দেশ ও পদ্ধতি:
জানা গিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী ইডির দ্বারা সিজ করা রোজভ্যালি চিটফান্ডের ১৪ টি ফিক্সড ডিপোজিট বাবদ ১২ কোটি টাকা রোজভ্যালির কমিটিকে হস্তান্তর (ADC) করতে হবে। সেই কথা মতো ইডি যখনই রোজভ্যালি কোম্পানিতে টাকা ফেরত দেবেন তখন থেকে যারা যারা টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। এর পাশাপাশি জানা গিয়েছে, রোজভ্যালি চিটফান্ডের ১২ কোটি টাকা নয় শুধু ইতিমধ্যে রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে ২১০০ কোটি টাকা উদ্ধার হয়েছে। সেই টাকাগুলোও এক এক করে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট- এ পাঠানো হবে। Rose Valley Refund 2024 Date Announced
রোজভ্যালি কমিটির একজন সদস্য সুভাশিস চক্রবর্তী পেশায় আইনজীবী তিনি জানান, “ইতিমধ্যে ADC অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে, ইডি সেই টাকাটা অ্যাকাউন্ট- এ জমা করা মাত্রই আমরা টাকা ফেরত এর একটি স্কিম তৈরি করবো”। তারপরই সেই স্কিমটি হাইকোর্টের কাছে পাঠানো হবে, হাইকোর্ট অনুমতি দিলেই টাকা ফেরানোর কাজ শুরু হবে। আশা করা যাচ্ছে, যাদের টাকার পরিমাণ একটু কম আছে অর্থাৎ ১০,০০০ মধ্যে তাদের কিছু কিছু টাকা পূজোর আগেই ফেরত দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। এই ভাবে টাকা ফেরত দেওয়ার পদ্ধতি ধাপে ধাপে চলতে থাকবে।
কারা কত টাকা ফেরত পাবে?
প্রধানত যারা রোজভ্যালি কোম্পানিতে টাকা রেখেছিল সেই আসল টাকাই শুধু ফেরত দেওয়া হবে। চিটফান্ডের সুদ সমেত যে টাকা ফেরত পাওয়ার কথা দিয়েছিল রোজভ্যালি কোম্পানি সেই টাকা বর্তমানে ফেরত দেওয়া হবে না। Rose Valley Refund 2024 Date Announced
Official Notification Link- Click Here
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।