RRB NTPC Recruitment 2024: কেন্দ্র সরকারের নতুন ঘোষণা! রাজ্যে ১১৫৫৮ টি শূন্যপদে ভারতীয় রেলে কর্মী নিয়োগ।
RRB NTPC Recruitment 2024:
দেশের সমস্ত চাকরী প্রার্থীদের জন্য রয়েছে একটি সুখবর। দীর্ঘদিন ধরে যারা ভারতীয় রেল দপ্তরে কাজের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য আজকের প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপুর্ণ। ভারতীয় রেল দপ্তরের তরফ থেকে Non Technical Popular Catagory (NTPC) বিভাগে কর্মী নিয়োগ করা হবে। সরকার দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, NTPC বিভাগে ভিন্ন ভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। RRB NTPC Recruitment 2024
দেশের যে কোনো প্রান্ত থেকে বেকার যুবক যুবতী সরকারি নিয়ম মেনে যোগ্যতা অনুযায়ী এই ভিন্ন ভিন্ন পদগুলোতে আবেদন জানাতে পারবেন। তো আসুন জেনে নেওয়া যাক, সেই ভিন্ন ভিন্ন পদগুলি কি রয়েছে? এবং সেই সংক্রান্ত সমস্ত তথ্য। সমস্তটা জানার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।
Table of Contents
নিয়োগকারী সংস্থা:
Railway Recruitment Board (RRB)
পদের নাম:
এখানে ভিন্ন ভিন্ন পদে কর্মী নিয়োগ প্রক্রিয়া চলবে। তার মধ্যে কিছু হলো- Station Master, Goods Train Manager, Senior Clerk cum Typist ইত্যাদি। আরও অনেক রয়েছে, সবকিছু বিস্তারিত জানতে প্রতিবেদনের শেষে দেওয়া অফিশিয়াল নোটিশটি অবশ্যই পড়বেন। RRB NTPC Recruitment 2024
শূন্যপদ সংখ্যা:
এখানে মোট ৮১১৩ জন কর্মী নিয়োগ করা হবে। তার মধ্যে কোন পদের জন্য কতগুলি শূন্যপদ রয়েছে তা নিম্নে তুলে ধরা হলো।
পদের নাম | শূন্যপদ সংখ্যা |
Station Master | ৯৯৪ জন |
Goods Train Manager | ৩১৪৪ জন |
Chief Commercial cum Ticket Supervisor | ১৭৩৬ জন |
Senior Clerk cum Typist | ৭৩২ জন |
Junior Account Assistant cum Typist | ১৫০৭ জন |
শিক্ষাগত যোগ্যতা:
সরকারি নিয়ম অনুযায়ী এই ভিন্ন ভিন্ন পদগুলির জন্য আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়া আরও বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিশটি একবার দেখে নিবেন।
বয়সসীমা:
এই পদগুলিতে আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের বয়সের মানদণ্ড রাখা হয়েছে ০১/০১/২৪ থেকে হিসেব করে ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে। আবার সংরক্ষিত শ্রেণীর জন্য বয়সের সীমায় ছাড় দেওয়া হয়েছে।
আরও পড়ুন- Gram Panchayat New Job 2024: 37 টি গ্রাম পঞ্চায়েতে নতুন কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন 16 হাজার টাকা।
মাসিক বেতন:
এই পদগুলিতে কর্মরত ব্যক্তিদের মাসিক বেতন শুরু হচ্ছে ৩৫,৪০০/- টাকা থেকে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বেতন ধার্য করা হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে নিম্নে একটি ছক তৈরি করা হলো।
পদের নাম | মাসিক বেতন |
Station Master | ৩৫,৪০০/- টাকা |
Chief Commercial cum Ticket Supervisor | ৩৫,৪০০/- টাকা |
Junior Account Assistant cum Typist | ২৯,২০০/- টাকা |
Senior Clerk cum Typist | ২৯,২০০/- টাকা |
Goods Train Manager | ২৯,২০০/- টাকা |
যে সমস্ত প্রার্থীরা স্নাতক স্তরের পাশ করে নি তাদের জন্য রয়েছে কিছু ভিন্ন ভিন্ন পদ। সে সম্পর্কে বিস্তারিত নিম্নে আলোচনা করা হলো।
পদের নাম:
এখানেও বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। যেমন- Trains Clerk, Accounts Clerk cum Typist, Junior Clerk cum Typist,Commercial Cum Ticket Clerk ইত্যাদি।
শূন্যপদ সংখ্যা:
এখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ৩৪৪৫ টি। তার মধ্যে কোন পদের জন্য কতগুলি শূন্যপদ সংখ্যা রয়েছে তা নীচে দেওয়া হইলো। RRB NTPC Recruitment 2024
পদের নাম | শূন্যপদ সংখ্যা |
Accounts Clerk cum Typist | ৩৬১ জন |
Commercial Cum Ticket Clerk | ২০২২ জন |
Trains Clerk | ৭২ জন |
Junior Clerk cum Typist | ৯৯০ জন |
শিক্ষাগত যোগ্যতা:
উক্ত পদগুলিতে আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে। এছাড়া এই সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই অফিশিয়াল লিঙ্কটি ক্লিক করে দেখে নিবেন।
বয়সেরসীমা:
এই পদগুলির জন্য আবেদন জানাতে আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হয়েছে।
বেতন পরিকাঠামো:
পদের নাম | মাসিক বেতন |
Commercial Cum Ticket Clerk | ২১,৭০০/- টাকা |
Junior Clerk cum Typist | ১৯,৯০০/- টাকা |
Trains Clerk | ১৯,৯০০/- টাকা |
Accounts Clerk cum Typist | ১৯,৯০০/- টাকা |
আবেদন পদ্ধতি:
Railway Recruitment Board (RRB)- এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে প্রার্থীদের উক্ত পদগুলোতে আবেদন জানাতে হবে।
প্রথমত, নিজের বৈধ মোবাইল নাম্বার ও ইমেল আইডি দিয়ে নিজের নাম রেজিস্টার করতে হবে।
এরপর আবেদনপত্র- এ চাওয়া নিজের সমস্ত জরুরী তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করে তার সাথে বাকি নথিপত্রগুলো জমা করে দিতে হবে।
অবশেষে আবেদন ফি জমা করতে হবে। এছাড়াও এই সংক্রান্ত বিস্তারিত জানুন অফিশিয়াল নোটিশটির মাধ্যমে। আপনাদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো প্রতিবেদনের শেষে দেওয়া হইলো।
আবেদন ফি:
উক্ত পদগুলোতে ইচ্ছুক প্রার্থীদের মধ্যে তপশিলি জাতি, উপজাতি, এক্স-সার্ভিস ম্যান, প্রতিবন্ধী, মহিলা, ট্রান্সজেন্ডার, এবং ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি ধার্য করা হয়েছে ২৫০/- টাকা। বাদ বাকি প্রার্থীদের জন্য আবেদন ফি ধার্য করা হয়েছে ৫০০/- টাকা। পরীক্ষার পর পরীক্ষার চার্জ বাদে বাকি সব টাকা ফেরত দেওয়া হবে। RRB NTPC Recruitment 2024
যে সমস্ত জায়গা থেকে আবেদন জানাতে পারবে সেগুলি হলো নিম্নলিখিত:
কলকাতা, মালদা, শিলিগুড়ি, পাটনা, আমেদাবাদ, বেঙ্গালুরু, ভুপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চেন্নাই, আজমের, চন্ডিগড়, গোরক্ষপুর, সেকেন্দ্রাবাদ, মুজাফফরপুর, গোয়াহাটি, মুম্বাই, রাঁচি, প্রয়াগ রাজ, তিরুপন্তিপুরম, জম্মু শ্রীনগর।
আবেদন শুরু:
আগামী ২১/০৯/২৪ তারিখে।
আবেদন শেষ:
আগামী ২০/১০/২৪ তারিখে।
Official Website Link- Click Here
Official Notification Download Link- Click Here
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।