Sandeshkhali: কলকাতা হাইকোর্টের বার্ষিক রিপোর্ট প্রকাশ করলেন, সেরা রায় সন্দেশখালি ও 26000 চাকরি বাতিল।তালিকায় আর কোন কোন রায় রয়েছে?

Sandeshkhali: কলকাতা হাইকোর্টের বার্ষিক রিপোর্ট প্রকাশ করলেন, সেরা রায় সন্দেশখালি ও 26000 চাকরি বাতিল।তালিকায় আর কোন কোন রায় রয়েছে?

Sandeshkhali

কলকাতা হাইকোর্টের এক বছরের সেরা রায়গুলোর তালিকায় জায়গা করে নিয়েছে সন্দেশখালি এবং এসএসসির 26000 চাকরি বাতিল। হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সন্দেশখালির মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। অন্যদিকে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চআর নিয়োগ দুর্নীতি মামলায় এক ধাক্কায় 26000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছিল। এছাড়া সেরা রায়ের তালিকায় মধ্যে রয়েছে সরকারি চাকরিতে এক শতাংশ আসন বাধ্যতামূলক সংরক্ষণ রূপান্তরকামীদের জন্য । বিচারপতি রাজাশেখর মান্থা এই রায় দেন।

Table of Contents

কলকাতা হাই কোর্টের বার্ষিক রিপোর্ট বই আকারে প্রকাশিত হয়েছে। সেখানে বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয়ের মতো বিচারপতিদের ‘বছরের বেস্ট’ রায়ের উল্লেখ রয়েছে। জানানো হয়েছে, সারা বছর ধরে বিচার করে হাইকোর্টের কোন বিচারপতির কোন রায়টি সেরা। হাইকোর্টের কর্তৃপক্ষ গত বছর থেকে এই ধরনের বই প্রকাশ করা শুরু করেছেন। মূলত প্রতি বছর 15 August এই বই প্রকাশ হয়। প্রধান বিচারপতির বেঞ্চের গুরুত্বপূর্ণ রায় হল সন্দেশখালি মামলা। হাইকোর্ট ওই ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছিলেন। এছাড়াও বিচারপতি জয় সেনগুপ্ত সন্দেশখালিতে প্রশাসনের জারি করা 144 ধারা খারিজ করে সেরা রায় দিয়েছেন। এছাড়াও এসএসসির 26000 চাকরি বাতিলের মামলাও সেরা রায়ে জায়গা পেয়েছে। ওই মামলায় বিচারপতি বসাকের বেঞ্চের পর্যবেক্ষণ, 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় একাধিক গাফিলতি রয়েছে। আদালত গ্ৰুপ-ডি, গ্ৰুপ-সি, নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির পুরো প্যানেল বাতিল করে দেয়। Sandeshkhali

Sandeshkhali
Sandeshkhali
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চের সেরা রায়টি হল পঞ্চায়েত মামলায়। মনোনয়নপত্র কারচুপির অভিযোগে সিঙ্গল বেঞ্চ ওই মামলায় তদন্তের নির্দেশ দিয়েছিল। ডিভিশন বেঞ্চ জানায়, এই ভাবে তদন্তের নির্দেশ দেওয়া যায় না। আদালত নির্বাচন সংক্রান্ত এই বিষয়ে ইলেকশন পিটিশনের কাছে ওই নির্দেশ দিতে পারে। অ্যাসিড আক্রান্ত এক পুরুষ মহিলাদের মতো ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে মামলা করেন। ওই মামলায় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের রায় দেন, অ্যাসিড আক্রান্ত ব্যক্তির লিঙ্গ বিচার করা উচিত নয়। তিনিও মহিলাদের মতো একই ক্ষতিপূরণ পাবেন। Sandeshkhali

আরও পড়ুনঃ Mamata Banerjee: কলকাতা আরজি কর কাণ্ডে সিবিআই ঠিক মতো তদন্ত করেন, তাহলে মমতা ব্যানার্জি অ্যারেস্ট হবেন।

Leave a Comment