SBI Job Vaccancy News 2024: ভারতীয় স্টেট ব্যাংকে ১৪৯৭ টি শূন্যপদে কর্মী নিয়োগ ! জানুন সঠিক আবেদন পদ্ধতি।
SBI Job Vaccancy News 2024:
আজকের চাকরীর খবর সকল রাজ্যবাসীর জন্য একটি খুবই খুশির খবর। ভারতীয় স্টেট ব্যাঙ্কের তরফ থেকে অর্থাৎ SBI – এর তরফ থেকে ১ হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে চাকরীর জন্য আবেদন প্রার্থীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। বলাই যায় পশ্চিমবঙ্গের জেলার নাগরিক হতে হবে অর্থাৎ নারী ও পুরুষ উভয়ই এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।
ভারতীয় স্টেট ব্যাঙ্কের তরফ থেকে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে চাকরীর জন্য কী কী শর্ত রাখা হয়েছে, কিভাবে আবেদন জানাবেন, নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিষয়সূচি আজকের প্রতিবেদনে আলোচনা করা হইলো। প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য অনুরোধ রইলো। SBI Job Vaccancy News 2024
Table of Contents
পদ সম্পর্কিত তথ্য সমন্ধে নিম্নে আলোচনা করা হলো।
Employment No.—
CRPD/SCO/2024-25/15
পদের নাম—
সরকার দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যেই পদে কর্মী নিয়োগ করা হবে সেটি হলো Specialist Cadre Officer
শূন্যপদ সংখ্যা—
সরকারি নিয়ম অনুযায়ী উক্ত পদের জন্য মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ১৪৯৭ টি। প্রতিটি শ্রেনীর জন্য ভিন্ন ভিন্ন শূন্য পদ রয়েছে। সেগুলি নিম্নে ছকের মাধ্যমে তুলে ধরা হলো। SBI Job Vaccancy News 2024
শ্রেণী | শূন্যপদ সংখ্যা |
UR | ৬১৪ টি |
SC | ২৩৪ টি |
ST | ১১০ টি |
OBC | ৩৯২ টি |
EWS | ১৪৭ টি |
শিক্ষাগত যোগ্যতা—
সরকার দ্বারা প্রকাশিত চাকরীর বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বলা হয়েছে প্রার্থীদের কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেক্ট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিটেক, এমটেক, এমসিএ অথবা এমএসসি এই সব বিষয়গুলিতে ডিগ্রী অর্জন করে থাকতে হবে।
বয়সসীমা—
এই পদে আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের বয়স সীমা থাকতে হবে ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় রাখা হয়েছে।
মাসিক বেতন—
এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন শুরু হচ্ছে ৪৮,৪৮০/- থেকে সর্বোচ্চ ৯৩,৯৬০/- টাকা পর্যন্ত রয়েছে। এখানে পদ অনুযায়ী কর্মীদের বেতন বাড়ানো হয়।
নিয়োগ পদ্ধতি—
উক্ত পদের গ্রেড অনুযায়ী কিছু কিছু পদের জন্য সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে এবং কিছু পদের জন্য জেনারেল অ্যাপটিটিউড টেস্ট এবং প্রফেশনাল নলেজ যাচাইয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। ম্যানেজার লেভেলের পদগুলির জন্য ১০০ নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। SBI Job Vaccancy News 2024
আবেদন পদ্ধতি—
এই পদগুলিতে আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন জানাতে হবে। এই পদে অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে (www.bank.sbi) গিয়ে ভিজিট করতে হবে। এই নির্দিষ্ট ওয়েবসাইটে ভিজিট করার পর প্রার্থীদের প্রথমে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নির্দিষ্ট বিজ্ঞপ্তি নম্বরের ভিত্তিতে অনলাইন আবেদন পেজে সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। আবেদনপত্রে তথ্য পূরণ করার পর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে আবেদন ফি জমা করতে হবে। এরপর আবেদন ফি জমা করলেই আপনার আবেদন সম্পন্ন হবে।
আবেদন ফি—
এই পদে আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের শ্রেণী অনুযায়ী একটা নির্দিষ্ট আবেদন ফি জমা করতে হবে। তপশিলি শ্রেনীর আবেদনকারী এবং প্রতিবন্ধী আবেদনকারী ছাড়া অন্যান্য সমস্ত শ্রেণীর আবেদনকারীদের ৭৫০/- টাকা আবেদন ফি জমা করে আবেদনের ক্ষেত্রে নাম নথিভুক্ত করতে হবে। নেট ব্যাঙ্কিং, ডেবিট অথবা ক্রেডিট কার্ড,UPI ইত্যাদির মাধ্যমে আবেদন ফি জমা করার সুবিধা রয়েছে।
আবেদনের শেষ তারিখ—
এই পদে আবেদন জানানোর শেষ তারিখ রয়েছে ২০২৪- এর অক্টোবর মাসের ৪ তারিখ।
গুরুত্বপূর্ণ লিঙ্ক-
Official Notification Link- | Click Here |
Application Form Download Link- | Apply Now |
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।