SBI Recruitment 2024: স্টেট ব্যাংকে কর্মী নিয়োগ! অনলাইন আবেদন ২৭ শে জুন পর্যন্ত।

SBI Recruitment 2024: স্টেট ব্যাংকে কর্মী নিয়োগ! অনলাইন আবেদন ২৭ শে জুন পর্যন্ত।

ব্যাংক সংক্রান্ত কাজের জন্য অনেকেই ইচ্ছুক থাকেন। যে সব ব্যাক্তিরা SBI (State Bank of India) – তে কাজ করতে বহু দিন ধরে আগ্রহী হয়ে রয়েছেন, তাদের জন্য ভালো খবর।২৭ শে জুন পর্যন্ত চলবে SBI ব্যাঙ্ক – এ কর্মচারী নিয়োগ প্রক্রিয়ার অনলাইন আবেদন।

SBI Recruitment 2024:

প্রকাশিত সংবাদ পত্র দ্বারা খবর পাওয়া গিয়েছে, ইতিমধ্যে জানানো হয়েছে ২০২৪ সালের জন্য স্টেট ব্যাংকের জন্য কর্মী নিয়োগ করা হবে। যা পুরোপুরি অনলাইন পদ্ধতির মাধ্যমে হবে। যে সব ব্যাক্তিরা বহু দিন থেকেই অপেক্ষা করে আছেন তাদের জন্যে এটা সুবর্ণ সুযোগ। কারা আবেদন করতে পারবেন? কিভাবে আবেদন করবেন? বয়স সীমা ও যোগ্যতা সব কিছু সম্পর্কে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

SBI Recruitment 2024
SBI Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

SBI Recruitment 2024 বিস্তারিত তথ্য:

১. পদের নাম :

SBI ব্যাংকের প্রকাশিত বিজ্ঞপ্তি দ্বারা জানানো হয়েছে Chartered Accountant (Specialist) MMGS- II পদের জন্য কর্মী নিয়োগ করা হবে।

২. পদ সংখ্যা :

মোট মিলিয়ে শূন্য পদ সংখ্যা ৯ টি।

  • SC বা তফসিল শ্রেনীর তালিকাভুক্ত প্রার্থী সংখ্যা : ১ টি।
  • OBC বা উপ তপসিল শ্রেনীর তালিকাভুক্ত প্রার্থী সংখ্যা : ২ টি।
  • UR শ্রেনীর তালিকাভুক্ত প্রার্থী সংখ্যা : ৬ টি।

আরও পড়ুন- Anganwadi Recruitment 2024 উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে ১৩ হাজার Anganwadi কর্মী নিয়োগ!

৩. বেতন সীমা :

SBI Recruitment 2024 Chartered Accountant – পদের জন্য বেতন সীমা এখনো ঠিক ভাবে নির্ধারিত হয়নি। SBI ব্যাংকের বেতন কাঠামো অনুযায়ী বেতন দেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইটে ভিসিট করুন।

SBI Recruitment 2024 Eligibility Criteria (কারা পারবেন আবেদন করতে?)

১. শিক্ষাগত যোগ্যতা :

২০২৪ – এর স্টেট ব্যাংকের কাজের জন্য এই ফিল্ডে কাজের গত ৩ বছরের অভিজ্ঞতার প্রয়োজন। বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইটে ভিসিট করুন।

২. বয়স সীমা :

SBI Recruitment 2024 – নিয়ম অনুযায়ী এই পদে আবেদনকারীর ব্যাক্তির নির্ধারিত বয়স সীমা ধরা হয়েছে সর্বনিম্ন ২৫ থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে।

আরও পড়ুন- গুগলপে-ফোনপে UPI লেনদেন করেন? এই 7 নিয়ম মানতে হবে, নাহলে অ্যাকাউন্ট ফাঁকা হবে!

SBI Recruitment Online Application ( আবেদন পদ্ধতি ) :

১. আবেদন পদ্ধতি :

✓ প্রথমত, 2024 SBI Recruitment অনুযায়ী Chartered Accountant পদে আবেদনের জন্যে ইচ্ছুক আবেদনকারীকে SBI – এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

✓ দ্বিতীয়ত, অফিশিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর প্রয়োজন মতো তথ্যগুলি দিয়ে নির্ভুল ভাবে ফর্মটি পূরণ করতে হবে।

✓ তৃতীয়ত, সর্বশেষ ফর্মটি পূরণ করার পর সব কিছু ঠিক আছে কিনা যাচাই করে দেখে নিতে হবে এবং ফর্মটি সাবমিট করতে হবে।

২. আবেদন ফি :

এই পদে আবেদনকারী General/EWS/OBC প্রার্থীদের জন্য ৭৫০ টাকা বরাদ্দ করা হয়েছে এবং 2024 SBI Recruitment – এর অফিশিয়াল ওয়েবসাইটের বিজ্ঞপ্তি দ্বারা জানানো হয়েছে, বাকি শ্রেনীর তালিকাভুক্ত প্রার্থীদের কোনো রকম আবেদন ফি দেওয়ার প্রয়োজন নেই।

আরও পড়ুন- Aadhar card big update 2024 অবশ্যই ১৪ই জুনের মধ্যে এই কাজ করে ফেলুন!

৩. আবেদনের শেষ তারিখ :

SBI Recruitment 2024 Chartered Accountant (Specialist) MMGS- II পদে আগ্রহী প্রার্থীদের জন্য আবেদনের শেষ সময় সীমা রাখা হয়েছে ২০২৪ – এর ২৭ শে জুন।

SBI Recruitment selection process ( নির্বাচন প্রক্রিয়া ) :

১. প্রথম ধাপে, 2024 SBI Recruitment – এর নিয়ম মেনে আবেদনকারী প্রার্থীদের নাম শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী শর্ট তালিকায় নিয়ে আসা হবে।

২. দ্বিতীয় ধাপে, উল্লেখিত সেই তালিকা অনুযায়ী আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ – এর জন্য ডাকা হবে এবং ইন্টারভিউতে সফল হতে পারলে SBI – এর এই পদের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

৩. ইন্টারভিউতে সফল হওয়া প্রার্থীদের নাম SBI – এর অফিশিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে অথবা প্রার্থীদের কল লেটার ইমেইল – এর মাধ্যমে পাঠানো হবে।

SBI Careers অফিসিয়াল ওয়েবসাইট লিংক – Click Here

প্রতিনিয়ত খবর পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।

আরও পড়ুন- West Bengal CAA Update 2024: রাজ্যে সিএএ আবেদনের শুনানি শুরু, নথিপত্র না দিতে পারলে কী হবে?

Leave a Comment