SC and ST Certificate Big Update 2024: SC ও ST লাস্টের মধ্যেও এবার ক্যাটাগরিতে ভাগ করবেন রাজ্য! কারা A ও কারা B ক্যাটাগরিতে পড়েছে? বিস্তারিত তথ্য জেনে নিন।

SC and ST Certificate Big Update 2024: SC ও ST লাস্টের মধ্যেও এবার ক্যাটাগরিতে ভাগ করবেন রাজ্য! কারা A ও কারা B ক্যাটাগরিতে পড়েছে? বিস্তারিত তথ্য জেনে নিন।

SC and ST Certificate Big Update 2024:

Sub- Classification of SC and ST: সুপ্রিমকোর্ট 1 Agusut বৃহস্পতিবার SC ও ST উপশ্রেণীকরণ নিয়ে বিরাট ঘোষণা করেছেন। OBC এর মধ্যে যেরকম আর্থিক অবস্থার ভিত্তি করে Creamy Layer ও Non-Creamy Layer এই দুই রকমের ভাগ করা হয়েছে, সেই রকমই কিন্তু ST ও SC কাস্টের মধ্যে নেই।

SC ও ST কাস্টের মধ্যেও রয়েছে একাধিক জাতি যারা খুব গরিব তুলনামূলক ভাবে পিছিয়ে পড়া। আবার রয়েছে একাধিক জাতি SC ও ST কাস্টের মধ্যে থাকা যারা তুলনামূলক ভাবে উন্নত এবং তাদের ইনকাম অনেক বেশি। তাই বিগত কয়েক বছর ধরে SC ও ST কাস্টের মধ্যে উপশ্রেণীকরণ করা নিয়ে সুপ্রিমকোর্টে মামলা চলছিল। সম্প্রতি 1 Agusut বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট এই নিয়ে চূড়ান্ত রায় দেন। SC and ST Certificate Big Update 2024

সুপ্রিমকোর্টের রায়: SC ও ST উপশ্রেণীকরণের-

SC ও ST উপশ্রেণীকরণ নিয়ে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্ব সাত বিচারপতির বেঞ্চে তরফ থেকে এক যুগান্তকারী রায় ঘোষণা করা হয়েছে। সুপ্রিমকোর্টের কাছে থেকে জানানো হয়েছে, রাজ্য সরকার চাইলেই SC ও ST কাস্টের মধ্যে উপশ্রেণীকরণ করতে পারবেন। সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্ব সাত বিচারপতির বেঞ্চে এই রায়ের পক্ষে ছিলেন কিন্তু একজন বিচারপতি এই রায়ের বিরুদ্ধে ছিলেন।

SC and ST Certificate Big Update 2024
SC and ST Certificate Big Update 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কিভাবে SC ও ST কাস্টের উপশ্রেণীকরণ বাস্তবায়ন করা হবে ? –

সুপ্রিমকোর্টের তরফ থেকে জানিয়েছেন, রাজ্য সরকার চাইলেই SC ও ST উপশ্রেণীকরণ করতে পারবেন কিন্তু তার জন্য অবশ্যই নিদির্ষ্ট কারণ সহ একাধিক শর্ত দেখাতে হবে। অর্থাৎ রাজ্য চাইলেই SC ও ST উপশ্রেণীকরণ করতে পারবেন তার কিন্ত নয়। এক্ষেত্রে জানিয়ে রাখি SC ও ST কাস্টের জাতি বা জনগোষ্ঠীক রয়েছে , তাদের মধ্যে কোন জাতি বা বা জনগোষ্ঠীকেই রাজ্য সরকার SC ও ST কাস্টের মধ্যে থেকে বাদও দিতে পারবেন না। শুধুমাত্র SC ও ST কাস্টের মধ্যে একাধিক ক্যাটাগরিতে ভাগ করা যাবে। SC and ST Certificate Big Update 2024

কর্মক্ষেত্রে SC ও ST প্রভাব-

SC ও ST কাস্টের কর্মক্ষেত্রে যে রকম সিট রিজার্ভেশন থাকে সেই রকমই থাকবে কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র SC ও ST কাস্টের মধ্যে আর্থিক অবস্থা অনুযায়ী উঁচু ও নিচু ক্যাটাগরিতে বিভক্ত করা হলে দরিদ্র ও গরিব পরিবারের যুবক- যুবতীদের কর্মক্ষেত্রে সুযোগ সুবিধা পাবে। SC and ST Certificate Big Update 2024

শিক্ষাক্ষেত্রে SC ও ST প্রভাব-


SC ও ST কাস্টের যেমন কর্মক্ষেত্রে সুযোগ সুবিধা পাবেন তেমনি শিক্ষাক্ষেত্রে ছাত্র-ছাত্রীরাও আর সুযোগ সুবিধা লাভ করতে পারবে যেমন – স্কলারশিপ, কলেজের আসন সংখ্যা সংরক্ষণ, ভর্তি ফ্রী থেকে ছাড় ইত্যাদি।

Official Website Link- Click Here

আরও পড়ুন- ICDS Recruitment New Update 2024: ব্লকে ব্লকে অঙ্গনওয়াড়ির কর্মী পদের জন্য নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু! দেখুন আপনার জেলায় আবেদন শুরু হয়েছে কিনা।

আরও পড়ুন- Asha Kormi Recruitment 2024: গ্ৰাম পঞ্চায়েতের অধীনে আশা কর্মী নিয়োগ শুরু , শুধুমাত্র MP পাশ করলেই এই চাকরি মিলবে।

Leave a Comment