SC and ST Certificate Big Update 2024: SC ও ST লাস্টের মধ্যেও এবার ক্যাটাগরিতে ভাগ করবেন রাজ্য! কারা A ও কারা B ক্যাটাগরিতে পড়েছে? বিস্তারিত তথ্য জেনে নিন।
SC and ST Certificate Big Update 2024:
Sub- Classification of SC and ST: সুপ্রিমকোর্ট 1 Agusut বৃহস্পতিবার SC ও ST উপশ্রেণীকরণ নিয়ে বিরাট ঘোষণা করেছেন। OBC এর মধ্যে যেরকম আর্থিক অবস্থার ভিত্তি করে Creamy Layer ও Non-Creamy Layer এই দুই রকমের ভাগ করা হয়েছে, সেই রকমই কিন্তু ST ও SC কাস্টের মধ্যে নেই।
SC ও ST কাস্টের মধ্যেও রয়েছে একাধিক জাতি যারা খুব গরিব তুলনামূলক ভাবে পিছিয়ে পড়া। আবার রয়েছে একাধিক জাতি SC ও ST কাস্টের মধ্যে থাকা যারা তুলনামূলক ভাবে উন্নত এবং তাদের ইনকাম অনেক বেশি। তাই বিগত কয়েক বছর ধরে SC ও ST কাস্টের মধ্যে উপশ্রেণীকরণ করা নিয়ে সুপ্রিমকোর্টে মামলা চলছিল। সম্প্রতি 1 Agusut বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট এই নিয়ে চূড়ান্ত রায় দেন। SC and ST Certificate Big Update 2024
Table of Contents
সুপ্রিমকোর্টের রায়: SC ও ST উপশ্রেণীকরণের-
SC ও ST উপশ্রেণীকরণ নিয়ে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্ব সাত বিচারপতির বেঞ্চে তরফ থেকে এক যুগান্তকারী রায় ঘোষণা করা হয়েছে। সুপ্রিমকোর্টের কাছে থেকে জানানো হয়েছে, রাজ্য সরকার চাইলেই SC ও ST কাস্টের মধ্যে উপশ্রেণীকরণ করতে পারবেন। সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্ব সাত বিচারপতির বেঞ্চে এই রায়ের পক্ষে ছিলেন কিন্তু একজন বিচারপতি এই রায়ের বিরুদ্ধে ছিলেন।
কিভাবে SC ও ST কাস্টের উপশ্রেণীকরণ বাস্তবায়ন করা হবে ? –
সুপ্রিমকোর্টের তরফ থেকে জানিয়েছেন, রাজ্য সরকার চাইলেই SC ও ST উপশ্রেণীকরণ করতে পারবেন কিন্তু তার জন্য অবশ্যই নিদির্ষ্ট কারণ সহ একাধিক শর্ত দেখাতে হবে। অর্থাৎ রাজ্য চাইলেই SC ও ST উপশ্রেণীকরণ করতে পারবেন তার কিন্ত নয়। এক্ষেত্রে জানিয়ে রাখি SC ও ST কাস্টের জাতি বা জনগোষ্ঠীক রয়েছে , তাদের মধ্যে কোন জাতি বা বা জনগোষ্ঠীকেই রাজ্য সরকার SC ও ST কাস্টের মধ্যে থেকে বাদও দিতে পারবেন না। শুধুমাত্র SC ও ST কাস্টের মধ্যে একাধিক ক্যাটাগরিতে ভাগ করা যাবে। SC and ST Certificate Big Update 2024
কর্মক্ষেত্রে SC ও ST প্রভাব-
SC ও ST কাস্টের কর্মক্ষেত্রে যে রকম সিট রিজার্ভেশন থাকে সেই রকমই থাকবে কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র SC ও ST কাস্টের মধ্যে আর্থিক অবস্থা অনুযায়ী উঁচু ও নিচু ক্যাটাগরিতে বিভক্ত করা হলে দরিদ্র ও গরিব পরিবারের যুবক- যুবতীদের কর্মক্ষেত্রে সুযোগ সুবিধা পাবে। SC and ST Certificate Big Update 2024
শিক্ষাক্ষেত্রে SC ও ST প্রভাব-
SC ও ST কাস্টের যেমন কর্মক্ষেত্রে সুযোগ সুবিধা পাবেন তেমনি শিক্ষাক্ষেত্রে ছাত্র-ছাত্রীরাও আর সুযোগ সুবিধা লাভ করতে পারবে যেমন – স্কলারশিপ, কলেজের আসন সংখ্যা সংরক্ষণ, ভর্তি ফ্রী থেকে ছাড় ইত্যাদি।
Official Website Link- Click Here
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।