Sealdah Kanchanjunga Express Accident 2024: শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির ভয়ঙ্কর দুর্ঘটনা!

Sealdah Kanchanjunga Express Accident 2024: শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির ভয়ঙ্কর দুর্ঘটনা!

Sealdah Kanchanjunga Express Accident 2024:

সোমবার সকালে শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির ভয়ঙ্কর দুর্ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। লাইনচ্যুত হয়ে ছিটকে গিয়েছে রেলের দুটি বগি। গত বছর ২০২৩ – এর রেল দুর্ঘটনা এখনও মানুষের শরীরে আতঙ্কের সৃষ্টি করে। আবারো সেই ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই চলতি বছরেই (২০২৪) – এ ১৭ ই জুন ফের এমন ভয়াবহ ট্রেন দুর্ঘটনার শিকার হলো অনেক মানুষ।

নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার পর পরই ট্রেন দুর্ঘটনা ঘটে। লাইনচ্যুত হয়ে ছিটকে যায় রেলের দুটি কামরা এবং একটি বগি ইঞ্জিনের ওপর উঠে যায়। এই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছে একাধিক মানুষ।

কিভাবে ঘটলো ট্রেন দুর্ঘটনাটি?

প্রকাশিত সংবাদ মাধ্যম দ্বারা জানা গিয়েছে, শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধীর গতিতে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়া মাত্রই পিছন থেকে মারে মালগাড়ি। মনে করা হচ্ছে সিগন্যাল ভুল দেওয়ার কারণে এমন ভয়ানক দুর্ঘটনা ঘটে। এতে ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হয় রেলের পেছনের দুটি বগি। ঘটনাস্থলে এখনও পর্যন্ত মৃত্যুর খবর উঠে এসেছে ১০ জনের। তার মধ্যে একজন ছিলেন মালগড়ির লোকো পাইলট ও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডের। সামনে এসেছে এখনও পর্যন্ত আহত সংখ্যা প্রায় ৫০ জন। তাদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Sealdah Kanchanjunga Express Accident 2024
Sealdah Kanchanjunga Express Accident 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই চাঞ্চল্যকর ভয়ঙ্কর দুর্ঘটনার খবর পেয়ে সেই স্থানে ছুটে যায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রাজ্যপাল সিভি আনন্দ বোস, উত্তর ও পূর্বাঞ্চলের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, ট্রেনের উদ্ধারকার্য শেষ হতেই ঐ দুটি বগি বাদ দিয়ে শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বাকি ১,২৯৩ জন যাত্রীকে নিয়ে শিয়ালদহের উদ্দ্যেশ্য রওনা দিয়েছে। ট্রেনটি আজ মঙ্গলবার সকালের মধ্যে শিয়ালদহ স্টেশনে পৌঁছানোর কথা। Sealdah Kanchanjunga Express Accident 2024

দুর্ঘটনায় উদ্ধারকার্য:

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানান দুর্ঘটনার পর পর উদ্ধার কাজ শুরু হয়ে যায়। সকাল ৯ টা নাগাদ থেকে তিনি দাঁড়িয়ে থেকে সবটা অনুসন্ধান করছিলেন তার সাথে ছিলেন চিফ সেক্রেটারি, জেলাশাসক, রেল মন্ত্রক। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি নিজে সেখানে অ্যাম্বুলেন্স পাঠায় তার সাথে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাক্তারদের অপারেশন শুরু করার জন্য তৎপর করেন। তার সাথে প্রয়োজনীয় রক্ত দিতেও নির্দেশ দিলো স্বাস্থ্যভবন। রক্ত দিতে প্রস্তুত ছিলো সেখানকার চিকিৎসক, সেবিকা, পড়ুয়ারা এবং অনেকেই। সব রকম ভাবে চেষ্টা চালাবেন সকলে এবং তার সাথে সেই ব্ল্যাক স্পটে চলছিল দেহ উদ্ধার কার্য। সংবাদ মাধ্যম দ্বারা আরও জানা গিয়েছে, এখনো বহু দেহ সেখানে গড়াগড়ি খাচ্ছে, কিছু দেহ এখনও শনাক্ত করা যায় নি। দুর্ঘটনা স্থানের আশেপাশের এলাকাবাসীকে সাবধান করার জন্য মাইকিং করে দেওয়া হয়।

দুর্ঘটনায় ক্ষতিপূরণ:

এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রী মৃতের পরিবারের সাহায্যর জন্য আর্থিক ক্ষতিপূরণ দিবে বলে জানিয়েছেন। ট্রেনের যাত্রীদের মৃতের পরিবারের জন্য ২ লাখ টাকা, আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা এবং রেল কর্তৃপক্ষ – এর থেকে মৃতের পরিবার পিছু ১০ লাখ টাকা ও আহতদের জন্য ২.৫ লাখ টাকা দিবেন বলে ঘোষণা করেছেন।

Sealdah Kanchanjunga Express Accident 2024
Sealdah Kanchanjunga Express Accident 2024

অনুসন্ধান কর্তৃপক্ষ:

এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় দোষ কার? ট্রেন চালকের নাকি মালগাড়ি চালকের? নাকি সিগন্যাল বিভ্রাট হয়েছিলো? আজ মঙ্গলবার এই নিয়ে বসবে বৈঠক। কমিশনার অফ রেলওয়ে সেফটি জে কে গর্গ বলেন এই ট্রেন দুর্ঘটনার পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য মঙ্গলবার থেকে অনুসন্ধান কাজ শুরু হবে। এখানে জানানো হয়েছে, নিয়মের নথি TA912 শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন চালককে দেওয়া হয়েছিলো এবং সেই একই কাগজ মালগাড়ি চালককে দেওয়া হয়েছিলো কিনা? সেই বিষয়টি খতিয়ে দেখা হবে। যদিও বা একই কাগজ মালগাড়ি চালককে দেওয়া হয়ে থাকে তো ট্রেন ১০-২০ কিমি বেগে টানার চেয়ে কেনো এতো দ্রুত গতিতে টানা হলো এই বিষয়ে সবটা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু হচ্ছে। এবং সবটা তদন্তের পর বিষয়টি পরিস্কার হবে বলে মনে করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য:

এই ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “কি হচ্ছে দেশের পরিস্থিতি? যখন আমি রেলমন্ত্রী ছিলাম তখন প্রতিটা ট্রেনে অ্যান্টি কলিশন ডিভাইস চালু করা হয়েছিলো। যাতে ট্রেন চালক ঘুমিয়ে পড়লেও বেল বাজবে এবং দুটো ট্রেন কাছাকাছি চলে আসলেও বেল বাজবে। কিন্তু এখন ট্রেন গুলোর কি বাজে অবস্থা খাবারের মান থেকে শুরু করে বাথরুম গুলো সব অস্বাস্থ্যকর বিষয়। আজ রেল মন্ত্রকের কিছু গাফিলতির কারণে আরও মানুষের প্রাণ যেতে পারতো। ২০ জনের বদলে ১০০০ মানুষের প্রাণ যেতে পারতো। প্রথমে রেলের ও যাত্রীগণের সুরক্ষার জন্য আরও কঠিন করা হোক রেলের ব্যবস্থাপনা।” এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। Sealdah Kanchanjunga Express Accident 2024

Indian Railway Official Website – Click Here

আরও পড়ুন- সুন্দরবন ইলিশ উৎসব: Sundarban Hilsa Festival 2024

Leave a Comment