Sealdah special train: যাত্রীদের জন্য সুখবর। কালীপুজোর মরশুমে শিয়ালদহ রুটে একগুচ্ছ স্পেশাল ট্রেন। রুট ও টাইমটেবিল জানালো পূর্ব রেল।
Sealdah special train:
দুর্গা পূজা, লক্ষ্মীপূজা শেষ। এবার দরজায় কড়া নাড়ছে দীপাবলি। এই কালীপুজোর মরশুমে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এবার শিয়ালদহ রুটে একাধিক স্পেশাল ট্রেন ছাড়ার সিদ্ধান্ত নিলো পূর্ব রেল কর্তৃপক্ষ। হ্যাঁ ঠিকই পড়েছেন আপনি। শিয়ালদহ ডিভিশনে একাধিক স্পেশাল ট্রেন ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হলো। এমনিতে উৎসবের মরশুমে ট্রেনের চাহিদা তুঙ্গে থাকে। কিন্তু অধিক ক্ষেত্রে দেখা যায় যে পর্যাপ্ত ট্রেইন না থাকায় যাত্রীদের বাঁদর ঝোলা হয়ে আসতে হয়। তবে আর চিন্তার কোনো কারণ নেই। যাত্রীদের কথা চিন্তা করেই এবার একাধিক ট্রেইন ছাড়ার সিদ্ধান্ত নিলো পূর্ব রেল কর্তৃপক্ষ। আপনিও যদি শিয়ালদহ ডিভিশনের যাত্রী হয়ে থাকেন তবে এই সুখবর টি আপনার জন্যেও। Sealdah special train
আপনিও যদি শিয়ালদহ ডিভিশনের যাত্রী হয়ে থাকেন এবং দীপালীর মরশুমে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন বা সেখান থেকে ফেরার প্ল্যান করছেন তবে আপনার জন্যই রইলো এই বিশেষ সুযোগটি। এবার পূর্ব রেল শিয়ালদহ ডিভিশন ৩১ সে ডিসেম্বর ও ১ ই নভেম্বর রুটে অতিরিক্ত ৮ টি EMU স্পেশাল ট্রেইন চালানোর সিদ্ধান্ত নিলো। একদম ঠিকই শুনেছেন। এবং তার থেকেও বড় কথা রুটগুলোতে থাকবে বিশেষ চমক। আপনিও কি জানতে ইচ্ছুক কোন কোন রুটে চলবে এই স্পেশাল ট্রেইন? জানতে হলে চোখ রাখুন এই আর্টিকেলটিতে। এবং শেষ অবধি পড়ুন।
Table of Contents
কোন কোন রুটে চলবে স্পেশাল ট্রেইন? :
পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে যে, আগামী ৩১ অক্টোবর শিয়ালদহ-ডানকুনি -শিয়ালদহ ইএমইউ স্পেশাল এক জোড়া ট্রেন চালানো হবে। এটি রাত ঠিক ১১:৩০ টার দিকে শিয়ালদহ থেকে ছেড়ে ১ নভেম্বর রাত ১২:১৫ টায় ডানকুনি পৌঁছাবে এবং এরপর ফিরতি পথে ট্রেনটি ডানকুনি থেকে রাত ১২:২৫ টায় ছেড়ে রাত ১:০৫ টায় শিয়ালদহ পৌঁছবে।
এরপর শিয়ালদহ – রানাঘাট – শিয়ালদহ – ইএমইউ স্পেশাল এক জোড়া ট্রেন চালানো হবে। এটি ৩১ অক্টোবর শিয়ালদহ থেকে রাত ১২:৪০ টায় ছেড়ে ১ নভেম্বর রাত ২:৩০ টায় রানাঘাট পৌঁছাবে এবং ৩১ অক্টোবর রাত ১১:৪৫ টায় রানাঘাট থেকে ছেড়ে রাত ১:৪০ টায় শিয়ালদহ পৌঁছাবে।
এছাড়াও ১ নভেম্বর এক জোড়া শিয়ালদহ-বারুইপুর-শিয়ালদহ – ইএমইউ স্পেশাল শিয়ালদহ থেকে রাত ১২:৩০ টায় ছাড়বে এবং সেদিন রাতেই ১:১৫ এ বারুইপুর পৌঁছাবে এবং বারুইপুর থেকে রাত ১:২৫ এ ছেড়ে রাত ২:১০ টায় শিয়ালদহ পৌঁছবে।
এর পাশাপাশি ১ নভেম্বর এক জোড়া শিয়ালদহ – বারাসাত – শিয়ালদহ ইএমইউ স্পেশাল শিয়ালদহ থেকে রাত ১২:১০ টায় ছেড়ে রাত ১২:৫৫ টায় বারাসাত পৌঁছাবে এবং বারাসাত থেকে রাত ১:১০ টায় ছেড়ে রাত ১:৫৫ টায় শিয়ালদহ পৌঁছবে।
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।