Seikh Hasina News 2024: হিন্ডন এয়ারবেস ছাড়ল বিশেষ বিমান, কোথায় হাসিনা? মুজিবকন্যার গন্তব্য ঘিরে ধোঁয়াশা
Seikh Hasina News 2024:
সোমবার সন্ধ্যায় Seikh Hasina তাঁর বিশেষ বিমান গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে এসে নামেন। সূত্রের খবর, তিনি মঙ্গলবার সকাল 9 টা নাগাদ হিন্ডন এয়ারবেস ছেড়েছেন । তবে হাসিনা ভারত ছেড়ে এবার কোথায় যাবেন , সেই নিয়ে স্পষ্ট কোন খবর পাওয়া যায়নি।
Table of Contents
শেখ হাসিনা অগ্নিগর্ভ বাংলাদেশ ছেড়ে ভারতে। তিনি সোমবার সন্ধ্যায় গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে নামে তাঁর বিশেষ বিমান আসেন। মুজিবকন্যা ভারতেই থাকবেন কি? নাকি লন্ডনে উড়ে যাবেন? এনিয়ে জল্পনা তুঙ্গে। এই পরিস্থিতিতে সূত্রের খবর, মঙ্গলবার সকাল 9 টা নাগাদ হিন্ডন এয়ারবেস বাংলাদেশ বায়ুসেনার C-130J পণ্যবাহী বিমানটি ছেড়েছে। হাসিনা ভারত ছেড়ে এবার কোথায় যেতে পারেন, তা নিয়েও অনেক ধোঁয়াশা রয়েছে।
সংবাদসংস্থা ANI সূত্রে খবর, মঙ্গলবার সকাল 9 টা নাগাদ হিন্ডন এয়ারবেস থেকে উড়ে গিয়েছে বাংলাদেশ বায়ুসেনার C-130J পণ্যবাহী বিমানটি। কিন্তু সেই বিমানে ছিলেন না হাসিনা। ওই বিমানটি 7 জন সামরিক কর্তাকে নিয়ে রওনা দিয়েছে বলে জানা গিয়েছে। সংবাদসংস্থার তরফে জানানো হয়েছে, বিমানের যাত্রাপথের দিকে ভারতের একাধিক নিরাপত্তা সংস্থা নজর রাখছে। প্রাথমিকভাবে খবর, বায়ুসেনার ওই বিমানটি বাংলাদেশেই ফিরে যাচ্ছে। Seikh Haisna
এর পরে অনেক প্রশ্ন উঠছে, তাহলে হাসিনা কোথায় গেলেন? তিনি কি ভারতেই রয়েছেন? নাকি তাকে অন্য কোন জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে ? উল্লেখ্য, ভারত হাসিনাকে বাংলাদেশ থেকে নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হয়েছে। কিন্তু 1975 সালে ইন্দিরা গান্ধী যেমন হাসিনাকে ‘রাজনৈতিক আশ্রয়’ দিয়েছিলেন, তেমনি এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনও পদক্ষেপ নেবে কি না, তা নিয়ে সিদ্ধান্তে উপনীত হতে পারেননি।
ইতিমধ্যেই বাংলাদেশের সদ্যপ্রাক্তন প্রধানমন্ত্রী ইংল্যান্ড-সহ একাধিক দেশে আশ্রয় চেয়ে আবেদন করেছেন। সূত্রের খবর , ইংল্যান্ড তাঁকে আশ্রয় দিতে চায়নি। কিন্তু হাসিনা অন্য কোনও দেশে যাবেন নাকি ভারতেই থাকবেন, বিদেশমন্ত্রক তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে। বর্তমানে বাংলাদেশে ভারত বিরোধিতার সুর সপ্তমে। হাসিনার বিরুদ্ধে যে জনরোষ তৈরি হয়েছে, তার থেকে কম নয় আক্রোশ ভারতের বিরূদ্ধে । এই পরিস্থিতিতে হাসিনাকে ভারতে আশ্রয় দিলে ভারতে তাহলে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে আরও গণক্ষোভ তৈরি হতে পারে। তাতে বাংলাদেশে আটকে থাকা প্রায় 6 হাজার ভারতীয়দের বিপদ বাড়তে পারে। সূত্রের খবর, আপাতত ভারতেই রয়েছেন শেখ হাসিনা।
Source- Bahrs Global News
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।