Shram Shree Prokolpo Apply 2025
Shram Shree Prokolpo Apply 2025: সম্প্রতি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৮ই আগস্ট ২০২৫ তারিখে প্রেস কনফারেন্স করে পরিযায়ী শ্রমিকদের জন্য একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন। সেই প্রকল্পটি হল – শ্রমশ্রী প্রকল্প (Shramshree Prokolpo)। এই প্রকল্পে মাধ্যমে রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের নানান সুযোগ-সুবিধা সহ প্রতিমাসে ৫০০০ টাকা করে দেবেন।
এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন? তার জন্য কি কি নথিপত্র লাগবে? আবেদনপত্রটি কোথা থেকে ডাউনলোড করবেন? কোথায় আবেদনপত্রটি জমা দেবেন? আবেদনের শর্ত কি রাখা হয়েছে? এই সমস্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের এই প্রতিবেদনে তাই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন। Shram Shree Prokolpo Apply 2025
শ্রমশ্রী প্রকল্পটি কি?
পশ্চিমবঙ্গের যে সমস্ত শ্রমিকরা নিজের রাজ্য বা দেশ বাদ দিয়ে অন্য রাজ্যে বা দেশে গিয়ে কাজ করছেন, যদি তারা পশ্চিমবঙ্গে ফিরে আসে তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে ভাতা সহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে এই পরিষেবা প্রদান টিকেই শ্রমশ্রী প্রকল্প বলা হচ্ছে । Shram Shree Prokolpo Apply 2025
শ্রমশ্রী প্রকল্পের সুবিধা:
•পরিযায়ী শ্রমিকদের ভ্রমণ ভাতা স্বরূপ বাড়ি ফিরে আসলেই সাথে সাথে রাজ্য সরকার ৫০০০ টাকা করে দেবেন।
•পরিযায়ী শ্রমিকরা নিজের রাজ্য বা দেশ ফিরে এসে যতদিন না পর্যন্ত কাজ পাচ্ছে ততদিন প্রতিমাসে ৫০০০ টাকা করে দেওয়া হবে ১২ মাস অর্থাৎ একবছর পর্যন্ত ।
•রাজ্য সরকার তরফ থেকে শ্রমিকটিকে রেশন দেওয়ার ব্যবস্থা করা হবে, কমিউনিটি কিচেনের মাধ্যমে খাবারের ব্যবস্থা করা হবে, স্বাস্থ্য সাথী কার্ড এর ব্যবস্থা করা হবে।
•শ্রমিকটি যদি নিজের রাজ্য বা দেশ কোন ব্যবসা খুলতে চাই বা কোন কাজ করতে চাই তার জন্য সরকারের তরফ থেকে লোনের ব্যবস্থা করা হবে।
•শ্রমিকটিকে জব কার্ডের কাজ দেয়া হবে।
•শ্রমিকের ছেলেমেয়েদের স্কুলে পড়াশোনার সুবিধা দেয়া হবে , তাদেরকে স্কলারশিপ এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা দেয়া হবে।
এই প্রকল্পের আবেদনের জন্য কি কি শর্ত রয়েছে?
•এই প্রকল্পে আবেদন করার প্রধান শর্ত হলো আবেদনকারীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
•পশ্চিমবঙ্গের বাইরে ভারতের কোন অন্য রাজ্যে কাজ করছে/ করেছে বা ভারতের বাইরে কোন দেশে কাজ করছে / করেছে বর্তমানে বাড়িতে ফিরে আসছে এই ধরনের শ্রমিক হতে হবে। অর্থাৎ বাইরে থেকে কাজ ছেড়ে দিয়ে পশ্চিমবঙ্গে ফিরে আসতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র:
এই প্রকল্প আবেদন করার জন্য –
১) ভোটার কার্ড
২) আধার কার্ড
৩) ব্যাংকের পাসবই
৪) পরিযায়ী শ্রমিক কার্ড
৫) পাসপোর্ট সাইজ ছবি।
কিভাবে আবেদন করবেন?
এই প্রকল্পে আবেদন করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি ওয়েবসাইট খোলা হবে এছাড়াও একটি আবেদনপত্র প্রকাশ করা হবে। যা সাধারণ মানুষরা অনলাইন, অফলাইন দুই পদ্ধতির মাধ্যমেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
অনলাইন আবেদন: শ্রমিকরা সরাসরি (ক্লিক করুন) ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। ভবিষ্যতে এই প্রকল্পের জন্য একটি পৃথক ওয়েব পোর্টালও চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের।
অফলাইন আবেদন: যে সমস্ত শ্রমিকদের অনলাইন আবেদন করতে অসুবিধা হবে, তাদের জন্য রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন স্থানে বিশেষ ক্যাম্পের আয়োজন করবে। এই ক্যাম্পগুলিতে গিয়েও অফলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে।

গুরুত্বপূর্ণ তথ্য:
আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে , এই প্রকল্পে আবেদন করার আগে আপনাদেরকে পরিযায়ী শ্রমিক কার্ডের জন্য আগে আবেদন করতে হবে। পরিযায়ী শ্রমিক হবার পরেই আপনি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন।
FORM DOWNLOAD:- CLICK HERE
আরও পড়ুন:- CAA Affidavit Format 2025: CAA তে আবেদন করতে এই ৩ টি Affidavit লাগবেই!

বিগত প্রায় ২ বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।