Shramashree App Download 2025: এখনি অ্যাপ ডাউনলোড করেই শ্রমশ্রী প্রকল্পের আবেদন করুন! আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, বিস্তারিত জানুন।

Shramashree App Download 2025

Shramashree App Download 2025: আজকের আমাদের প্রতিবেদনটি নিয়ে এসেছি পরিযায়ী শ্রমিকদের জন্য খুবই খুশির খবর। সম্প্রতি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমশ্রী নামে যে প্রকল্পের ঘোষণা করেছিলেন তার আবেদন শুরু হয়ে গেল। আপনাদের আবেদনের সুবিধার্থে জন্য মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। আপনারা অনলাইনে আবেদনপত্রটি পূরণ করেই মাসে ৫০০০ টাকা করে এই প্রকল্পের সুবিধা নিয়ে নিতে পারবেন। কিভাবে আপনারা এই অ্যাপ ডাউনলোড করবেন ? আবেদনের শর্ত কি রয়েছে , কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে, তাই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন। Shramashree App Download 2025.

এই প্রকল্পের মাধ্যমে কোন কোন ক্ষেত্রে সহায়তা পাওয়া যাবে?

আপনারা শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ধরণের সহায়তা পেয়ে যাবেন। মূল আবেদনপত্রটি খোলার পর, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বিকল্প বেছে নিতে পারবেন। যেমন-
•ভ্রমণ সহায়তা।

•পুনর্বাসন ভাতা।

•দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ।

•কর্মসংস্থান সহায়তা।

•সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ঋণ সহ বিভিন্ন ধরণের লোন।

আবেদনের শর্তাবলী

এই প্রকল্পের সুবিধা পেতে কিছু নির্দিষ্ট শর্ত মানতে হবে –

•আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গের শ্রমিক হতে হবে।

•আবেদনকারীর বয়স 18 বছরের বেশি হতে হবে।

•অন্য রাজ্যে বা জেলায় কাজ করা পরিযায়ী শ্রমিকরাও আবেদন করতে পারবেন।

•আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং শ্রমিক পরিচয়ের প্রমাণপত্র থাকতে হবে।

•একই ব্যক্তি অন্য কোনো সমজাতীয় প্রকল্পে একই সময়ে সুবিধা নিতে পারবেন না।

প্রয়োজনীয় কাগজপত্র:

১) আধার কার্ড।

২) ভোটার কার্ড।

৩) ব্যাংকের পাসবই।

৪) পাসপোর্ট সাইজ ছবি।

৫) পরিযায়ী শ্রমিক কার্ড।

শ্রমশ্রী অ্যাপ কিভাবে ডাউনলোড করবেন?

•শ্রমশ্রী অ্যাপ (Shramashree App) সরাসরি Google Play Store থেকে ডাউনলোড করা যাবে।

•মোবাইলের সার্চ বক্সে লিখতে হবে – Shramashree App।

•অফিসিয়াল অ্যাপটিতে ক্লিক করে ইনস্টল করতে হবে।

•ডাউনলোড সম্পূর্ণ হলে নিজের মোবাইল নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ-ইন করতে হবে।

কিভাবে শ্রমশ্রী অ্যাপ রেজিস্ট্রেশন করবেন?

প্রথমেই আপনাকে শ্রমশ্রী অ্যাপটি ডাউনলোড করে নেওয়ার পর অ্যাপটি ইনস্টল করার পর, আপনার সামনে দুটি অপশন আসবে – লগইন এবং রেজিস্টার।

•আপনার নাম যদি কর্মসাথী পোর্টালে নথিভুক্ত থাকে

প্রথমতঃ আপনার ইউজার আইডি বা ফোন নম্বর দিয়ে “Generate OTP” অপশনে ক্লিক করুন।

দ্বিতীয়তঃ আপনার ফোনে আসা ওটিপি (OTP) টি নির্দিষ্ট জায়গায় লিখে “Validate OTP” করুন।

আপনার নাম যদি কর্মসাথী পোর্টালে নথিভুক্ত না থাকে:

প্রথমতঃ “Register” অপশনে ক্লিক করুন।

দ্বিতীয়তঃ আপনার ফোন নম্বর দিন এবং ওটিপি (OTP) দিয়ে যাচাই করে পরবর্তী ধাপে এগিয়ে যাবেন।

Shramashree App Download 2025
Shramashree App Download 2025
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কিভাবে শ্রমশ্রী প্রকল্প অনলাইনে আবেদন করবেন?

পশ্চিমবঙ্গ সরকার আপনাদের জন্য শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য একটি অ্যাপ চালু করেছে। সেই অ্যাপটি আপনারা ডাউনলোড করে সেখানে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে অনলাইনে আবেদন করতে পারবেন।

•প্রথমে Shramashree App খুলুন।

•তারপরে “New Registration” অপশনে ক্লিক করুন।

•এরপর নাম, ঠিকানা, আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সহ প্রয়োজনীয় তথ্য দিন।

•তারপর শ্রমিক পরিচয়ের প্রমাণপত্র আপলোড করুন।

•সব শেষে আবেদন পত্র জমা দিন এবং একটি আবেদন নম্বর সংগ্রহ করুন।

*আবেদন যাচাই হলে মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫,০০০ টাকা জমা হবে।

আবেদন প্রক্রিয়া নিয়ে জরুরি কিছু তথ্য:

আবেদন করার সময় আপনাদের কিছু বিষয় মাথায় রাখা জরুরি যেমন –

•ওটিপি (OTP) সমস্যা: অ্যাপটি নতুন হওয়ায় সার্ভারের ধীরগতির কারণে ওটিপি পেতে কিছু সমস্যা হতে পারে। তাই ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং বারবার “Generate OTP” তে ক্লিক করা থেকে বিরত থাকুন।

•কর্মসাথী পোর্টালে রেজিস্ট্রেশন: শ্রমশ্রী অ্যাপে আবেদন করার জন্য আপনার নাম আবশ্যক কর্মসাথী পোর্টালে নথিভুক্ত থাকতে হবে। যদি না থাকে, তবে চিন্তার কোন কারণ নেই অ্যাপের মাধ্যমেই আপনারা নাম রেজিস্টার করতে পারবেন।

Shramashree App Download 2025
Shramashree App Download 2025| Shramashree App Download 2025

গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ:

সম্প্রতি শ্রমশ্রী অ্যাপটি লঞ্চ করা হয়েছে যেহেতু, তাই কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিচ্ছে এবং অ্যাপটি বর্তমানে সঠিকভাবে কাজও করছে না। এই পরিস্থিতিতে, অ্যাপটি সম্পূর্ণভাবে চালু না হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। আশা করা যাচ্ছে যে, শীঘ্রই অ্যাপটি চালু হবে, যা আবেদন প্রক্রিয়াকে আরও সহজ করে তুলবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক:

অফিসিয়াল ওয়েবসাইটক্লিক করুন
শ্রমশ্রী অ্যাপডাউনলোড করুন

আরও পড়ুন:- Shram Shree Prokolpo Apply 2025: পরিযায়ী শ্রমিকদের জন্য একটি নতুন প্রকল্প চালু! বিস্তারিত জানুন।

Leave a Comment