SSC News 2024: সুপ্রিম কোর্টে SSC মামলাটি শুনানি পিছিয়ে গেল, আজই বড় ঘোষণা হতে পারে!
SSC News 2024:
SSC: গত 22 April কলকাতা হাইকোর্ট 2016 সালে SSC-এর সম্পূর্ণ নিয়োগের (গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশ) প্যানেল বাতিল করা নির্দেশ দেয়। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চও এই নির্দেশ দেয়। এরপরই প্রশ্ন ওঠে, বহু যোগ্যদেরও চাকরি চলে যেতে পারে। এরপরই দেশের সর্বোচ্চ আদালতে গড়ায় মামলা।
Table of Contents
SSC মামলাটির শুনানি পিছিয়ে গেল। সুপ্রিমকোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল মঙ্গলবার। কিন্তু সেই দিন এই শুনানি হচ্ছে না। আদালতের নির্দেশ মত, মামলার পক্ষেই অনেক সংক্ষিপ্তসার জমা দিয়েছে চার সদস্যের নোডাল কাউন্সিলের কাছে। আবার যারা নতুন করে মামলা করেছেন, তাঁদের জন্য সংক্ষিপ্তসার জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে আগামী সোমবার পর্যন্ত। August মাসে শুনানি হবে কি না ? ডিভিশন বেঞ্চ তা নিয়ে এদিন দুপুর 2 টায় জানাবেন।
সুপ্রিম কোর্টে SSC-এর প্রায় 26 হাজার জনের চাকরি বাতিলের মামলা চলছে। আদালত আগেই জানিয়েছিল, পাঁচ পক্ষের বক্তব্য শুনবে। এই পাঁচ পক্ষ হল রাজ্য, SSC, তদন্তকারী সংস্থা, মূল মামলাকারী ও যাঁদের চাকরি বাতিল নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সুপ্রিমকোর্ট সবপক্ষের বক্তব্য শোনার জন্য নোডাল কাউন্সিল নিয়োগ করেন। তাদের নিজেদের বক্তব্য জানানোর জন্য 2 সপ্তাহ সময় দেয়েছেন। তবে মামলাটি সংক্রান্ত বহু চলছে এবং হয়েছে। নতুন করে যারা মামলা করেছেন, তাঁদের বক্তব্য শুনবে আদালত। তার জন্য 6 August শুনানি হল না।
গত 22 April কলকাতা হাইকোর্ট 2016 সালে SSC-এর সম্পূর্ণ নিয়োগের (গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশ) প্যানেল বাতিল করা নির্দেশ দেয়। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চও এই নির্দেশ দেয়। এরপরই প্রশ্ন ওঠে, বহু যোগ্যদেরও চাকরি চলে যেতে পারে। এরপরই দেশের সর্বোচ্চ আদালতে গড়ায় মামলা।
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।