Ssc supreme court result 2024: শিক্ষক নিয়োগ মামলাটি শুনানি প্রক্রিয়া শেষ, রায় নিয়ে কি বলল হাইকোর্ট? বিস্তারিতভাবে জেনে নিন।

Ssc supreme court result 2024: শিক্ষক নিয়োগ মামলাটি শুনানি প্রক্রিয়া শেষ, রায় নিয়ে কি বলল হাইকোর্ট? বিস্তারিতভাবে জেনে নিন।

Ssc supreme court result 2024:

2016 সালে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 14700 শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেন।এই নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ 8 বছর পার হয়ে গেলেও এই নিয়োগ প্রক্রিয়া এখনো শেষ হয়নি। ইতিমধ্যেই এই মামলার শুনানি শেষ করেছে কলকাতা হাইকোর্ট। তারাতারি এই মামলার রায় ঘোষণা করা হবে।

বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের এজলাসে মামলাটির শুনানি সম্পূর্ণ করেন।মামলাকারীর পক্ষের আইনজীবী আশীষ কুমার চৌধুরী আদালতকে আগেই থেকে জানিয়েছেন, অনেক চাকরিপ্রার্থীদের স্কুল সার্ভিস কমিশনের প্রথম প্যানেল তাঁদের নাম প্রকাশিত হয়েছিল। অথচ যখন চূড়ান্ত প্যানেল প্রকাশিত হয়েছিল তারপর দেখা গেছে প্রথম প্যানেল যাদের নাম প্রকাশিত হয়েছিল তাদের মধ্যে বেশিরভাগ চাকরিপ্রার্থীদের নাম ছিল না বলে অভিযোগ। চাকরিপ্রার্থীদের ধুয়াশায় রেখে TET-এর প্রাপ্ত নম্বর নিয়ে বারবার মূল্যায়ন করে যা, নিয়োগ প্রক্রিয়া আইন বিরোধী। অথচ স্কুল সার্ভিস কমিশন আজও প্রকাশ করতে পারেনি এই পুনর্মূল্যায়নের তথ্য। তাহলে কিসের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের বাদ দেওয়া হয়েছে ? কিভাবে 2015 সালের TET – এর সাটিফিকেটের মূল্যায়ন করা হল? তাঁদের প্রাপ্ত নম্বর জানান হল না কেনো? তাহলে কি পরবর্তী নিয়োগ পরীক্ষায় সময় কোন TET সার্টিফিকেটের উপর ভিত্তি করেই অংশগ্রহণ করবে কি না সেই সব বিষয়ই নিয়ে বিবেচনা করবেন।

Ssc supreme court result 2024
Ssc supreme court result 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুনানির শেষ দিনে এই নিয়োগে চরম দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করে একটা হলফনামা জমা দেন। তিনি এই হলফনামায় দাবি করেছেন এই মামলাটি তদন্ত করার জন্য সিবিআইকে দিয়ে করাটাই বাঞ্চনীয়। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই আবেদনের তীব্র বিরোধিতা করেছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি এই মামলার মেধা তালিকার প্রার্থীদের পক্ষে আদালতে প্রশ্ন করছেন। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের হলফনামার তীব্র বিরোধিতা করতেও দেখা যায় স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী ডঃ সুতনু পাত্রকে।

সকল পক্ষের প্রশ্নের জবাবের শেষে হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ করে বলেন, “এইভাবেই দীর্ঘদিন ধরে একই মামলার শুনানি চলতে পারে না,তাই আজই এই মামলার শুনানি শেষ করা হল।”তারাতারি এই মামলার শুনানি রায় ঘোষণা হবে বলেও জানিয়েছেন দুই বিচারপতির বেঞ্চ।

Website Link- Click Here

আরও পড়ুন- Govt New Rules On High Security Number Plate 2024: বাতিল করা হলো পুরোনো নাম্বার প্লেট, নয়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকারের!

Leave a Comment