State Govt GPF Update 2024: রাজ্য সরকার বাংলার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশনা, বড়সড় ঘোষণা করলেন।
State Govt GPF Update 2024: আমার কম বেশি সকলেই জানি দেশের সকল সরকারি ও বেসরকারি ক্ষেত্রে কর্মচারীদের ক্ষেত্রে দুই ধরনের প্রভিডেন্ট ফান্ড থাকে। তবে সেটা দুই ক্ষেত্রে ভিন্ন হয়। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এর নাম জেনারেল প্রভিডেন্ট ফান্ড (GPF)। অন্যদিকে বেসরকারি কর্মীদের জন্য রয়েছে ইমপ্লোয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPF)।কেন্দ্র সরকার প্রতি তিন মাস অন্তর অন্তর GPF-এ সুদের হার ঘোষণা করেন। তাই এবারেও কেন্দ্র সরকার এই সকল ফান্ডের ওপর সুদের হার ঘোষণা করেন। সম্প্রতি কেন্দ্র সরকার July থেকে September মাসের জন্য এই নয়া সুদের হার কার্যকর করা হয়েছিল।
Table of Contents
কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রকের বাজেট ডিভিশন জেনারেল গত 2 July এক নতুন বিজ্ঞপ্তি জারি করেছিলেন। যেখান থেকে জানানো হয়েছিল, কেন্দ্রীয় সরকার সরকারি কর্মীদের গচ্ছিত অর্থের ওপর July, August এবং September মাসের জন্য 7.1 শতাংশ হারেই সুদ দেবে। কিন্তু কেন্দ্রীয় সরকার GPF-র সুদের ক্ষেত্রে কোনও নতুন পরিবর্তন করেনি। এই মুরসুমে ধারাবাহিকতা বজায় রেখে টানা 18 তম ত্রৈমাসিকেও জেনারেল প্রভিডেন্ট ফান্ডে একই সুদের হার রাখা হয়েছে। এর ফলে সরকারি কর্মীদের বাড়তি কোনও লাভ হল না। কিন্তু এই মরসুমে সরকারীদের GPF এর সুদের হার নিয়ে এখন বড় আপডেট সামনে এল। State Govt GPF Update 2024
GPF- সুদের হার কতটা বাড়ল?
সূত্রের খবর, রাইটার্স বিল্ডিংয়ের অর্থ দফতরের অফিস থেকে 6 August জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে April থেকে June মাস পর্যন্ত সরকারি কর্মীরা ত্রৈমাসিকে 7.1 শতাংশ হারে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের গচ্ছিত অর্থে সুদ পেতে চলেছেন। যদিও রাজ্যপালের স্বাক্ষর পাওয়া গিয়েছে এই বিষয়ের আগে। কিন্তু সেই সময় রাজ্য সরকারের তরফ থেকে কোনো অফিসিয়াল নোটিশ পাঠানো হয়নি। তবে এবার এই বিষয়ে সরকারি কর্মীদের উদ্দেশে বিজ্ঞপ্তি জারি করা হল। State Govt GPF Update 2024
কর্মীরা অনলাইনেই এই সুবিধা নিতে পারবেন!
রাজ্যের সকল সরকারি কর্মীরা প্রতি বছরই August মাসে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের বাৎসরিক রিপোর্ট পেয়ে যায়। সেই প্রিন্টেড স্টেটমেন্টে জিপিএফে কত টাকা ওই সময়ে জমা পড়ল বা তোলা হয়েছে, মোট কত টাকা তহবিলে সঞ্চয় আছে সবটাই বিস্তারিত ভাবে লেখা থাকে। তবে এবার থেকে সেই নিয়মে বড়সড় পরিবর্তন করা হয়েছে। এখন থেকে সরকারি কর্মীরা আর সেই স্টেটমেন্ট ছাপা অবস্থায় হাতে পাবেন না। এবার সরকারি কর্মীরা সরাসরি অনলাইনেই দেখে নিতে পারবেন সমস্ত তথ্য। ইচ্ছা হলে ডাউনলোড করেও নিতে পারবেন অর্থাৎ আর কোনও হার্ড কপি নয় এবার সফট কপির মাধ্যমে সবটাই জানা যাবে যখন খুশি তখন, যেখানে খুশি সেখানে।
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।