সুন্দরবন ইলিশ উৎসব: Sundarban Hilsa Festival 2024
Sundarban Hilsa Festival 2024
সুন্দরবন নাম শোনা মাত্রই সবার মনে একটা অন্যরকম ভালোলাগা কাজ করে। যদি সঙ্গে থাকে ইলিশ, তবে তো সোনায় সোহাগা। বাঙালি মানেই মাছে ভাতে প্রিয় একেবারে খাদ্য রসিক মানুষেরা। তার মধ্যে যদি সুন্দরবনে হয় ইলিশের উৎসব তাহলে আর কোনো কথা নেই।
আজ আমরা আমাদের সকলের প্রিয় ভ্রমণ জায়গা সুন্দরবন ও সুন্দরবনের ইলিশ উৎসব সম্পর্কে আরও একটু কিছু বিস্তারিত তথ্য জানবো।
Table of Contents
সুন্দরবন: Sundarban Hilsa Festival 2024
সুন্দরবন নামের মানেই হলো সুন্দর বনভূমি। যেখানে শুধু সুন্দরী, পাইন, গেওয়া গাছ, ম্যানগ্রোভ বনাঞ্চল বনের শোভা প্রাধান্য পায় না সাথে রয়েছে নানান ধরনের বন্য প্রাণী। সুমদ্র সমতল থেকে সুন্দরবনের উচ্চতা স্থানভেদে ০.৯ মিটার থেকে ২.১১ মিটার। তাই প্রতি বছরের ঘূর্ণিঝড়ে সুন্দরবনে বিশাল ক্ষয় ক্ষতি না করতে পারলেও ২০০৭,২০০৯,২০১৬ সালের ঝড় ব্যাপক পরিমানে ক্ষতিগ্রস্ত করে সুন্দরবনকে। কিন্তু পশ্চিমবঙ্গের বন দপ্তর কেন্দ্র থেকে এর ক্ষতি পূরনও করার চেষ্টা করে। Sundarban Hilsa Festival 2024
সুন্দরবন ভারতের আরও সুন্দর সুন্দর ভ্রমণের জায়গার মধ্যে একটি অন্যতম। আর যদি হয় বর্ষার ঋতু, তবে তো সুন্দরবনের সৌন্দর্য্য আরও দ্বিগুণ হয়ে ওঠে। সুন্দরবন বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যাকে বিশ্বের প্রাকৃতিক সৌন্দর্য্যের এক অন্যন্য রহস্য বলা হয়। এই সুন্দরবনের সৌন্দর্য্যের বর্ণনা যতোই বলা হবে ততোই কম মনে হবে। সমুদ্রের উপকূলে অবস্থিত নোনা মাটিতে গড়ে উঠেছে সুন্দরবনের একাংশ জুড়ে ম্যানগ্রোভ বনাঞ্চল, যা সুন্দরবনের শোভা আরও বাড়িয়ে তোলে।
সুন্দরবনের অবস্থান:
সুন্দরবনের অবস্থা বিচার করা যথেষ্ট কঠিন কিন্তু ভৌগোলিক অবস্থান হিসাবে জানা যায় সুন্দরবন বিশ্বের সবচেয়ে প্রশস্থ ম্যানগ্রোভ বনাঞ্চল হিসাবে গঙ্গা অববাহিকায় অবস্থিত রয়েছে।সুন্দরবন অঞ্চল দুই প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশ জুড়ে অবস্থিত।সুন্দরবনের ৬৬ শতাংশ অংশ বাংলাদেশে রয়েছে এবং বাকি ৩৪ শতাংশ অংশ ভারতে রয়েছে। সুন্দরবন ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা এই তিনটি নদীর অববাহিকায় বদ্বীপ অর্থাৎ মধ্যবর্তী এলাকায় অবস্থিত। সুন্দরবন বাঙলাদেশের সাতক্ষীরা, খুলনা, বাগের হাট এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জুড়ে বিস্তৃত রয়েছে। Sundarban Hilsa Festival 2024
সুন্দরবনের জীববৈচিত্র্য:
সুন্দরবন শুধুমাত্র তার সবুজ ও সতেজ গাছপালার জন্য খ্যাতি অর্জন করে নি। বনের নানান পশু, পাখি, স্তন্যপায়ী প্রাণী, উভচর প্রাণী সবকিছুই একটি দর্শনীয় বিষয় পর্যটকদের কাছে। সুন্দরবনে শুধুমাত্র সুন্দরী গাছ, পাইন, গড়ান, হেঁতাল, গেওয়া গাছ, গোল পাতা ও ম্যানগ্রোভ অরণ্য তার শোভা বিস্তার করে না এর পাশাপাশি রয়েছে সুন্দরী হরিণ, বানর, শেয়াল, রয়েল বেঙ্গল টাইগার, ভারতীয় গণ্ডার কুমির, সিংহ, অজগর সহ আরও নানান বন্য জীব জন্তু রয়েছে এখানে যা প্রায় এখন বিলুপ্ত হতে চলেছে। আর এই বিষয় গুলো সমস্ত পর্যটকদের সাথে প্রকৃতি ও বন্য পশু পাখি প্রেমী মানুষদের দৃষ্টি আকর্ষন করে। Sundarban Hilsa Festival 2024
এছাড়াও সুন্দরবনের নদীতে রয়েছে বিভিন্ন মাছ থেকে শুরু করে কাঁকড়া, বাগদা চিংড়ি, কুঁচো চিংড়ি, নদীর দেশি টেংরা, সর পুঁটি, আর সবচেয়ে বেশি জনপ্রিয় বাঙালির ইলিশ। আর সুন্দরবনের আর একটি উল্লেখযোগ্য বিষয় হলো বর্ষার দিনের ইলিশ উৎসব। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য্য সাথে বন্য প্রাণীদের দর্শন এবং বৃষ্টির দিনে লঞ্চে বসে নানান অভিজ্ঞতার সাথে বাঙলাদেশের ইলিশের স্বাদ নেওয়া, সবটা মিলে একটা আবেগ তৈরি করে।
সুন্দরবনের ইলিশ উৎসব:
মাছের রাজা বলা হয় ইলিশকে। মাছের স্বাদ এবং সু গন্ধের জন্য প্রায় সকলেরই প্রিয় ইলিশ মাছ এবং মাছেদের রাজা ও বলা হয় ইলিশ মাছকে। আর ইলিশের সব থেকে বড় সময় হলো বর্ষাকাল।
প্রতিবছরই বর্ষার সময় সুন্দরবন থেকে লঞ্চে করে বিভিন্ন জায়গা থেকে ভ্রমণে আসা পর্যটকদের একটি ট্যুর প্যাকেজ দেওয়া হয়। আর এর মধ্যে থাকে ৩ দিনের সুন্দরবন ভ্রমণ তার সাথে নিত্য নতুন সুন্দরবনের গল্প, সেখানকার বন্য পশু পাখি এবং আরও একটি অন্যতম আকর্ষণ হলো ঝুমুর নাচ ও কিছু কিছু দর্শনীয় এবং স্বরনীয় স্থান। যেমন – পাখিরালয়, হামেল্টন সাহেবের বাংলা, সজনেখালী ট্রাইগার রিজার্ভ, কুমির পুকুর, টার্টেল পুকুর ইত্যাদি। Sundarban Hilsa Festival 2024
আমাদের দৈনন্দিন জীবনের থেকে মাঝে মাঝে আমরা অনেকেই বিরক্ত হয়ে যায়। তাই একটু সময় বের করে মনটা ভালো রাখতে বর্ষাতে কয়েক দিনের ছুটি নিয়ে কম খরচে এমন কোথাও ঘুরতে যাওয়া যাক যেখানে সব কিছু একসাথে থাকবে। তাই সুন্দরবনে বর্ষা ঋতুতে ইলিশ উৎসবের সময় অবশ্যই যারা যায় নি তাদের একবার ঘুরে আসা উচিত।
সুন্দরবনের প্রাকৃতিক শোভা উপভোগ করতে এবং নতুন কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে প্রকৃতি প্রেমীরা অবশ্যই একবার ঘুরে আসুন জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, এবং নিত্য নতুন আরও সুন্দর খবর পেতে অবশ্যই প্রতিনিয়ত Yoo Bong ওয়েবসাইটে ভিজিট করুন।
আরও পড়ুন- WB Weather Update: দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ? সঙ্গে ঝোড়ো হাওয়া বৃষ্টিপাতের পূর্বাভাস!
DEPARTMENT OF TOURISM, GOVERNMENT OF WEST BENGAL – Click Here
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।