Taruner Swapno Scheme 2024: “তরুণের স্বপ্ন” প্রকল্প ছাত্র-ছাত্রীদের ট্যাব, মোবাইল কেনার 10,000 টাকার রশিদ দেওয়া নির্দেশিকা জারি! বিস্তারিত তথ্য জেনে নিন।

Taruner Swapno Scheme 2024: “তরুণের স্বপ্ন” প্রকল্প ছাত্র-ছাত্রীদের ট্যাব, মোবাইল কেনার 10,000 টাকার রশিদ দেওয়া নির্দেশিকা জারি! বিস্তারিত তথ্য জেনে নিন।

Taruner Swapno Scheme 2024

Taruner Swapno Scheme 2024: রাজ্যের পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য একাধিক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। যার মধ্যে একটির নাম “তরুণের স্বপ্ন” প্রকল্প তথা Taruner Swapna Scheme. এই প্রকল্পে প্রতিবছর 10,000 টাকা করে দেওয়া হয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে ট্যাবের টাকা বা মোবাইল কেনার জন্য। সম্প্রতি এই প্রকল্প নিয়ে অনেক অভিযোগ উঠেছে। তাই এবার সরকার ছাত্র-ছাত্রীদের ট্যাব, মোবাইল কেনার 10,000 টাকার রশিদ দেওয়া নির্দেশিকা জারি করলেন! এই সম্পর্কে আমরা আজকে প্রতিবেদনের বিস্তারিত তথ্য জানাবো, তাই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন।

সরকার “তরুণের স্বপ্ন” প্রকল্প ছাত্র-ছাত্রীদের ট্যাব, মোবাইল কেনার টাকা রশিদ দিতে বলছেন কেন?

পশ্চিমবঙ্গ সরকার সরকার ছাত্রছাত্রীদের ডিজিটাল শিক্ষার পাঠাভ্যাস এর জন্য “তরুণের স্বপ্ন” প্রকল্প চালু করেন। “তরুণের স্বপ্ন” প্রকল্প ছাত্র-ছাত্রীদের ট্যাব, মোবাইল কেনার টাকা রশিদ মাধ্যমে সরকার ভাবে সেই টাকাটা যথাযথ কাজে লেগেছে।

রশিদ জমা দেওয়ার নিয়ম:

•ছাত্রছাত্রীরা রশিদের আসল কপি নিজের কাছে রেখে তার জেরক্স কপি জমা দিতে হবে।

•বিল যে ছাত্রছাত্রীদের নামেই হয়।

•বিলটিতে যেন 10,000 টাকার কম না হয়, বেশি হলে কোনো সমস্যা নেই।

•প্রত্যেকের বিলে কেনা মোবাইল আসল ও সঠিক IMEI নম্বর উল্লেখ করতে হবে আবশ্যক।

•বিলের জেরক্স কপি পিছনে নিজের শ্রেণী, বিভাগ, ক্রমিক নং লেখতে হবে।

•বিলের জেরক্স কপিতে নিজের পূর্ণ স্বাক্ষর করে তারিখ দিতে হবে।

Taruner Swapno Scheme 2024
Taruner Swapno Scheme 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

West Bengal Government 2024: সকলের মাথায় হাত রাজ্য সরকারের কড়া নিয়মে! লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর এক টাকাও পাবেন না!

গুরুত্বপূর্ণ তথ্য:

কোন কোন বিদ্যালয়ে মোবাইল বিলের সাথে ছাত্রছাত্রীদের ছবিও জমা নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে, ছাত্রছাত্রীরা যে ট্যাব বা মোবাইলটা কিনেছেন তা হাতে ধরে এটা রঙ্গিন ছবি তুলতে হবে।

Taruner Swapno Scheme 2024
Taruner Swapno Scheme 2024

রশিদ জমা করার সময়সূচি:

সরকার প্রাথমিকভাবে ট্যাব বা মোবাইলের কেনার রশিদ দেওয়া এবং সংগ্ৰহের কাজে বিদ্যালয়গুলোকে এর দ্বায়িত্ব দেওয়া হয়েছে। তবে এই কাজটি বিভিন্ন বিদ্যালয়ের বিভিন্ন সময় করবে। তবে বেশিরভাগ বিদ্যালয় এই কাজটি November মাসের মধ্যেই শেষ করার চিন্তাভাবনা রয়েছে। মনে করা হচ্ছে,16 November থেকে 17 November এই কাজটি শুরু হতে পারে , যা গোটা November মাস পর্যন্ত চলবে। তবে ছাত্রছাত্রীদের তাদের বিদ্যালয়ের নিয়ম ও নোটিশ করে সঠিক সময়ের মধ্যে বিলের রশিদ জমা করতে হবে।

আরও পড়ুন,Krishak Bandhu Payment Date 2024: কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে? বিস্তারিত তথ্য জেনে নিন।

1 thought on “Taruner Swapno Scheme 2024: “তরুণের স্বপ্ন” প্রকল্প ছাত্র-ছাত্রীদের ট্যাব, মোবাইল কেনার 10,000 টাকার রশিদ দেওয়া নির্দেশিকা জারি! বিস্তারিত তথ্য জেনে নিন।”

Leave a Comment