Today Weather Update 2024: ভারী নিম্নচাপের পূর্বাভাস! দক্ষিণের ৮ টি জেলায় নামবে ঝাঁপিয়ে বৃষ্টি

Today Weather Update 2024: ভারী নিম্নচাপের পূর্বাভাস! দক্ষিণের ৮ টি জেলায় নামবে ঝাঁপিয়ে বৃষ্টি

Today Weather Update 2024:

অতি দ্রুত বদলাচ্ছে আবহাওয়ার রূপ। সকালের দিকে তাপমাত্রা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বিরাজমান হবে। আবহাওয়াবিদদের গণণা অনুযায়ী মূলত পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হচ্ছে বলে জানানো হয়েছে। তার উপরে বাড়তি সমস্যার সম্মুখীন হবে দক্ষিণের বাসিন্দারা।

বঙ্গোপসাগরে অঞ্চলে নিম্নচাপ তৈরি হওয়ার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়ার ভোল বদলে চলবে বৃষ্টিপাত থেকে শুরু করে তুষারপাতও, এমনটাই জানিয়েছেন আবহাওয়া অফিস। যার কারণে সকলকে সাবধানতা অবলম্বন করার পরামর্শ জারি করেছে হাওয়া অফিস থেকে। Today Weather Update 2024

সমুদ্রে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ:

কনকনে ঠাণ্ডায় যেমন ঝাকিয়ে পড়েছে ডিসেম্বর মাসের ঠাণ্ডা তার উপর নতুন ভাবে সাগরে তৈরী হওয়া নিম্নচাপ সকলের মনে চিন্তা বাড়িয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিন-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আরও জানানো এই নিম্নচাপ ক্রমশ পশ্চিম এবং উত্তর-পশ্চিমের দিকে এগোবে। এর পাশাপাশি নিম্নচাপের অভিমুখ থাকবে শ্রীলঙ্কা উপকূল ঘেঁষে তামিলনাড়ু উপকূলের দিকে। যার ফলে বাংলায় চলবে নিম্নচাপের প্রভাব।

দক্ষিণবঙ্গের বর্তমান আবহাওয়া:

আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে বুলেটিন অনুযায়ী, সোমবার থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এর পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, নদীয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলতে মাঝারী বৃষ্টি হওয়ার প্রবল সম্ভবনা রয়েছে।

একই সাথে আজ ও আগামীকাল এবং আগামী কয়েকদিন থাকবে কুয়াশার দাপট। যে সব জেলাগুলোতে কুয়াশার দাপট বাড়বে সেগুলি হলো পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা।

Today Weather Update 2024
Today Weather Update 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

উত্তরবঙ্গের বর্তমান আবহাওয়া:

আসুন এবার জেনে নেওয়া যাক সারাদিন উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ভারী মাত্রায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পঙ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি জেলাগুলোতে। উপরুন্ত দার্জিলিং জেলায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া বার্তা:

এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য। তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া বদল হতে শুরু করবে। জাঁকিয়ে পড়বে বাংলায় শীত, সেইসঙ্গে জেলাগুলিতে কুয়াশা তো থাকবেই। অন্যদিকে দার্জিলিং ও কালিম্পঙ জেলায় তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- Lakshmi Bhandar New Update 2024: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতে সমস্যা? এই ভুল সংশোধন করলে সামনের মাসেই পাবেন টাকা।

আরও পড়ুন- Wb Panchayat Recruitment 2024: গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ শুরু! জানুন আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য

Leave a Comment