Tollywood News 2024: বিয়ের আগেই ‘জামাইষষ্ঠী’ সারলেন!রুরেল-শ্বেতার চার হাত কবে এক হবে?

Tollywood News 2024: বিয়ের আগেই ‘জামাইষষ্ঠী’ সারলেন!রুরেল-শ্বেতার চার হাত কবে এক হবে?

Tollywood News 2024

বিয়ের আগেই 'জামাইষষ্ঠী
বিয়ের আগেই ‘জামাইষষ্ঠী
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

টলিপাড়ার চর্চিত জুটি রুবেল-শ্বেতার। অনুরাগীদের তাঁদের প্রতিটি পদক্ষেপের উপর নজর থাকে। বুধবার রুবেল সোস্যাল মিডিয়া কিছু ছবি পোস্ট করেছেন। তার পরে থেকেই অনুরাগীদের মধ্যে চর্চা শুধু হয়েছে এই চর্চিত জুটির বিয়ে নিয়ে। Tollywood News 2024

রুবেল বুধবার Instagram অনেকগুলো ছবি পোস্ট করেছেন। সেই ছবিগুলো মধ্যে একটি ছবিতে দেখা যাচ্ছে, পাত পেড়ে খাওয়া দাওয়ার আয়োজন।থালা ভর্তি ভাতের সাথে সাজানো আছে হরেকরকমে পদ, সাথে ফল ও মিষ্টিও আরও সুন্দর্য ফুটে উঠেছে।অন্য ছবিগুলিতে দেখা যাচ্ছে রুবেল -শ্বেতাকে এক সাথে। অভিনেতা ছবির ক্যাপশনে লিখেছেন,” বিয়ের আগে জামাইষষ্ঠী খাওয়ার মজাই আলাদা। শাশুড়ি মা , আপনাকে ধন্যবাদ।আর শ্বেতা , তোমাকে ভালোবাস।” Tollywood News 2024

এই ছবিগুলি দেখা পরেই এই জুটির অনুরাগীরা নড়েচড়ে বসেছেন। ছবির নীচে বিভিন্ন মন্তব্য করতে দেখা গেছে।কেউ লিখেছেন, ‘‘রুবেলদা, এ বার তুমি বিয়েটা করেই ফেলো।’’ কারও কথায়, ‘‘তোমরা খুব ভাল থাকো।’’ শ্বেতা-রুবেল এখনও বিয়ে করেননি। তার আগেই জামাইষষ্ঠীর এর কোনো কারণ? আনন্দবাজার অনলাইনের তরফে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে রুবেল বললেন, ‘‘হবু জামাই তো! তাই তিনি আদর করে খাইয়েছেন। এর বেশি কিছু নয়।’’ Tollywood News 2024

রুবেল জানালেন, জামাইষষ্ঠীর দিনেই শ্বেতার মা তাঁর জন্য যাবতীয় আয়োজন করেছিলেন । জামাইষষ্ঠীর খাওয়াদাওয়া হল। তা হলে বিয়ে নিয়ে এই মুহূর্তে কি দুই পরিবারের তরফে কথাবার্তা এগোচ্ছে? রুবেল বললেন, ‘‘এখনই এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাইছি না।’’

এই মুহূর্তে রুবেল ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত। অন্য দিকে, শ্বেতাকে দর্শক ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে অভিনয় করতে দেখছেন। Tollywood News 2024

স্ত্রীর জন্মদিনে আবেগপ্রবণ পোস্ট!’তোর জন্যই বাঁচাতে শিখেছি ‘, কাঞ্চন শ্রীময়ীকে কী উপহার দিলেন?

তোর জন্যই বাঁচাতে শিখেছি
তোর জন্যই বাঁচাতে শিখেছি

কাঞ্চনের এহেন মন্তব্যের বিষয়টিকে অন্ধকারে রেখে দিয়েছেন। অতীতের বিয়ে ও জামাইষষ্ঠী ছবি সোস্যাল মিডিয়া পোস্ট করে অনেক ট্রোলডের শিকার হয়েছেন কাঞ্চন।

অভিনেত্রী স্ত্রীময়ী চট্টরাজের বিয়ের পর প্রথম জন্মদিন।তথা অভিনেতা বিধায়ক-স্বামী কাঞ্চনের ভালবাসায় তাঁকে ঘিরে রাখেন, সে কথা একাধিক বার সংবাদমাধ্যমে বলেছেন শ্রীময়ী। আর এ বার স্ত্রীর জন্মদিন উপলক্ষে সোস্যাল মিডিয়া বিশেষ পোস্ট করলেন কাঞ্চন। তিনি জানালেন, তাঁর জীবনটা স্ত্রীময়ীই গুছিয়ে দিয়েছেন। শ্রীময়ীর জন্যই তিনি নতুন করে বাঁচতে শিখেছেন। Tollywood News 2024

শ্রীময়ীর সঙ্গে কাঞ্চন অনেকগুলি ছবি সোস্যাল মিডিয়া পোস্ট করেন তাঁর পোস্টে লিখলেন, “শুভ জন্মদিন। ঈশ্বর তোর মনের সব ইচ্ছা পূরণ করুন। আমার জন্য তোর ত্যাগ আজীবন মনে রাখব। আমার জীবন গুছিয়ে দেওয়ার জন্য এবং আমাকে ভালবাসা দিয়ে আগলে রাখার জন্য আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। হ্যাঁ, আমি বলতে পারি, আমি তোর জন্য নতুন করে বাঁচতে শিখেছি এবং নতুন ভাবে জীবনে পথ চলা শুরু করেছি। এই ভাবেই সব সময় আমার পাশে থাকিস। আমি তোকে খুব খুব খুব ভালবাসি।”

কাঞ্চনের এহেন মন্তব্যের বিষয়টিকে অন্ধকারে রেখে দিয়েছেন। অতীতের বিয়ে ও জামাইষষ্ঠী ছবি সোস্যাল মিডিয়া পোস্ট করে অনেক ট্রোলডের শিকার হয়েছেন কাঞ্চন। অনুমান করা হচ্ছে, অভিনেতা নেট নাগরিকদের কুমন্তব্য এড়াতেই এই রকম কাজ করেছেন । Tollywood News 2024

কাঞ্চন -শ্রীময়ীর বিয়ের পরে প্রথম জন্মদিন শ্রীময়ীক। প্রিয়তমা স্ত্রীকে কাঞ্চন একটি হাতঘড়ি উপহার দিয়েছেন । অভিনেত্রী শ্রীময়ী রাত 12টা বাজতেই মা-বাবা ও কাঞ্চনকে পাশে নিয়ে জন্মদিনের কেক কেটেছেন । অভিনেত্রী নিজেই সেই মুহূর্ত ও উপহারের ছবি Instagram story -তে শেয়ার করেছেন।

উল্লেখ্য, আনন্দবাজার অনলাইনের সাক্ষাৎকারে শ্রীময়ী নালিশ করেছিলেন, কাঞ্চন তাঁকে হানিমুনে নিয়ে যাননি। আর তার ঠিক কিছু দিন পরেই নবদম্পতি পৌঁছে যান সমুদ্রতীরে। তবে একাএকা যাননি। শ্রীময়ী-কাঞ্চন বন্ধুবান্ধব ও পরিবারকে সাথে নিয়ে তাজপুর বেড়াতে গিয়েছিলেন। সেই ছবিও সোস্যাল মিডিয়া পোস্ট করেছিলেন তারকা-দম্পতি।

স্বস্তিকার মেয়েকে নিয়ে কুমন্তব্যের চিন্তা নেই!

Tollywood News 2024
Tollywood News 2024

বেশ পরিচিত মুখ টালি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর মেয়ে অন্বেশা। মেয়ে সাথে সম্পর্কে একটুও ফারাক রাখেনি অভিনেত্রী,এ কথা সকলের জানা। সাবলীল ভাবে মা-মেয়ে কথা বলতে পারেন।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে স্বস্তিকা জানান, এখনও মেয়ের পোশাক-আশাক নিজেই ঠিক করে দেন অভিনেত্রী। স্বস্তিকার কথায়, ‘আমার মেয়ে জামা কেনার সময় আমাকে ছবি পাঠায়। আমি বলি এটা ভাল, ওটা খারাপ। কখনও বলি, এই জামাটা কিনছ ঠিক আছে, কিন্তু ভারতে এই জামা পরে ঘুরে বেড়াতে পারবে না তুমি।’

বেশিরভাগ সময় সোস্যাল মিডিয়া খোলামেলা পোশাকে ধরা দেন স্বস্তিকার মেয়ে অন্বেশা। তবে স্বস্তিকা কি এইসব নিয়ে ভাববেন, মেয়ে অন্বেশাও মায়ের মতো লোক সমাজ কি ভাবল না ভাবল তা নিয়ে কোন মাথা ব্যাথা নেই। এতে সোস্যাল মিডিয়া কুমন্তব্য হোক । Tollywood News 2024

কিন্তু স্বস্তিকা মুখোপাধ্যায় এই সব বিষয়ে একেবারে গুরুত্ব নেন না।এই প্রসঙ্গে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় বলেন ‘আমার মেয়ে তো! যদিও আমি অনেক বিষয় নিয়ে ভাবি, অন্বেষণা লোক সমাজের কুমন্তব্য নিয়ে একেবারেই ভাবেই না।

সম্প্রতি স্বস্তিকা মুখোপাধ্যায় সাঁতারে পোশাক পরা একটি ছবি নিয়ে গোটা সোস্যাল মিডিয়া তোলপাড় হয়। এতে অভিনেত্রী কটাক্ষের মুখে পড়নে।এই প্রসঙ্গে নিয়ে স্বস্তিকা মুখোপাধ্যায় বলেন , ‘সমাজের বারণ তার কাছে কখনও “বারণ” হয়ে দাঁড়ায়নি। তার মা-বাবাও কোনও দিন তাকে বলেননি যে, সমাজের এই সব বারণ তাকে মেনে চলতে হবে।’ Tollywood News 2024

উল্লেখ্য, হইচই প্ল্যাটফর্মে আসছে নতুন সিরিজ ‘বিজয়া’। স্বস্তিকা মুখোপাধ্যায়কে সেখানে একজন মায়ের ও মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে । ‘বিজয়া’ আগামী ৫ জুলাই থেকে হইচই প্ল্যাটফর্মে দেখা যাবে ।এই সিরিজে এক মায়ের গল্প দেখা যাবে।সায়ন্তন ঘোষাল সিরিজটির পরিচালনা করেছেন।

এক সাথে দেবলীনা -তথাগত! একই রঙের পোশাকে নজর কাড়লেন এই দুই জন, কিসের বার্তা?

দেবলীনা -তথাগত! একই রঙের পোশাকে নজর কাড়লেন
দেবলীনা -তথাগত! একই রঙের পোশাকে নজর কাড়লেন

দেবলীনা -তথাগত একসাথে আগেও ফ্যাশন শোয়ে অংশ গ্ৰহন করেছেন। তাঁদের তখন সবে বিচ্ছেদ হয়ে ছিল।সেই সময় তাঁরা জানিয়েছিলেন, কাজের ক্ষেত্রে সম্পর্কে কোন ছায়া পড়বে না।

দেবলীনা -তথাগত বেশি কয়েক বছর আগে আলাদা হয়েছেন। তাঁদের বিবাহ বিচ্ছেদ পরেও তাদের কাজের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব পড়েনি, সেইটা প্রমাণ করছেন বারবার। রবিবার সোস্যাল মিডিয়া তাঁদের এক ফ্রেমে ছবি দেখে তোলপাড় নেট দুনিয়ায়। তাঁরা সম্প্রতি শিলিগুড়িতে একটি ফ্যাশন শোয়ে অংশ গ্ৰহন করেছেন। তাঁরা এক সাথে ফ্যাশন শো করেনি শুধু , তাঁরা এক সাথে মার্জনা সরণিতে হাঁটলেন। তথাগত সাদা ধুতি পাঞ্জাবিতে যেন খাঁটি বাঙালি বাবু।সাদা শাড়িতে দেবলীনা সকলের মন জয় করে নিয়েছেন। অনুরাগীদের চোখ এড়ায়নি দুজনের একই রঙের পোশাকের। সোস্যাল মিডিয়া ছবি শেয়ার হতেই কমেন্ট বক্সে শুভেচ্ছা ভরে দিলো অনুরাগীরা।এর আগেও অবশ্য দেবলীনা -তথাগত একটি ফ্যাশন শোয়ে অংশ গ্ৰহন করেছেন। তাঁদের তখন সবে বিচ্ছেদ হয়ে ছিল। আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন তাঁরা, কাজের ক্ষেত্রে কোনো দিন তাঁদের ব্যক্তিগত সম্পর্ক ছায়া পড়বে না। Tollywood News 2024

আচমকাই ক্যামেরাবন্দি তথাগত-দেবলীনা জুটির। নতুন কিছুর সম্ভাবনা আছে আগামী দিনে?

আনন্দবাজার অনলাইনকে পরিকল্পনা জানালেন পরিচালক-অভিনেতা। তথাগত সাফ বলেছেন, ‘‘যা হয়েছে পুরোটাই পেশাগত দিক থেকে। শিলিগুড়ির ওই ফ্যাশন শোয়ে আমাদের অতিথি বিচারক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমরা একসঙ্গে অনুষ্ঠানটা দেখেছি। অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দিয়েছি। দস্তুর অনুযায়ী, শেষে অতিথি বিচারকেরা মার্জার সরণিতে হাঁটেন। আমি আর দেবলীনা সেটাই করেছি।’’

তথাগত -দেবলীনা সাবেকি পোশাকে নজর কাড়লেন। সাদা রঙের অভিজাত।আয়োজক সংস্থার তরফ থেকে কি এই ধরনের পোশাক পরার অনুরোধ ছিল? ‘পারিয়া’র পরিচালকের দাবি, ‘‘কোনও থিম ছিল না। পুরোটাই কাকতালীয়।’’ তথাগত জানালেন, তিনি বরাবর সাদা ধুতি-পঞ্জাবি পরতেই ভালবাসেন। তাই তিনি সেটাই বেছে নিয়েছিলেন। কিন্তু কাকতালীয় ভাবে এ দিন দেবলীনাও সাদা শাড়ি পড়েছিলেন। এই প্রসঙ্গে তিনি গত বইমেলার উদাহরণও টানেন। তাঁরা সেখানে আলাদা গেয়েছিলেন, পোশাকে কিন্তু সে বারেও একই রঙের মিল ছিল।

দেবলীনা -তথাগত অনেক দিন ধরে এক ছাদের নীচে নেই। অনুরাগীরা তবু তাঁদের একসঙ্গে থাকার মতো রসায়নের গন্ধ পান। তাঁদের দূরত্ব কমলেও সব কিছু আগের মতো হবে কি?

হাসতে হাসতে তথাগত বললেন, ‘‘পেশাগত ক্ষেত্রে হতেই পারে। ব্যক্তিগত জীবনে এখন যেমন আছি তেমনই থাকব। নতুন করে পুরনো জীবনে ফিরে যাওয়ার ভাবনা আমাদের কারও নেই।’’

আরও পড়ুন- Bankura Youth Hostel:১০০০-২০০০ টাকা খরচের হোটেল রুমে দিন শেষ!এবার বাঁকুড়ায় 225 টাকায় মিলছে হোটেলে রুম ।

Leave a Comment