Train Ticket Reservation Rules 2024: সাধারণ মানুষের এবার স্বস্তি পাবেন, ট্রেনের টিকিট বুকিংয়ে নতুন নিয়মের জন্য।

Train Ticket Reservation Rules 2024: সাধারণ মানুষের এবার স্বস্তি পাবেন, ট্রেনের টিকিট বুকিংয়ে নতুন নিয়মের জন্য।

Train Ticket Reservation Rules 2024

Train Ticket Reservation Rules 2024: অনেক দিন ধরে দূরপাল্লার ট্রেন গুলোতে 120 দিন আগেই থেকে টিকিট কাটাতে হত। তবে সম্প্রতি রেল কর্তৃপক্ষ এই সময়সীমা কমিয়ে 60 দিন করেছেন। এই সিদ্ধান্তে জন্য সাধারণ মানুষ স্বস্তির নিশ্বাস ফেলেছে। আবার অনেকেই মনে করছেন, এর ফলে ট্রেনের টিকিট পাওয়ার ক্ষেত্রে আগের তুলনায় সুবিধা হবে এবং টিকিট সহজলভ্য হবে।

টিকিট বুকিংয়ের পরিবর্তনের ফলে ভ্রমণপ্রেমী উপর প্রভাব:

বেশিরভাগ ভ্রমণপ্রেমী বলেন, পুরী বা দার্জিলিংয়ের মতো জনপ্রিয় পর্যটনস্থলে যাওয়ার সময় থাকে খুব কম হলে, সাধারণত বেশিরভাগ সময় ট্রেনের টিকিট পাওয়া যায় না। যেমন -10 দিন আগে যদি ভ্রমণের পরিকল্পনা করা হয়, তখন ট্রেনের টিকিট পাওয়া যায় না, এইরকম অবস্থায়ই বাসের উপরেই ভরসা করতে হয়। এবার এই নতুন নিয়মের ফলে সেই সমস্যা কিছুটা হলেও মিটবে বলে আমরা আশা করছি।

বৃহস্পতিবার ধর্মতলার বাসস্ট্যান্ডে অন্যান্য দিনের মতোই ভিড় ছিল। অধিকাংশ মানুষই ট্রেনের টিকিট না পেয়ে বাস ধরতে এসেছিলেন। একদল ভ্রমণপিপাসু দার্জিলিং যাচ্ছিলেন।তাঁদের মধ্যে একজন বলেন, “আমরা চাকরি করি, সবসময় ছুটি পাওয়া যায় নয়। কয়েকদিন আগেই ভ্রমণের পরিকল্পনা করেছি, কিন্তু ট্রেনের টিকিট নেই। তাই বাধ্য হয়ে বেশি দামে ভলভো বাসের টিকিট কিনতে হল। নতুন নিয়মে 60 দিন আগে টিকিট কাটা যাবে, এতে আমাদের মতো সাধারণ মানুষদের সুবিধা হবে। কারণ অনেক এজেন্ট টিকিট বুকিং খোলার সঙ্গে সঙ্গে টিকিট কিনে রাখেন, আর আমরা পাই না।”

ট্রেনের টিকিট বুকিং-এর নতুন নিয়মের প্রশংসা:

লখনউ থেকে প্রথমবার কলকাতায় আসা ফাহাদ হাসমি বলেন, “50 শতাংশ কমানো সময়সীমা ভালো উদ্যোগ। সাধারণ মানুষ এতে উপকৃত হবে।”

Train Ticket Reservation Rules 2024
Train Ticket Reservation Rules 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ডায়মন্ডহারবারের রাহুল দেব মন্তব্য করেন “দূরপাল্লার যাত্রার জন্য ট্রেনের বিকল্প কিছু হয় না বলে।”তিনি আরও বলেন, “অনেকেই আগেই টিকিট কেটে রেখে দেন, এতে আমাদের মতো সাধারণ মানুষের সমস্যা হয়। নতুন নিয়ম আসায় সেই সমস্যা অনেকটাই কমবে বলে মনে হচ্ছে।”

ভবিষ্যতে এর ফলাফল কেমন হতে পারে?

নতুন নিয়ম যদিও কার্যকর হওয়ার পরেই বোঝা যাবে এর প্রকৃত উপকারিতা, তবুও এখনই অনেকেই স্বস্তি প্রকাশ করছেন। ট্রেনের টিকিট বুকিংয়ের এই পরিবর্তন জন্য সাধারণ মানুষের কতটা সুবিধাজনক হয়, তা সময়ই বলবে। আশা করা হচ্ছে যে, নতুন নিয়মের ফলে বাস এবং ট্রেন ভ্রমণের মধ্যে ভারসাম্য আসবে বলে। তবে এখন সকলের অপেক্ষা করে রয়েছে, রেলের এই নতুন নিয়ম বাস্তবে কতটা কার্যকরী হবে।

Official Website Link – Click Here

আরও পড়ুন,Minimum Bank Balance Charges: নূন্যতম কত টাকা রাখতে হবে ব্যাংক এ? নইলে জরিমানা হওয়ার আশঙ্কা!

Leave a Comment