Vande Bharat Sleeper New Update 2024: এবার বন্দে ভারতের মাধ্যমে NJP পৌঁছাবেন আরও বিলাসিতায়! চলছে প্রস্তুতি পর্ব।

Vande Bharat Sleeper New Update 2024: এবার বন্দে ভারতের মাধ্যমে NJP পৌঁছাবেন আরও বিলাসিতায়! চলছে প্রস্তুতি পর্ব।

Vande Bharat Sleeper New Update 2024:

এবার থেকে বন্দে ভারতে করে NJP অর্থাৎ নিউ জলপাইগুড়ি পৌঁছে যাবেন আরও বিলাসিতায়। দীর্ঘদিন বসে বসে যাতায়াত করেছেন বন্দে ভারতের যাত্রীরা। তবে আর নয়, এখন থেকে যাত্রীদের আরও আরাম দেওয়ার জন্য চালু করা হচ্ছে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজে জানিয়েছেন, চলতি বছর অর্থাৎ ২০২৪ এর মধ্যেই চালু করা হবে ট্র্যাকে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস। আর এই স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস চালু পর্যটনদের ক্ষেত্রেও অনেক উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসবে।

ভারতীয় রেল দপ্তরের নতুন উদ্যোগ:

রেল দপ্তর সূত্রে খবর, এখন উত্তরবঙ্গ পাবে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের সুবিধা। আর বসে নয় এখন থেকে আরাম করে শুয়ে থেকেই যাত্রীরা যাতায়াত করার সুযোগ পাবেন বন্দে ভারত এক্সপ্রেসে। যেটা যে কোনো অসুস্থ ব্যক্তি বা গর্ভবতী মহিলা বা ছোট্ট শিশুদের জন্য অনেকটাই সুবিধা দিবে। এই নতুন স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস তিনটি রাজ্যে যাতায়াতের সুবিধা দিবে।ইতিমধ্যেই ত্রিপুরার আগরতলা জুড়ে চালু হয়ে গিয়েছে ট্র্যাকের আধুনিকীকরণ- এর সমস্ত কাজ। এর পাশাপাশি অসমের পার্বত্য অঞ্চলগুলিতে বৈদ্যুতিকরণের কাজ অনেক দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী। Vande Bharat Sleeper New Update 2024

আরও জানানো হয়েছে, বন্দে ভারত এবং বন্ধে ভারতের মতো সেমি হাইস্পিড এক্সপ্রেস ট্রেন চলার মতো উপযুক্ত ট্র্যাক উত্তর-পূর্ব সীমান্তের কোন কোন এলাকায় রয়েছে। বন্দে ভারত স্লিপারের সমস্ত কাজ শেষ হওয়া মাত্রই জানিয়ে দেওয়া হবে স্লিপার বন্দে ভারতের সম্পূর্ণ সময়সূচি ও নির্দিষ্ট ভাড়া। আর এই কারণেই উত্তর-পূর্ব সীমান্ত রেল দপ্তরের কাছ থেকে সম্পূর্ণ তথ্য জানতে চাওয়া হয়েছে যে, NJP এবং আগরতলার মধ্যে কয়টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে, যাত্রীদের সংখ্যা কেমন থাকে সেই সম্পর্কিত সমস্ত তথ্য।

Vande Bharat Sleeper New Update 2024
Vande Bharat Sleeper New Update 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কোন রাজ্য জুড়বে স্লিপার বন্দে ভারতের সাথে?

বর্তমানে NJP থেকে ৩টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু রয়েছে। সেগুলো হলো NJP অর্থাৎ নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া, গুয়াহাটি ও পাটনা। এখন থেকে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে ত্রিপুরার আগরতলাও যুক্ত করা হবে NJP স্টেশনের সাথে। ট্রেনের মাধ্যমে NJP অর্থাৎ নিউ জলপাইগুড়ি থেকে ত্রিপুরার আগরতলায় যেতে সময় লাগে প্রায় ২২ ঘণ্টা এবং ট্রেনে যাত্রাপথের দূরত্ব ৯৯৪ কিলোমিটার। কিন্তু এবার থেকে এই রাস্তায় নতুন স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হওয়ায় অনেকটাই কমে আসবে ট্রেন যাত্রার সময়সূচি। সেই সম্পর্কিত সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের কাজ শেষ হওয়ার পর অফিশিয়াল ভাবে সকলকে জানিয়ে দেওয়া হবে।

Indian Railways Website Link- Click Here

আরও পড়ুন- India Post Payment Bank Recruitment 2024: ভারতীয় ডাক ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আবেদন সম্পর্কে জানতে বিস্তারিতভাবে পড়ুন।

আরও পড়ুন- Indian Railway Recruitment 2024: ভারতীয় রেলের চাকরির সুযোগ! জেনে নিন আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্যগুলি।

Leave a Comment