WB Anganwadi Recruitment 2024: অঙ্গনওয়াড়ি পদে কর্মী নিয়োগ শুরু, দেখুন কোন জেলায় কর্মী নিয়োগ প্রক্রিয়া চলছে!

WB Anganwadi Recruitment 2024: অঙ্গনওয়াড়ি পদে কর্মী নিয়োগ শুরু, দেখুন কোন জেলায় কর্মী নিয়োগ প্রক্রিয়া চলছে!

WB Anganwadi Recruitment 2024:

রাজ্যে যারা চাকরির অপেক্ষায় রয়েছেন তাদের জন্য সুখবর। শুরু হয়ে গিয়েছে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ির সহায়িকা কর্মী পদে নিয়োগ প্রক্রিয়া। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়ে গিয়েছে অঙ্গনওয়াড়ি পদে কর্মী নিযুক্ত করার।

যে সমস্ত প্রার্থীরা বহুদিন থেকে অঙ্গনওয়াড়ির কর্মী পদের জন্য অপেক্ষা করেছিলেন, অবশেষে পশ্চিমবঙ্গ সরকার জেলায় জেলায় কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করেই দিলেন। এইবার আমরা এই প্রতিবেদনের ভিত্তিতে জেনে নিব কোন জেলায় আবেদন প্রক্রিয়া চলছে? কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে? মাসিক বেতন কত? এই সমস্ত কিছুই বিস্তারিত জেনে নিবেন প্রতিবেদনের মাধ্যমে।

আরও পড়ুন- West Bengal ICDS Anganwadi Recruitment 2024: আবার ICDS অঙ্গনওয়াড়ির কর্মী আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানুন।

WB Anganwadi Recruitment 2024
WB Anganwadi Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অঙ্গনওয়াড়ি কর্মী পদের নাম:

১. অঙ্গনওয়াড়ি কর্মী

২. অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী

শূন্যপদ সংখ্যা:

অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য এক একটি জেলায় ভিন্ন ভিন্ন শূন্য পদ সংখ্যা রয়েছে, যেটা সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নীচে দেওয়া রয়েছে সরকারি বিজ্ঞপ্তির লিঙ্ক, যেটা ডাউনলোড করে জেনে নিতে পারবেন আপনার জেলায় কয়টি শূন্যপদ রয়েছে? WB Anganwadi Recruitment 2024

শিক্ষাগত যোগ্যতা:

অঙ্গনওয়াড়ির কর্মী পদগুলিতে আবেদনকারী মহিলাদের শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড রাখা হয়েছে, প্রার্থীরা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ থাকতেই হবে। যদি কোনো ব্যক্তি উচ্চ মাধ্যমিক শ্রেনীর থেকে উচ্চ শিক্ষা প্রাপ্ত হয় এবং সে আবেদন করতে চাই সেক্ষেত্রে অবশ্যই যে কোনো ইচ্ছুক আবেদন প্রার্থীও আবেদন করতে পারবেন।

প্রার্থীদের বয়সসীমা:

অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীর বয়সসীমা নির্ধারিত করা হয়েছে, ২০২৪- এর ১লা জানুয়ারি থেকে সর্বোচ্চ বয়স সীমা ৩৫ বছর এবং সর্বনিম্ন বয়স সীমা ১৮ বছর। এছাড়া সরকারী নিয়ম অনুযায়ী SC/ST/OBC/PWD এই সব শ্রেনীর তালিকাভুক্ত প্রার্থীদের বয়সের সীমায় বিভিন্ন ছাড় রাখা হয়েছে। WB Anganwadi Recruitment 2024

মাসিক বেতন:

অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আগের বেতন ছিল মাসিক ৮,২৫০ টাকা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী পদের বেতন ছিল ৬,৩০০ টাকা। কিন্তু ২০২৪- এর এপ্রিল মাস থেকে বেতনের এই পূর্বের এই ধার্য করা টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার এখন থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আরও ৭৫০ টাকা যোগ দিয়েছেন অর্থাৎ এখন অঙ্গনওয়াড়ি কর্মীর মাসিক বেতন ৯০০০ টাকা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী পদে আরও ৫০০ টাকা যোগ দিয়েছেন অর্থাৎ ৬,৮০০ টাকা পর্যন্ত বরাদ্দ করা হয়েছে। WB Anganwadi Recruitment 2024

নিয়োগকারী সংস্থা:

অঙ্গনওয়াড়ির কর্মী ও সহায়িকা কর্মী পদের জন্য উত্তর ২৪ পরগনার জেলা প্রশাসনের তরফ থেকে কর্মী নিয়োগ করা হচ্ছে।

নিয়োগ প্রক্রিয়া:

অঙ্গনওয়াড়ির কর্মী ও সহায়িকা কর্মী পদের জন্য ইচ্ছুক প্রার্থীদের প্রথমে লিখিত ও তারপর মৌখিক দুটি পরীক্ষা পাশের পর উপযুক্ত কর্মীকে নিয়োগ করা হবে। উক্ত পদগুলিতে ইচ্ছুক কর্মীদের আগে আবেদন জানাতে হবে। এরপর লিখিত পরীক্ষার ওপর ৯০ নম্বর ধার্য করা হয়েছে এবং মৌখিক পরীক্ষার ক্ষেত্রে ১০ নম্বর ধার্য করা হয়েছে।

আরও পড়ুন- Asha Kormi Recruitment 2024: গ্ৰাম পঞ্চায়েতের অধীনে আশা কর্মী নিয়োগ শুরু , শুধুমাত্র MP পাশ করলেই এই চাকরি মিলবে।

WB Anganwadi Recruitment 2024
WB Anganwadi Recruitment 2024

আবেদন পদ্ধতি:

প্রতিবেদনটির শেষে নীচের দিকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কর্মী পদে আবেদনের জন্য সরাসরি অনলাইন আবেদনের লিংক দেওয়া হয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কর্মী পদের জন্য ইচ্ছুক প্রার্থীরা নীচে দেওয়া সেই লিঙ্কে ক্লিক করেই অনলাইন- এর মাধ্যমে সরাসরি আবেদন জানাতে পারবেন।

আবেদনের শেষ তারিখ:

অঙ্গনওয়াড়ির কর্মী ও সহায়িকা কর্মী পদে আবেদনের শেষ তারিখ রাখা হয়েছে ২০২৪ – এর ২৫ শে আগষ্ট।

সরকারি বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিঙ্ক – Click Here

অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক – Click Here

অনলাইন আবেদনের জন্যে লিঙ্ক – Click Here

আরও পড়ুন- West Bengal karmabandhu Recruitment 2024: রাজ্যে অষ্টম শ্রেণী পাশে কর্মবন্ধুর চাকরি, দেরি না করেই এক্ষুনি আবেদন করুন।

Leave a Comment