WB ASHA KARMI RECRUITMENT 2024: MP পাশেই বিভিন্ন জেলায় আশা কর্মী নিয়োগ! দেখুন আপনার জেলায় কবে হবে?

WB ASHA KARMI RECRUITMENT 2024: MP পাশেই বিভিন্ন জেলায় আশা কর্মী নিয়োগ! দেখুন আপনার জেলায় কবে হবে?

WB ASHA KARMI RECRUITMENT 2024:

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফ থেকে আশা কর্মী পদের জন্য নিয়োগ শুরু হচ্ছে। যে সব মহিলা চাকরী প্রার্থীরা অনেকদিন থেকে অপেক্ষায় রয়েছেন তাদের অপেক্ষার অবসান ঘটবে এবার।

প্রতিটি জেলায় আশা কর্মী পদে কিছু শূন্য আসন সংখ্যা রয়েছে। সেগুলি ভরাট করতে জাতীয় স্বাস্থ্য মিশনের তরফ থেকে মহকুমার অন্তর্গত বিভিন্ন স্বাস্থ্য ও উপস্বাস্থ্য কেন্দ্রে আশা কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

WB ASHA KARMI:

সকল মহিলা চাকরী প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আশা কর্মী পদে নিয়োগ প্রক্রিয়া। আর বাড়িতে বেকার বসে থাকতে হবে না মহিলা চাকরী প্রার্থীদের। শুধুমাএ মাধ্যমিক পাশ করলেই মিলবে পশ্চিমবঙ্গের আশা কর্মী পদের জন্য চাকরী। তো চলুন বেশি দেরী না করে জেনে নেওয়া যাক আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য।

কোন জেলায় আবেদন চলেছে?

পশ্চিমবঙ্গের আশা কর্মী পদের জন্য আবেদন শুরু হয়ে গিয়েছে এবং বীরভূম জেলায় বর্তমানে আবেদন চলছে। আবেদন পর্ব সম্পন্ন হবে সম্পূর্ণ অফলাইন পদ্ধতির মাধ্যমে।

যোগ্যতা ও শর্তাবলি –

শিক্ষাগত যোগ্যতা:

আশা কর্মী পদের জন্য আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাশ বা তার সমতুল্য কোনো পরীক্ষায় পাশ করা হতে হবে। মাধ্যমিকের চেয়ে উচ্চ শিক্ষিত প্রার্থীরাও আবেদন জানাতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রেও মাধ্যমিকের নম্বর অনুসারে বিবেচনা করা হবে। WB ASHA KARMI RECRUITMENT 2024

বয়স সীমা:

আশা কর্মী পদের জন্য ইচ্ছুক আবেদনকারী বয়স হতে হবে অবশ্যই ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।

যোগ্য আবেদন প্রার্থী:

১. পশ্চিমবঙ্গের আশা কর্মী পদের জন্য শুধুমাএ বিবাহিত বা বিবাহ বিচ্ছেদ বা বিধবা মহিলারাই আবেদন জানাতে পারবেন।

২. আশা কর্মী পদের জন্য ইচ্ছুক আবেদনকারী প্রার্থী যদি SC, ST, OBC শ্রেণীর তালিকাভুক্ত হয়, সেক্ষেত্রে তাদের বৈধ কাস্ট শংসাপত্র থাকলে তবেই আবেদন জানাতে পারবেন।

আরও পড়ুনUttar Dinajpur ASHA Karmi Recruitment 2024: ইসলামপুরে প্রচুর শূন্যপদে আশা কর্মী নিয়োগ শুরু হয়েছে। জেনে নিন কিভাবে আবেদন করবেন এবং নিয়োগ সম্পর্কিত সমস্ত তথ্য!

WB ASHA KARMI RECRUITMENT 2024
WB ASHA KARMI RECRUITMENT 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আবেদনের প্রয়োজনীয় নথিপত্র:

পশ্চিমবঙ্গের আশা কর্মী পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের কিছু প্রয়োজনীয় নথিপত্র জমা করতে হবে, সেগুলি হলো নিম্নলিখিত–

১. বয়সের প্রমাণ স্বরূপ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্ম প্রমাণপত্র।

২. আবেধনকারী প্রার্থীর ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড।

৩. সরকার দ্বারা প্রাপ্ত কাস্ট সার্টিফিকেট।

৪. আবেদনকারী প্রার্থীর নিজের স্বাক্ষর সহ দু কপি রঙিন ছবি।

৫. আবেদনকারী প্রার্থী Gread 1 নাকি 2 গোষ্ঠীর সদস্য তার প্রমাণ স্বরূপ কিছু নথিপত্র।

৬. অবশেষে আবেদন প্রার্থীর আবেদন পত্র নাম ও ডাক টিকিট সহযোগে ডাকঘরে জমা করতে হবে।

প্রতিবেদনের শেষে অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে, সেই লিঙ্ক ডাউনলোড করে সেটার প্রিন্ট আউট বের করে আবেদন জানাতে হবে। উপরে উল্লেখিত নথিপত্রগুলি আবেদন পত্রটির সাথে একটি করে যুক্ত করে জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানায়। WB ASHA KARMI RECRUITMENT 2024

আবেদনের শেষ তারিখ:

আশা কর্মী পদের জন্য আবেদন জানাতে চাইলে ইচ্ছুক প্রার্থীকে ২০২৪ – এর ১৬ ই আগস্টের মধ্যে আবেদন পত্রটি জমা করতে হবে।

সম্ভাব্য ইন্টারভিউ তারিখ:

আশা কর্মী পদে নিয়োগের জন্য ইন্টারভিউ- এর তারিখ এখনও স্পষ্ট উল্লেখ করা হয় নি, তবে বলা হয়েছে, সম্ভবত ইন্টারভিউ তারিখ হবে ২০২৪- এর ২৫ ও ২৬ সেপ্টেম্বর।

আজকের প্রতিবেদনের মাধ্যমে পশ্চিমবঙ্গের আশা কর্মী পদে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য আলোচনা করা হলো। আশা করছি, প্রতিবেদনটির মাধ্যমে পচিমবঙ্গের মহিলা চাকরী প্রার্থীরা উপকৃত হবেন। প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন। WB ASHA KARMI RECRUITMENT 2024

Official Website – Click here

আরও পড়ুন – WB Gram Panchayat Recruitment 2024: গ্রাম পঞ্চায়েতের কর্মী পদে নিয়োগ শুরু। জেনে নিন ফর্ম ফিলাপ করার সঠিক পদ্ধতি!

Leave a Comment