WB CAA Update 2024: সদ্য ভারতীয় নাগরিকত্ব পাওয়া বিকাশের দাবি, “বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার অভাব রয়েছে।”

WB CAA Update 2024 সদ্য ভারতীয় নাগরিকত্ব পাওয়া বিকাশের দাবি, “বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার অভাব রয়েছে।”

WB CAA Update 2024

দেশে নাগরিকত্ব সংশোধনী আইন চালু হয়েছে লোকসভা ভোটের আগেই। সেই বিষয়ে পোর্টাল চালু রয়েছে। ‌তবে উদ্বাস্তুদের মনে নাগরিকত্ব পাওয়ার বিষয়টি নিয়ে দোলাচল রয়েছে।এই আবহে নদিয়ার ভীমপুর থানার আসাননগরের বাসিন্দা বিকাশ মন্ডল ও তাঁর পরিবার নাগরিকত্বের শংসাপত্র পেলেন। ভারতীয় নাগরিক হতে পেরে উচ্ছ্বসিত এই পরিবারটি। WB CAA Update 2024

সেই মতো তিনি এপ্রিল মাসের ২৯ তারিখে অনলাইনে আবেদন করেন।এক মাসের ব্যবধানে, চলতি মে মাসের ২৭ তারিখে তাঁকে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে তথ্য যাচাই করা জন্য ডাকা হয়।২৯ তারিখে মন্ডল পরিবার নাগরিকত্ব শংসাপত্র পেয়ে যায়। বিকাশ মন্ডল হাতে শংসাপত্র নিয়ে বলেন,”২০১২ সালে আমার বাংলাদেশ থেকে ভারতে চলে আসি। সম্প্রতি কালে জানতে পারি উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া হবে তাই অনলাইনে আবেদন করেছিলাম। বুধবার আমাকে মেইল করে আমাদের সবাইকে নাগরিকত্বের শংসাপত্র দেওয়া হয়েছে। আমারা খুব উচ্ছ্বসিত।আর আমাদের উদ্বাস্তু হয়ে থাকতে হবে না।”তাঁদের প্রশ্ন করেন,কেন বাংলাদেশ থেকে ভারতে চলে এলেন ?এর উত্তরে বলেন ,”বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার অভাব রয়েছে।এই ভাবে কে থাকতে চায়!তাই ভারতে চলে আসি।” WB CAA Update 2024

WB CAA Update 2024

২০১২ সালে বাংলাদেশের ঝিনাইদহ থেকে ভারতে আসেন বিকাশের পরিবার। তাঁরা সেই থেকে উদ্বাস্তু হিসাবে থাকছিলেন। তাঁরা এরই মধ্যে সংবাদমাধ্যমে দেখে জানতে পারেন কেন্দ্রীয় সরকার ২০১৪ সালের আগে যারা ভারতের আসা উদ্বাস্তুদের নাগরিকত্ব দেবেন।তখনি তাঁরা আবেদন করার সিদ্ধান্ত নেন।

বিকাশকে কী , কী প্রমাণপত্র দেখাতে হল। তিনি বলেন,”বাংলাদেশের একটি সরকারি প্রমাণপত্র।২০১৪ সালের আগে ভরতে এসেছি তার এক প্রমাণপত্র।ছবি, কোর্টের হলফনামা, হিন্দু শংসাপত্র,যা আমরা মায়াপুরের এক সন্ন্যাসীর কাছে থেকে পেয়েছি।”যদি হিতে বিপরীত হয়ে যাওয়ার ভয় লাগেনি?এই প্রশ্নের মুচকি হেসে জবাবে দেন,”না।যে সব প্রমাণপত্র দেখাতে চেয়েছিল সব দেখিয়ে ছিলাম। স্বাভাবিক একটি প্রক্রিয়া। আমাদের মতো যাঁরা উদ্বাস্তু তাঁদের সকলকেই বলব আবেদন করতে।”

আরও পড়ুন- Home care for Shilk and Shining Hair : মাত্র ৭ দিনে ঘরোয়া উপায়ে লম্বা এবং উজ্জ্বল চুল পাওয়ার টিপস্

WB CAA Update 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন- Aadhar card big update 2024 অবশ্যই ১৪ই জুনের মধ্যে এই কাজ করে ফেলুন!

সেই মতো তিনি এপ্রিল মাসের ২৯ তারিখে অনলাইনে আবেদন করেন।এক মাসের ব্যবধানে, চলতি মে মাসের ২৭ তারিখে তাঁকে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে তথ্য যাচাই করা জন্য ডাকা হয়।২৯ তারিখে মন্ডল পরিবার নাগরিকত্ব শংসাপত্র পেয়ে যায়। বিকাশ মন্ডল হাতে শংসাপত্র নিয়ে বলেন,”২০১২ সালে আমার বাংলাদেশ থেকে ভারতে চলে আসি। সম্প্রতি কালে জানতে পারি উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া হবে তাই অনলাইনে আবেদন করেছিলাম। বুধবার আমাকে মেইল করে আমাদের সবাইকে নাগরিকত্বের শংসাপত্র দেওয়া হয়েছে। আমারা খুব উচ্ছ্বসিত।আর আমাদের উদ্বাস্তু হয়ে থাকতে হবে না।”তাঁদের প্রশ্ন করেন,কেন বাংলাদেশ থেকে ভারতে চলে এলেন ?এর উত্তরে বলেন ,”বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার অভাব রয়েছে।এই ভাবে কে থাকতে চায়!তাই ভারতে চলে আসি।”

WB CAA Update 2024

তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ২০১৯ সালের ১২ ডিসেম্বর নাগরিকত্ব সংশোধনী আইনে সই করেন। কেন্দ্রীয় সরকার জানিয়েছিল ,বিল আইনে পাশ হলেও চলতি বছরের ১১ মার্চ একটি বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিকভাবে সিএএ চালু হওয়ার কথা। কেন্দ্র জানায়,আইন অনুযায়ী ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশ থেকে আসা যেসমস্ত অমুসলিম ধর্মীয় অত্যাচারের কারণে এদেশে এসে আশ্রয় নিয়েছে, এবং অন্তত পাঁচ বছর ভারতে কাটিয়েছেন, তাঁরা নাগরিকত্বের শংসাপত্র পাওয়ার জন্য সিএএ-তে আবেদন করতে পারেন।

বিকাশকে কী , কী প্রমাণপত্র দেখাতে হল। তিনি বলেন,”বাংলাদেশের একটি সরকারি প্রমাণপত্র।২০১৪ সালের আগে ভরতে এসেছি তার এক প্রমাণপত্র।ছবি, কোর্টের হলফনামা, হিন্দু শংসাপত্র,যা আমরা মায়াপুরের এক সন্ন্যাসীর কাছে থেকে পেয়েছি।”যদি হিতে বিপরীত হয়ে যাওয়ার ভয় লাগেনি?এই প্রশ্নের মুচকি হেসে জবাবে দেন,”না।যে সব প্রমাণপত্র দেখাতে চেয়েছিল সব দেখিয়ে ছিলাম। স্বাভাবিক একটি প্রক্রিয়া। আমাদের মতো যাঁরা উদ্বাস্তু তাঁদের সকলকেই বলব আবেদন করতে।”

অন্যদিকে, ঠাকুরনগর বড়া এলাকার বাসিন্দা শান্তি লতা বিশ্বাস নাগরিকত্ব পেয়েছেন। তিনি মাসখানেক আগে আবেদন করেছিলেন। সম্প্রতি তিনি নাগরিকত্ব শংসাপত্র পেলেন। শান্তি লতা দেবী শংসাপত্র পেলেও তাঁর স্বামী তরক বিশ্বাস এখনও নাগরিকত্ব পাননি।

আরও পড়ুন- আবহাওয়ার বিরাট পরিবর্তন! 14ই জুনের পর লক্ষণীয় হবে আবহাওয়ায় বিরাট পরিবর্তন, রাজ্য জুড়ে চলবে টানা বৃষ্টি!

প্রতিনিয়ত খবর পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।

CAA অফিসিয়াল ওয়েবসাইট লিংক – Click Here

Leave a Comment