WB Govt Job Vacancy 2024: DM অফিসের পক্ষ থেকে রাজ্যে শিশু সুরক্ষা বিভাগে কর্মী নিয়োগ! জানুন বিস্তারিত তথ্য

WB Govt Job Vacancy 2024: DM অফিসের পক্ষ থেকে রাজ্যে শিশু সুরক্ষা বিভাগে কর্মী নিয়োগ! জানুন বিস্তারিত তথ্য

WB Govt Job Vacancy 2024:

রাজ্যের সকল চাকরী প্রার্থীদের জন্য রয়েছে একটি নতুন সুখবর। রাজ্যের DM অফিস থেকে আবারও কর্মী নিয়োগের জন্য নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অন্তত পক্ষে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যের সকল চাকরি প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন। আর চিন্তার কোনো কারণ নেই, অনেক দিন থেকেই যে সমস্ত চাকরিপ্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করে রয়েছেন এবং প্রস্তুতি নিচ্ছেন আজকের প্রতিবেদনটি তাদের জন্য।

আজকের প্রতিবেদনে শিশু সুরক্ষা বিভাগের পক্ষ থেকে DM অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে আমরা আলোচনা করব। যেমন ধরুন শূন্য পদের নাম, বয়স সীমা, মাসিক বেতন, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ প্রভৃতি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। WB Govt Job Vacancy 2024

পদের নাম:

DM অফিসে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই অনুযায়ী একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। সেই শূন্য পদ গুলি হল নিম্নলিখিত –

Protection Officer

Outreach Worker

Social Worker

শিক্ষাগত যোগ্যতা:

Protection Officer— উক্ত পদে আবেদন জানাতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে সমাজকর্ম, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, আইন বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর স্তরে ডিগ্রী অর্জন করা থাকতে হবে।

Outreach Worker— এই পদে আবেদন জানাতে ইচ্ছুক চাকরি প্রার্থীদের ন্যূনতম পক্ষে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং এর পাশাপাশি কম্পিউটার বিষয়েও দক্ষতা থাকা আবশ্যিক।

Social Worker — এই পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীদের গ্রাজুয়েশন ডিগ্রী সম্পন্ন করা থাকতে হবে। (এছাড়াও আবেদনকারীকে সামাজিক কাজ, সমাজবিজ্ঞান বা সামাজিক ক্ষেত্র পছন্দ হতে হবে)।

WB Govt Job Vacancy 2024
WB Govt Job Vacancy 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বয়সের মান:

শিশু সুরক্ষা বিভাগের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই অনুযায়ী উক্ত পদগুলোর জন্য ভিন্ন ভিন্ন বয়সের মান রাখা হয়েছে। Protection Officer এই পদের জন্য আবেদনকারীর বয়সসীমা থাকতে হবে সর্বোচ্চ ৪৫ বছর। WB Govt Job Vacancy 2024

Outreach Worker এবং Social Worker এই পদের জন্য আবেদন জানাতে আগ্রহী আবেদনকারীর বয়সের মান রাখা হয়েছে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে।

এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য নির্দিষ্ট ভাবে বয়সের মাত্রায় ছাড় দেওয়া হয়েছে।

মাসিক বেতন:

উল্লেখিত পদ অনুযায়ী নিযুক্ত চাকরি প্রার্থীদের একটা নির্ধারিত মাসিক বেতন রয়েছে। সেই অনুযায়ী Protection Officer– পদে নিযুক্তকারী প্রার্থীর মাসিক বেতন রয়েছে ২৭,৮০৪ টাকা। Outreach Worker পদে কর্মরত প্রার্থীর মাসিক বেতন রয়েছে ১২,০০০ টাকা। Social Worker পদে কর্মরত প্রার্থীর মাসিক বেতন রয়েছে ১৮,৫৩৬ টাকা। WB Govt Job Vacancy 2024

আরও পড়ুন- WB Ration List For December 2024: ডিসেম্বর মাসে পাবেন অতিরিক্ত রেশন! কোন কার্ডে পাবেন কতোটা রেশন?

নির্বাচন প্রক্রিয়া:

উক্ত পদগুলির আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের মোট ১০০ নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। তার মধ্যে প্রথমত ৮০ নম্বরের একটি লিখিত পরীক্ষা থাকবে, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে পরবর্তীতে তাদের ১০ নম্বরের কম্পিউটার টেস্ট এবং ১০ নাম্বারের ইন্টারভিউর নেওয়া হবে। সবশেষে মোট ১০০ নম্বরের মধ্যে যারা এগিয়ে থাকবেন তাদের মেরিট লিস্ট অনুযায়ী নিয়োগপত্র দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:

সরকার দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লেখিত পদগুলিতে আবেদন জানানোর জন্য সরাসরি অফলাইনের পদ্ধতির মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারীদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। সেগুলো হলো–

১) সর্বপ্রথমে এই বিজ্ঞপ্তিটির অফিশিয়াল নোটিফিকেশন থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে। আবেদন পত্র ডাউনলোড হয়ে গেলে সেটিকে নির্ভুল ভাবে পূরণ করতে হবে।

২) আবেদনপত্র নির্ভুল ভাবে পূরণ করা হয়ে গেলে তার সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী চাওয়া প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।

৩) আবেদন পত্র জমা করার পর জলপাইগুড়ি ডিএম অফিস থেকে ডাক বিভাগের মাধ্যমে চাকরিপ্রার্থীর বাড়িতে পরীক্ষার এডমিট কার্ড পাঠানো হবে।

৪) অবশেষে এডমিট কার্ডে উল্লেখিত পরীক্ষার নির্ধারিত দিনে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে হবে।

গুরুত্বপূর্ন তারিখ:

জলপাইগুড়ি ডিএম অফিসে শিশু সুরক্ষা বিভাগ থেকে একাধিক পদে কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়াগত ০৪ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে শুরু হয়েছে।

উল্লেখিত পদের জন্য আবেদন প্রক্রিয়া চলবে ২০২৪- এর আগামী ৩১ শে ডিসেম্বর পর্যন্ত।

Official Notice Download Link- Click Here

আরও পড়ুন- Awas Yojana Scheme New Rules 2024: আবারও সমীক্ষা চলবে আবাস নিয়ে, নয়া নিয়ম রাজ্য সরকারের! এই কাজটি না করলে পাবেন না বাড়ি

Leave a Comment