WB Heavy Rainy Weather till 3 Days: ভারী বৃষ্টিতে ভিজছে শহর, নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! কেমন থাকবে আগামী ৩ দিনের আবহাওয়া?

WB Heavy Rainy Weather till 3 Days: ভারী বৃষ্টিতে ভিজছে শহর, নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! কেমন থাকবে আগামী ৩ দিনের আবহাওয়া?

WB Heavy Rainy Weather till 3 Days:

গত কয়েকদিনের একটানা বৃষ্টিতে নাজেহাল কলকাতা সহ সম্পূর্ণ দক্ষিণবঙ্গ। এরই মাঝে আরও ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলীপুর আবহাওয়া দপ্তর। বাংলাদেশ থেকে এক শক্তিশালী নিম্নচাপ ক্রমশ সরে আসছে পশ্চিমবঙ্গের দিকে। যার কারণে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে গভীর ঘূর্ণাবর্ত সাথে বাড়বে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিমাণ। কলকাতায় আরও বাড়ছে বৃষ্টিপাতের পরিমাণ। এর পাশাপাশি বাড়বে ঝড়ের গতিবেগ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় প্রায় ৫০ কিমি বেগে বাড়বে ঝোড়ো হাওয়া। WB Heavy Rainy Weather till 3 Days

আগামী ৩ দিন বড়ো সতর্ক বার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের মৎস্য জীবিদের জন্যে। কয়েকদিনের একটানা ভারী বৃষ্টিতে জল বেড়েছে সব নদী ও সমুদ্রে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আগামী ৩ দিন আবহাওয়ার পরিস্থিতি আরও কঠিন হতে চলেছে। এর ফলে সকল নিত্য যাত্রীদের অনেক অসুবিধায় পড়তে হচ্ছে। শুধু তাই নয় যারা প্রতিদিন বাইরে গিয়ে কর্ম করে জীবিকা নির্বাহ করছে তাদেরও অনেক সমস্যায় পড়তে হচ্ছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া:

আলিপুর দুয়ার আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আজ শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ আগের তুলনায় আরও একটু বৃদ্ধি পাবে। এর পাশাপাশি ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া চলবে। আবার দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরী হওয়ার সম্ভবনা জারি করা হয়েছে। বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সতর্ক বার্তা জারি করা হয়েছে উত্তর ২৪ পরগণা ও দক্ষিন ২৪ পরগণা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মেদিনীপুর প্রতিটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ায় সম্ভাবনা জারি করা হয়েছে। এছাড়াও কলকাতার হাওড়া, হুগলী, নদীয়া এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে মোটামুটি বৃষ্টি হওয়ার সতর্কতা জারি করা হয়েছে। কাল রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, বর্ধমান এই জেলাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সতর্ক বার্তা জারি করা হয়েছে। মঙ্গলবারের পর থেকে আবহাওয়ায় একটু হলেও পরিবর্তন লক্ষ্য করা যাবে বলে আশা করা হচ্ছে। WB Heavy Rainy Weather till 3 Days

WB Heavy Rainy Weather till 3 Days
WB Heavy Rainy Weather till 3 Days
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

উত্তরবঙ্গের আবহাওয়া:

উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে বৃষ্টি বলতেই বোঝায় দার্জিলিং, কালিম্পং। এই পার্বত্য অঞ্চলগুলিতে বছরের যে কোনো ঋতুতেই কম বেশি বৃষ্টিপাত সবসমই লক্ষ্য করা যায়। সুতরাং সেই মতোই, বর্ষার মরশুমে ঝড় বৃষ্টির পরিমাণ আরও একটু বেশিই বেড়ে গিয়েছে। যার কারণে উত্তরবঙ্গের পাহাড়ি রাস্তাগুলোতে ধ্বস নামার পরিস্থিতি তৈরী হয়েছে। তাই অতিভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলোতে পর্যটকদের যাত্রা বারণ করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি এই জাইয়াগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে উত্তর দিনাজপুর ও মালদা জেলার কিছু অংশে।

সতর্ক বার্তা:

উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে আগামী ৩ দিন পশ্চিমবঙ্গের এই সব জায়গাগুলোতে এমন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধ্বস নামার কারণে পর্যটন কেন্দ্র গুলি কিছুদিনের জন্য বন্ধ রাখার জন্য বলা হয়েছে। WB Heavy Rainy Weather till 3 Days

West Bengal Monsoon Rain Forecast
WB Heavy Rainy Weather till 3 days

গত ২৪ ঘণ্টায় কলকাতার বিভিন্ন এলাকার বৃষ্টির পরিমাণ (মিলিমিটার):

বেলগাছিয়া ৩৭, উল্টোডাঙা ২৫, পামারব্রীজ ৪০, ঠনঠনিয়া ৪৮, বালিগঞ্জ ৫১, মানিকতলা ৬৭, কামডহরী ৪২, আসানসোল ৭৫.২, যোধপুর পার্ক ৯০, কালিঘাট ৩৮ ইত্যাদি।

আরও পড়ুন- Moumita Debnath Death Case 2024: একটা শরীর, ১৮/২০ জন পুরুষ, 150 গ্রাম বীর্য! আসল সত্য জানুন।

Leave a Comment