WBSEDCL WhatsApp Number: বিদ্যুতের সব সমস্যার সমাধান, WhatsApp এর মাধ্যমেই, নাম্বারটি দেখেনিন।
WBSEDCL WhatsApp Number:
WBSEDCL WhatsApp Number: সামনেই আসছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। এই পুজোয় ভিড় থাকে অসম্ভব বেশি। তাই পুজোয় সাধারণ মানুষের যাতে সমস্যা না হয় সেজন্য সুষ্ঠু পরিষেবা দিতে বৃহস্পতিবার কন্ট্রোল রুমের উদ্বোধন করলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। আর এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দফতরের সচিব শান্তনু বসু-সহ সিইএসসির বিভিন্ন আধিকারিকরা।উদ্বোধনী অনুষ্ঠানে সিদ্ধান্ত হয় সাধারণ মানুষের বিদ্যুতের বিভিন্ন পরিষেবা সুযোগ নিতে পারবে WhatsApp এর মাধ্যমে। সাধারণ মানুষের কাছে যাতে বিদ্যুৎ এর বিভিন্ন পরিষেবা খুব তাড়াতাড়ি পায় সেই জন্য পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা (WBSEDCL) এক বড় ধরনের উদ্যোগ নিয়েছে।
Table of Contents
WhatsApp নম্বর:
সাধারণ মানুষ এবার বিদ্যুতের বিভিন্ন পরিষেবা পাবেন WhatsApp এর মাধ্যমে। এই WhatsApp নম্বরটি হল- 8433719121 ( ৮৪৩৩৭১৯১২১)। ইতিমধ্যেই রাজ্যবাসীদের সিইএসসি WhatsApp-এর নম্বরে এ ধরনের পরিষেবা দেয়। এবার WBSEDCL সাধারণ মানুষকে এই ধরনের পরিষেবা দেবে WhatsApp-এর মাধ্যমে।

কী কী পরিষেবা মিলবে?
i)whatsapp এর মাধ্যমে গ্রাহকরা বিল পেমেন্ট করতে পারবেন।
ii)বিল সংক্রান্ত সমস্ত তথ্য জানা যাবে এই পরিষেবার মাধ্যমে।
iii)বিলের কপি দেখা এবং ডাউনলোড করা যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে।
iv)প্রিপেড ভাউচার রিচার্জ করা যাবে এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমেও।
v)নতুন কানেকশনের কোটেশন এর পরিমাণ জানা যাবে এই পদ্ধতির মাধ্যমে।
vi)যদি কখনো বিদ্যুতের তারের কোনো সমস্যা থাকে তাহলে তার ছবি তুলে গ্রাহকরা এই হোয়াটসঅ্যাপ নম্বর এর মাধ্যমে পাঠাতে পারবে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের কাছে।
কিভাবে এই পরিষেবাটি ব্যবহার করবেন?
•সবার প্রথমে আপনাকে 8433719121 ( ৮৪৩৩৭১৯১২১) এই নাম্বারটি মোবাইলে সেভ করতে হবে ।
•তারপর আপনার হোয়াটসঅ্যাপে গিয়ে এই নাম্বারে Hi লিখে মেসেজ করতে হবে।
•তাহলে অটোমেটিক ওই নাম্বার থেকে উত্তর আসবে।
•তারপর বিদ্যুৎ দপ্তরের নানান পরিষেবা সেই ম্যাসেজে আপনাকে দেখাবে ।
•আপনি যেই পরিষেবাটি নিতে চাইছেন সেই অপশনে ক্লিক করবেন।
•তারপর আপনার কনজিউমার নাম্বার বসাবেন।
•তাহলে আপনি পরিষেবা পেয়ে যাবেন।
আরও পড়ুন:- Bangla Awas Yojana 2024: এবার সবাই পাবে বাড়ির টাকা, চালু হচ্ছে বাংলা আবাস, বিস্তারিত তথ্য জেনে নিন।

বিগত প্রায় ২ বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।