Weather News Next 7 days July 2024: জেলায় জেলায় ফের হাওয়া বদল। কোথাও চড়ছে তাপমাত্রার পারদ, কোথাও তুমুল ঝড় বৃষ্টির আশঙ্খা!
Weather News Next 7 days July 2024:
রাজ্য জুড়ে আবার হাওয়া বদলের খবর শোনালেন আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে সপ্তাহ জুড়ে বৃষ্টিপাতের আগাম বার্তা জারি করা হলেও কথা মতো তেমনটা হচ্ছে না। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির বদলে হালকা বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় লক্ষ্যণীয়। তেমনই উল্টো হাওয়া বইছে উত্তরবঙ্গের সমতল এলাকাগুলিতে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টিপাত হালকা হলেও পুরো সপ্তাহ জুড়েই চলছে কিন্তু তাপমাত্রার পারদ চড়ছে উত্তরবঙ্গের সমতল ভূমিতে। ভ্যাপসা গরমে নাজেহাল উত্তরবঙ্গের বাসিন্দাদের প্রাণ। তবে এরই মাঝে হাওয়া অফিস জানান দিলো আগামী শনিবার ২০ জুলাই থেকে পরিবর্তিত হবে আবহাওয়া। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই জায়গায় ঝড় বৃষ্টি প্রবল সম্ভাবনা জারি করা হয়েছে।
Table of Contents
মৌসুমি বায়ুর বর্তমান অবস্থান:
আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, দক্ষিণ ওড়িশার বঙ্গোপসাগরে তৈরি হওয়া সক্রিয় মৌসুমী বায়ুর নিম্নচাপ ক্রমশ সরে বর্তমানে মধ্যপ্রদেশে অবস্থান করছে। বর্তমান সময়ে মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে সরে আরও দূরে চলে গিয়েছে। মৌসুমী অক্ষরেখার অবস্থান সমন্ধে আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত বুধবার ১৭/০৭/২৪ তারিখ দুপুরে সক্রিয় মৌসুমী বায়ু গোপালপুরের উপর দিয়ে বিস্তৃত হয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং ১৯ জুলাই এই সক্রিয় মৌসুমী বায়ু ওড়িশায় অবস্থান করায় ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবেই রাজ্যে বৃষ্টিপাতের সূচনা হবে। কিন্তু মৌসুমী অক্ষরেখা বর্তমানে বাংলা থেকে দূরে গিয়ে অবস্থান করায় ফের গরমের পরিস্থিতি তৈরী হচ্ছে সমগ্র বাংলা জুড়ে।
উত্তরবঙ্গের আগাম আবহাওয়া বার্তা:
উত্তরবঙ্গে মৌসুমি বায়ু আগে প্রবেশ করায় বহু দিন থেকেই বাংলায় ঝড় বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের এলাকাগুলি। প্রায় জুন মাসের শেষের দিক থেকেই পার্বত্য অঞ্চল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ আরও অন্যান্য পাহাড়ি এলাকাগুলিতে অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাত হয়েছে। যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ি এলাকা এবং আশেপাশের সংলগ্ন এলাকাগুলি। বৃষ্টিপাতের পরিমাণ এতটা বৃদ্ধি পাওয়ায় তিস্তা তোর্সা সহ আরও অন্যান্য পাহাড়ি নদীগুলির জল সীমানায় পৌঁছে বিপর্যস্ত হয়েছে বহু মানুষের প্রাণ। পাহাড়ি এলাকায় একাধিক জায়গায় চারিদিকটা জলে জলমগ্ন হয়ে পড়েছিল। এমনকি প্রাকৃতিক দুর্যোগ বেশি পরিমাণে সৃষ্টি হওয়ায় পাহাড়ি অঞ্চলগুলোতে ধ্বসও পর্যন্ত নেমেছিলো। যার ফলে বিপদে পড়তে হয়েছিলো অনেক মানুষদের। কিন্তু এরই মাঝে পরিবর্তন ঘটলো উত্তরবঙ্গের আবহাওয়ায়। জুলাই মাসের প্রথম থেকে বৃষ্টিপাতের পরিমাণ একটু হলেও স্বাভাবিক অবস্থায় এসেছে। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম বেশি চলতে থাকলেও সমতল এলাকাগুলিতে বাড়ছে আবার গরমের মাত্রা।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, বৃহষ্পতিবার অথবা শুক্রবার থেকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। আপাততো উত্তরবঙ্গের সমতল এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোতে বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। Weather News Next 7 days July 2024
এবার জেনে নিন উত্তরবঙ্গের কোন জেলায় কবে বৃষ্টির পরিমাণ কেমন থাকবে?
উত্তরবঙ্গের ফের হাওয়া বদল কোথাও ঝড় বৃষ্টির প্রবল সতর্ক আবার কোথাও বাড়ছে তাপমাত্রার পারদ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭০-৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে যার কারনে উত্তরবঙ্গের কিছু জেলায় বাড়ছে আবার গরমের মাত্রা।কোথায় কেমন থাকবে আগামী সপ্তাহে উত্তরবঙ্গের আবহাওয়া জেনে নিন।
১. উত্তরবঙ্গের পার্বত্য এলাকা আলিপুরদুয়ার, ডুয়ার্স অঞ্চলগুলোতে বৃহস্পতিবারের পর থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। Weather News Next 7 days July 2024
২. আগামী দিন গুলোতে শিলিগুড়িতে আকাশ মেঘলা থাকলেও খুব একটা বৃষ্টিপাত হবে না। তবে কোথাও কোথাও হালকা বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কিন্তু ভ্যাপসা একটা গরমের পরিস্থিতি বেশিরভাগ সময়ই থাকবে। Weather News Next 7 days July 2024
৩. উত্তরবঙ্গের দার্জিলিং জেলার পাহাড়গুলি জুন মাসের শেষ থেকেই বৃষ্টিতে ভিজছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আরও বেশ কিছুদিন এমনই বৃষ্টিপূর্ণ থাকবে দার্জিলিং- এর পাহাড়গুলো। তার সাথে বেশিরভাগ সময়ই মেঘচ্ছন্ন আর কুয়াশায় ঢাকা এই পাহাড়গুলিতে সবসমই এক মনোরম পরিবেশ বিরাজমান থাকছে।
৪. উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলির মধ্য কালিম্পং- এর আবহাওয়া আগামী কিছুদিন একই রকম থাকবে। আকাশ মেঘময় থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে।
৫. উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় বৃহষ্পতিবার থেকে আগামী ২ দিন ভারী ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী রবিবার অথবা সোমবারের পর থেকে আবহাওয়ায় বদল আসতে পারে।
৬. উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ডুয়ার্সেও বহুদিন থেকেই কম বেশি বৃষ্টি সবসমই চলছে। শুক্রবার থেকেও ভালো পরিমাণ বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের ডুয়ার্স এলাকায়। Weather News Next 7 days July 2024
৭. উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও আবার মেঘলা আকাশ থাকবে সাথে হালকা বৃষ্টিপাত।
৮. উত্তরবঙ্গের কোচবিহার জেলায় আকাশ থাকবে মেঘময় ও বৃষ্টিপূর্ণ। মাঝে মাঝে কোথাও হালকা রোদের দেখা মিলবে। আগামী ৪-৫ দিন আবহাওয়ার কোনো রকম পরিবর্তন দেখা যাবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
৯. উত্তরবঙ্গের ইসলামপুরেও গরম থাকবে। তার সাথে আকাশ মেঘময় থাকবে, আবার কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। Weather News Next 7 days July 2024
১০.উত্তর দিনাজপুরের বিভিন্ন জেলায় যেমন মালদায় আকাশ মেঘময় থাকলেও এবং মাঝারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হলেও ভ্যাপসা গরমের পরিস্থিতি প্রায় সবসময় থাকবে।
১১. উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরেও আবহাওয়া গরম থাকবে। হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে কিন্তু গরমের আবহাওয়া আবার আগের মতোই বাড়বে।
১২. দক্ষিণ দিনাজপুরের আকাশ রোদ ঝলমলে পরিষ্কার রয়েছে। বালুরঘাটেও একই রকম আবহাওয়া। মালদার মতোই অস্বস্তিকর গরমের পরিস্থিতি। Weather News Next 7 days July 2024
বাতাসে আবার জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় গরম বাড়ছে উত্তরবঙ্গের সমতল এলাকাগুলিতে। আগামী ৭ দিন অথবা এই পুরো সপ্তাহেই উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলগুলিতে বৃষ্টিপাত ভালো রকমে চললেও গরম বাড়বে সমতল এলাকাগুলিতে। Weather News Next 7 days July 2024
দক্ষিণবঙ্গের আগাম আবহাওয়া বার্তা:
আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী ১৯ জুলাই শুক্রবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার কারনে এই মাসের চলতি সপ্তাহে ১৯ থেকে ২৩ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে ২০ এবং ২১ তারিখ, অর্থাৎ শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ৭০ শতাংশের বেশি এলাকাতেই বৃষ্টি হওয়ার সম্ভবনা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের কোন জেলায় কবে বৃষ্টি হবে?
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবারের পর থেকে শুক্রবার, শনিবার এবং রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
১. আগামী শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুধুমাত্র দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
২. আগামী শনিবার ২০ জুলাই দক্ষিণবঙ্গের সাতটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের যে ৭ টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সেগুলি হল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর। দক্ষিণবঙ্গের এই সাতটি জেলায় বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিস থেকে। কিন্তু দক্ষিণবঙ্গের বাকি ৮ টি জেলায় বৃষ্টিপাতের তেমন কোনো রকম সতর্কতা জারি করা হয়নি। দক্ষিণবঙ্গের এই বাকি জেলাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
৩. আবার রবিবার থেকে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হবে। ওই সাতটি জেলায় শুধুমাত্র হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। Weather News Next 7 days July 2024
৪. এই দিকে সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার প্রায় সব জায়গায় বৃষ্টি হবে বলে গণনা করা হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায় বৃষ্টি হবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর।
WB Weather Official Website- Click Here
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।