Weather Report Next 3 days: কমবে ভ্যাপসা গরম, বঙ্গে আবার বৃষ্টির পূর্বাভাস জারি! কেমন থাকবে আগামী কয়েকদিন আবহাওয়া?
Weather Report Next 3 days:
গ্রীষ্মকালের শুরু থেকেই এবছরের গরম যেন গত কয়েক বছরের গরমের মাত্রাকে হার মানিয়েছে। আশ্বিন মাস পূজোর প্রায় শুরুর সময় তবুও যেন গরমের পারদের মাত্রা ৫০ ডিগ্রী সেলসিয়াস ছুঁই ছুঁই। এরই মাঝে স্বস্তির বার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, খুব শীঘ্রই বর্ষার ভারী বর্ষণে ভাসবে বঙ্গবাসী।
আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমস্তটাই ভাসবে ভারী বৃষ্টিপাতের প্রভাবে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একই সাথে দক্ষিনবঙ্গের কয়েকটি জেলায়ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আসুন জেনে নেওয়া যাক কোন জেলায় কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া।
Table of Contents
আবহাওয়ার পূর্বাভাস:
আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, আজ অর্থাৎ ২৩ শে সেপ্টেম্বর কলকাতা সহ দক্ষিন ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাকুড়া এই জেলাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি পরিমাণ বৃষ্টি হওয়ার প্রবল সতর্কতা জারি করা হয়েছে। কিন্তু মুহূর্তেই বদলে যাচ্ছে আবহাওয়ার খেল। বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ, যা এই মাসের শেষের দিকে ভারী নিম্নচাপের আকার ধারন করতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। Weather Report Next 3 days
আর অন্যদিকে ২৩ শে সেপ্টেম্বর অর্থাৎ আজকে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলোতে যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জায়গাগুলোতেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে। পূর্ব বছরের রেকর্ড অনুযায়ী এই বছরের গরম এই পাহাড়ি এলাকাগুলোতেও একটু আধটু প্রভাব বিস্তার করেছে। যার কারনে অনেকটা অসুবিধায়ও পড়তে হয়েছিলো পর্যটকদের।
আগামী ২৪ ও ২৫ শে সেপ্টেম্বরও ভারী থেকে অতি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, হুগলী, হাওড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এই জায়গাগুলোতে। একই সাথে এই সপ্তাহ পুরোটাই জুড়ে অর্থাৎ এই মাসের শেষের সময় পর্যন্ত ভারী বৃ্ষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের দুই পাহাড়ি জেলা- দার্জিলিং এবং কালিম্পঙে।
আরও পড়ুন- Aadhaar Card Update 2024: জানুন কতবার আপনি আধার কার্ড আপডেট করাতে পারবেন।
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।