Weather update 2024: নিম্নচাপের জেরে শুরু হচ্ছে কলকাতা ও দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি!

Weather update 2024: নিম্নচাপের জেরে শুরু হচ্ছে কলকাতা ও দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি!

Weather update 2024:

অবশেষে রাজ্য প্রবেশ করছে বর্ষা। কিছুদিন আগে বর্ষা কেরলে প্রবেশ করলেও পশ্চিমবঙ্গে এসে পৌঁছায় নি তবে এবার পুরোপুরি ভাবে রাজ্যে প্রবেশ করলো ঝড় বৃষ্টির আমেজ।গতকাল বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে স্বল্প বিস্তর ঝড় বৃষ্টি। ইতিমধ্যে আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানান দেওয়া হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ যার ফলে দক্ষিণবঙ্গে আজ শুক্রবার থেকে টানা চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাথে নিম্নচাপ। তবে কতদিন চলবে দক্ষিণবঙ্গে এই নিম্নচাপ এ বিষয়ে আবহাওয়াবিদরা এখনও স্পষ্ট খবর জানাতে পারছেন না। Weather update 2024

আবহাওয়া বদল:

হঠাৎ পরিবর্তন হচ্ছে পশ্চিমবঙ্গের আবহাওয়া। বহুদিন আগে থেকেই রাজ্যে বর্ষা প্রবেশ করার কথা ছিল কিন্তু মৌসুমী বায়ু পুরোপুরি ভাবে রাজ্যে প্রবেশ করতে পারছিলো না বলে গরমের ভাব ছিলোই কম বেশি সব জায়গায়। তবে এবার মৌসুমী বায়ু পুরোপুরি ভাবে পশ্চিমবঙ্গে প্রবেশ করে ফেলেছে যার কারনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা সম্পূর্ণ বঙ্গ জুড়ে। রাজ্যে জুড়ে বর্ষার কারণে পরিবর্তিত হচ্ছে আবহাওয়া। এবার পুরোপুরি ভাবে বলা যেতে পারে গ্রীষ্মকাল পার করে বর্ষা ঋতু প্রবেশ করলো রাজ্যে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি:

গতকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের নানান জেলায় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছিলো এবং আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় মেঘলা আকাশ এবং মাঝে মাঝে বিক্ষিপ্ত পরিমাণে হালকা বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। আবহাওয়া দপ্তরের মতানুমতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে মনে করা হচ্ছে তার সাথে থাকবে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। ঝড় বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়া স্বাভাবিক থাকবে খুব একটা অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরী হবে না দক্ষিণবঙ্গ জুড়ে। আজ থেকে আগামী কিছু দিন দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৩০-৩৪ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রী সেলসিয়াস কিংবা তার নীচ থাকতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন- Ration Card News 2024: পরের মাসে বন্ধ হতে পারে আপনার রেশন। দেখুন বিস্তারিত তথ্য!

Weather update 2024
Weather update 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন- Aadhaar Card Big Update 2024: আধার কার্ড যাচাইকরণ প্রক্রিয়া চালু হচ্ছে। আপনার করণীয় কী? দেখুন বিস্তারিত!

আজ দক্ষিণবঙ্গের প্রায় সব কটি জেলায় বৃষ্টিপাত চলবে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, মুর্শিদাবাদ, নদীয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বর্ধমান, হাওড়া, হুগলী প্রায় প্রতিটি জেলায় ঝড় বৃষ্টির আগাম সতর্ক বার্তা জারি করা হয়েছে। তার সাথে আগামীকাল কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী, নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ সব কটি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভবনা রয়েছে তার সাথে চলবে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। সপ্তাহের শেষ এবং জুলাই মাসের শুরু থেকে বাড়তে থাকবে ঝড় বৃষ্টির পরিমাণ জানালো আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা জারি করা হয়েছে। তাদের আপাততো কিছুদিনের জন্য ভারী ঝড় বৃষ্টি চলাকালীন এই দিনগুলোতে সমুদ্রে না যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। Weather update 2024

উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি:

দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির প্রবেশ না ঘটতেই উত্তরবঙ্গের প্রায় অনেকাংশে ঝড় বৃষ্টির দাপট শুরু হয়ে গিয়েছে। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছিলো ৩১ শে মে, তবে সব জেলাতে বৃষ্টিপাত না হলেও উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলগুলি জুড়ে টানা চলছিল ঝড় বৃষ্টি। তার কিছু পরিমাণ রেশ পড়েছিলো উত্তরবঙ্গের সমতল এলাকাগুলিতে। তার কারণ পশ্চিমবঙ্গের উত্তরের জেলগুলির দিকে অনেক আগেই মৌসুমী বায়ু প্রবেশ করে ফেলেছিল তারই রেশ চলছে উত্তরবঙ্গ জুড়ে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টিপাত শুরু হবে। উত্তরের পার্বত্য এলাকাগুলিতে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে মাঝারী থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে তার সাথে বজ্রপাত। সমতল ভূমির এলাকাগুলিতে যেমন মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী রবিবারের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

আগামী কয়েকদিন উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ২৮-৩২ ডিগ্রী সেলসিয়াসের মধ্য এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬-৩০ ডিগ্রী সেলসিয়াসের মধ্য। অন্যদিকে পাহাড়ি অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা অনেকটাই কম থাকবে যার কারনে বর্ষা ঋতুর সাথে শীতের ঋতুর ও আমেজ পাবে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের বাসিন্দারা।

WB Weather Official Website- Click Here

Leave a Comment