Weather Update Next Few Days 2024: সক্রিয় হচ্ছে ঘূর্ণাবর্ত! দেখুন কোন কোন জেলায় বাড়বে বৃষ্টিপাত।
Weather Update Next Few Days 2024:
আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী গত দুদিন ধরেই একটানা বৃষ্টি চলছে সম্পূর্ণ রাজ্য জুড়ে। আজ সারাদিনেও রেহাই পায় নি বঙ্গবাসী তুমুল ঝড় বৃষ্টির হাত থেকে। আলিপুর আবহাওয়া দপ্তরের বর্তমান সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে, আরও সক্রিয় হচ্ছে এই ঘূর্ণাবর্ত। মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ ধীরে ধীরে আরও ভয়ঙ্কর আকার ধারন করতে চলছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এর ফলে মহালয়া পর্যন্ত চলবে ঝড় বৃষ্টির সম্পূর্ণ দাপট। Weather Update Next Few Days 2024
আলিপুর আবহাওয়া দপ্তরের বর্তমান সূত্রপাত অনুযায়ী আরও জানানো হয়েছে, মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অনেক দ্রুত গতিতে আমাদের রাজ্যের দিকে প্রবেশ করছে যার ফলে ঝড় বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভবনা অনেকটাই বেশি রয়েছে। আসুন জেনে নেওয়া যাক কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বর্তমান পরিস্থিতি কি তৈরি হচ্ছে এবং আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে।
Table of Contents
রাজ্যের বর্তমান পরিস্থিতি:
পূজোর আগে এতদিনের রেকর্ড ভাঙা গরমের মাত্রাকে বিদায় দিলো গত দুদিনের একটানা ঝড় বৃষ্টি। তবে রাজ্যে একটানা ঝড় বৃষ্টির প্রভাবে ইতিমধ্যে কোথাও কোথাও বন্যার পরিস্থিতি তৈরী হতে শুরু করেছে। আজ সারাদিনও সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। শুধুমাএ দক্ষিণবঙ্গ নয় তার সাথে পশ্চিমের অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। Weather Update Next Few Days 2024
এর পাশাপাশি বাদ যায় নি উত্তরবঙ্গের পাহাড়ি থেকে শুরু করে সমতল ভূমির এলাকাগুলিও। এমনিতেও পাহাড়ি অঞ্চলগুলোতে কমবেশি প্রায়শই মাঝারী বৃষ্টিপাত চলতে থাকে। তবে এই প্রবল ঘূর্ণাবর্তের ফলে বর্তমানে একটানা কিছুদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তার সাথে বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের প্রবল লাল সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর। পাহাড়ি এলাকা বাদ দিয়েও মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে।
কবে পরিবর্তন হবে আবহাওয়া?
আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে শনিবার থেকে আবহাওয়া একটু পরিবর্তন হলেও হতে পারে, সেই সর্ম্পকে নিশ্চিত বার্তা জারি করা ১০০ শতাংশ সম্ভব নাও হতে পারে। তবে এই মুহুর্তের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী জানানো হয়েছে, অক্টোবর মাসের শুরুর দিক থেকে একটু উন্নতি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ায়। তবে, মহলয়া পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাতের সম্পূর্ণ সর্তকতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে।
আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের পরিস্থিতি সম্পর্কে আগাম বার্তা জারি করাতে জানিয়েছেন, উত্তরবঙ্গে এখনও পর্যন্ত ঝড় বৃষ্টির কোনো বিরতিও পূর্বাভাস জারি করা যাচ্ছে না, এমনকি সম্পূর্ণ উত্তরবঙ্গে কম বেশি প্রায় সব জেলায় আগামী ৩ রা অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাতের সম্পূর্ণ সর্তকতা জারি করা হয়েছে। পাহাড়ি অঞ্চলগুলোতে একটানা বৃষ্টির প্রবল সম্ভবনা কিন্তু মালদা সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও তার আশেপাশের এলাকাগুলোতে কম বেশি প্রায় সারাদিনই বৃষ্টি চলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। Weather Update Next Few Days 2024
কেমন থাকবে রাজ্যের তাপমাত্রা?
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ শুক্রবার দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্য। গত বুধবার ও বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা গত কয়েকদিনের গরমের তাপমাত্রা থেকে প্রায় ৮-৯ ডিগ্রী কম ছিলো। এই এক টানা ঝড় বৃষ্টির ফলে অনেক জায়গায় বন্যার পরিস্থিতি তৈরী হয়েছে, অনেক সাধারণ মানুষদের অনেক কিছু ক্ষতি হয়েছে কিন্তু তার পাশাপাশি আবার গত কয়েকদিনের তীব্র তাপপ্রবাহের হাত থেকে রেহাই পেয়েছে বঙ্গবাসী। রাজ্যে জুড়ে গত কয়েকদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বাধিক ৯৫ শতাংশ এবং ন্যূনতম আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতো ৮৮ শতাংশ। কিন্তু বর্তমানে ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় তা আরও কমে এসেছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়াতেও অনেকটা পরিবর্তন এসেছে। এমনিতেও পাহাড়ি অঞ্চলগুলোতে সবসময়ই মনোরম পরিবেশ বিরাজমান থাকে। এখন পাহাড়ি অঞ্চলগুলোতে আরও জাঁকিয়ে পড়তে চলেছে ঠাণ্ডা আবহাওয়া। এছাড়াও সমতল এলাকাগুলিতেও যেমন মালদা ও উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতেও আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ ৩০ ডিগ্রী সেলসিয়াসের বেশি অতিক্রম করবে না বলেই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর।
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।