West Bengal CAA Update 2024: রাজ্যে সিএএ আবেদনের শুনানি শুরু, নথিপত্র না দিতে পারলে কী হবে?

West Bengal CAA Update 2024: রাজ্যে সিএএ আবেদনের শুনানি শুরু, নথিপত্র না দিতে পারলে কী হবে?

West Bengal CAA Update 2024

সংশোধিত নাগরিকত্ব আইনে নাগরিকত্ব দিবে বলে শুনানি শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই সূত্রের খবর থেকে জানা গিয়েছে নদিয়া জেলায় দুই শতাধিক আবেদন জমা পড়েছে।তবেও এর অনেকেই উপযুক্ত নথিপত্র জমা দিতে পারেননি ।এই নিয়ে প্রশ্ন উঠেছে ,এখন কী হবে তাঁদের পরিস্থিতি।

এই প্রশ্ন নিয়ে রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরে ব্যাপক তর্কবিতর্ক চলতে থাকে। বিরোধীরা দাবি করেছেন, আবেদনকারীদের আবেদন বাতিল হলে তাঁদের নাগরিকত্বও থাকবে না। অপরদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পাল্টা জবাবে বলেন, আসলে যাদের আবেদন বাতিল হয়ে যাওয়ায় অর্থ, প্রমাণ হয়ে গেল তাঁরা নাগরিক। এবারে হাতেকলমে কাজে নেমে যখন এত জন লোকের আবেদন বাতিল হয়,তখন কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কাছে থেকে কোনো সদুত্তর মেলেনি ।

প্রশাসনিক সূত্রের খবর থেকে জানা যায়, রাজ্যের বাসিন্দাদের সিএএ পোর্টালের আবেদন অনলাইনে মাধ্যমে ডাক বিভাগের সুপারের কার্যালয়ে এর শুনানিও শুরু হয়েছে । কিন্তু আবেদনকারী একাংশ তাঁদের দেশ ছেড়ে আসা সেই দেশের বাসবাসে কোনো নথি দেখাতে পারেনি। তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। ডাক বিভাগের পাওয়া সূত্রের খবর, নদিয়া এখন পর্যন্ত ২২১জন আবেদন করছে। তার মধ্যে ৩৫ জন ঠিকঠাকভাবে নথিপত্র আপলোড করতে পরেছে। সোমবার ২৮ জনকে শুনানি জন্য ডাকা হয়েছিল তার মধ্যে ২৪ জন এসেছিলেন।

West Bengal CAA Update 2024

তার মধ্যে ৪ জন বাংলাদেশ থেকে আসা তারা প্রমাণস্বরূপ কোনো নথি দেখাতে পারেনি। তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।বাকি ৭ জনকে মঙ্গলবার ডাকা হয়েছিল। তার মধ্যে ২ জন আসেনি,বাকি ৫ জন বাংলাদেশের নথিপত্র দেখাতে পেরেছে। নদিয়া জেলার ডাক বিভাগের সুপার গৌরাঙ্গচরণ ভেরা এই দিন বলেন, “নির্দেশিকা অনুযায়ী আবেদনকারীদের নথিপত্র খতিয়ে দেখার পর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”

যাঁরা বাংলাদেশ থেকে এসেছে কিন্তু কোনো নথি দেখাতে পারেনি, তাঁদের কী হবে? এই বিষয়ে ডাক বিভাগের সুপার কোন উত্তর দেননি। ডাক বিভাগের পাওয়া সূত্রের দাবি,ফের তাদের ডাকা হবে নথিপত্র দেখানো জন্য। তখনও যদি নথিপত্র দেখাতে না পারে ,তখন কী হবে ?এই বিষয়ে কোনো জবাব পাওয়া যায়নি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কাছে থেকে অবশ্যই জানানো হয়েছে, পদ্ধতিগত ভুলে আবেদন বাতিল হতেই পারে। পুরোটা এমপাওয়াড কমিটির উপর নির্ভর করে।


আরও পড়ুন- আবহাওয়ার বিরাট পরিবর্তন! 14ই জুনের পর লক্ষণীয় হবে আবহাওয়ায় বিরাট পরিবর্তন, রাজ্য জুড়ে চলবে টানা বৃষ্টি!

West Bengal CAA Update 2024
West Bengal CAA Update 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন- Aadhar card big update 2024 অবশ্যই ১৪ই জুনের মধ্যে এই কাজ করে ফেলুন!

যদি কারও আবেদন বাতিল হলে তাঁরা আবার আবেদন করতে পারবেন। একটা প্রশ্ন উঠেছে,এই সময়ে তিনি কি নাগরিক হিসেবে থাকবেন না?এর কোনো স্পষ্ট উত্তর দিল্লি থেকে আসেনি।

বিজেপির স্টেট সিএএ ইমপ্লিমেন্টেশন কমিটির অন্যতম সদস্য সৌভিক চক্রবর্তী দাবি করেন, “নথিপত্রের পরে জমা দেওয়া হবে বলে ফর্মে একটা বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। নথিপত্র জমা না দিতে পারলেও দেশের বিভিন্ন প্রান্তে অনেকেই নাগরিকত্ব পেয়েছেন।”একটা প্রশ্ন থেকে যায়, পরে যদি সেই নথি চাই তখন নথিপত্র জমা দিতে না পারে ? সৌভিক চক্রবর্তী দাবি,”আইনে নতুন ধারা জারি করে বলে দেওয়া হবে, বিভিন্ন ধর্মীয় সামাজিক সংগঠনের দ্বারা দেওয়া শংসাপত্র জমা দিলেও হবে।”এই নিয়ে প্রশ্ন উঠেছে, তাহলে কি এই ধোঁয়াশা কাটাতে নতুন নিয়ম যোগ করা হবে?

West Bengal CAA Update 2024

নাগরিকত্ব দাবি দীর্ঘদিন ধরে নির্বাচনের অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের একটি সূত্রের দাবি, নদিয়া জেলায় এখন পর্যন্ত মতুয়ারাই বেশি আবেদন করেছেন। বিজেপিপন্থী মতুয়া সংগঠনের নদিয়া উত্তর সাংগঠনিক জেলা সভাপতি সুশীল বসুর দাবি,”ভোট মিটে গেলেই মোদী সরকার সবাইকে নাগরিকত্ব দেওয়ার পদক্ষেপ নেবেন।”

তৃণমূলপন্থী মতুয়া সংগঠনের সর্বভারতীয় সভাপতি প্রথম রঞ্জন বসু পাল্টা দাবি করেন,”বিজেপি গাঁজাখুরি গল্প দিচ্ছে। যাঁরা আবেদন করেছে তাঁরা পরে বুঝতে পারবেন কত বড় ভুল কাজ করেছেন।”

নাগরিক না হওয়া বিপদের রয়েছে দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ আবেদন করতে না করলেও তাঁরা আবেদন কেনো করছেন? এদিকে ডাক বিভাগের শুনানিতে আসা গোপাল সরকার,ধ্যানেন্দ্রনাথ সরকার পাল্টা বলেন,”মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আধার কার্ড করতেও বারণ করেছিলেন। এখন তো সব কিছুতেই আধার কার্ড লাগে। ওনার কথা শুনে বিপদে পড়তে চাই না !”

আরও পড়ুন- গুগলপে-ফোনপে UPI লেনদেন করেন? এই 7 নিয়ম মানতে হবে, নাহলে অ্যাকাউন্ট ফাঁকা হবে!

প্রতিনিয়ত খবর পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।

CAA অফিসিয়াল ওয়েবসাইট লিংক – Click Here

Leave a Comment