West Bengal Economically Weaker Section : কারা EWS যোগ্য, কী কী নথিপত্র লাগবে? সুবিধা পেতে অনলাইনের আবেদন দেখে নিন ।

West Bengal Economically Weaker Section : কারা EWS যোগ্য, কী কী নথিপত্র লাগবে? সুবিধা পেতে অনলাইনের আবেদন দেখে নিন ।

West Bengal Economically Weaker Section

দেশের সংবিধান অনুযায়ী সরকারি সমস্ত ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন সংরক্ষিত শ্রেণীর- SC, ST ও OBC কোটার মানুষেরা। এই তিনটা কোটার বাইরেও জেনারেলদের জন্য কি রয়েছে? জেনারেল ক্যাটাগরিতে বিভক্ত করে নতুন কোটা করা হয়েছে যার নাম EWS( Economically Weaker Section)। আপনি জেনারেল হয়েও অন্যদের মতো সুবিধা পাবেন। এই Economically Weaker Section কোটাতে সাধারণ মানুষেরাও অংশ গ্ৰহন করতে পারবেন।
সম্প্রতিককালে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আর্থিকভাবে দুর্বল জাতির একটা কোটা প্রকাশ করেছেন। আপনিও যদি এই কোটার অন্তর্ভুক্ত হন সে ক্ষেত্রে আপনার জন্য পড়াশোনা, চাকরি ও অন্যান্য ক্ষেত্রে 10 শতাংশ অব্দি সিট সংরক্ষণ করা থাকবে। West Bengal Economically Weaker Section

EWS Certificate কি?

EWS -এর মানে Economically Weaker Section যারা Unreserved ক্যাটাগরির প্রার্থী বা জেনারেল ক্যাটাগরির প্রার্থী, তারাই একমাত্র EWS এর আওতায় পড়বেন অর্থাৎ আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী। EWS Certificate একজন নাগরিকের প্রমাণ সে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী। সরকার যথাযথ পর্যবেক্ষণে পরে শংসাপত্র করে যে আবেদনকারী এই বিভাগের অধীনে পড়ে এবং সংরক্ষণের জন্য যোগ্য।শংসাপত্র প্রক্রিয়ায় আয় এবং সম্পদের বিবরণ প্রাসঙ্গিক কতৃপক্ষের কাছে জমা দিতে হবে। এটি পর্যবেক্ষণ করে করার পরে এবং অনুমোদনের পর আবেদনকারীরা EWS এর শংসাপত্র পাবেন। West Bengal Economically Weaker Section

ফলে যারা অসংরক্ষিত শ্রেণীর বা জেনারেল ক্যাটাগরির প্রার্থী তারা EWS তালিকায় নিজের নাম নথিভুক্ত করে, EWS Certificate নিতে পারবেন বা তার সঙ্গে ই ডব্লিউ এস সার্টিফিকেট পেয়ে যাবেন।

EWS বিল -এর উদ্দেশ্য কী?


EWS বিলটি প্রথম 2019 সালে অর্থনীতির আর্থিকভাবে দুর্দশাগ্রস্ত অংশকে সাহায্য করার জন্য চালু করা হয়েছিল। জুলাই 2019 সালে, বিলটি আনার প্রায় ছয় মাস পরে, পশ্চিমবঙ্গ সরকার EWS শংসাপত্র গ্রহণ করে। এটি যে উদ্দেশ্যগুলি পরিবেশন করে সেগুলির একটি দ্রুত নজর এখানে।

•সার্টিফিকেটের লক্ষ্য সমাজের বঞ্চিত অংশকে আরও সুযোগ প্রদানের মাধ্যমে বৈষম্য হ্রাস করা
•সাধারণ শ্রেনীর মানুষের মধ্যে অর্থনীতির দিকে থেকে পিছিয়ে পড়া আবেদনকারীদের 10 শতাংশ প্রস্তাব দিয়ে সুযোগ সুবিধা বঞ্চিত ব্যক্তিদের সুবিধা প্রদান করা। West Bengal Economically Weaker Section
•সমতা উন্নীত করার জন্য, EWS সার্টিফিকেট আয় স্ল্যাবের উপর ভিত্তি করে সংরক্ষণের প্রস্তাব দেয়।

EWS Certificate- এর সুবিধা কী কী?


• EWS Certificate থাকলে আপনি যেকোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দশ শতাংশ সংরক্ষণের নিয়মে অধীনে ভর্তির ক্ষেত্রে আসন পেতে বার্ষিক বা প্রবেশিকা পরীক্ষার নম্বরে ছাড় পাবেন। • বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে বিভিন্ন পদে নিয়োগের সময় সরকারি নিয়ম মোতাবেক 10 শতাংশ সংরক্ষণের আওতায় চাকরির লিখিত, ইন্টারভিউ ও শারিরীক সক্ষমতার পরীক্ষায় নম্বরে ছাড় পাবেন। • সাধারণ শ্রেনীর মধ্যে অর্থিকভাবে পিছিয়ে পড়া ব্যক্তিদের সাহায্য করে। • রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের আবাসন প্রকল্প এবং ভর্তুকি অ্যাক্সেসে সক্ষম করে।

কারা Economically Weaker Section জন্য আবেদন করতে পারবেন?

  • EWS সার্টিফিকেট আবেদন করার জন্য আবেদনকারীদের অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  • কেবলমাত্র জেনারেল ক্যাটেগরির প্রার্থীরাই এই সার্টিফিকেট এর জন্য আবেদন জানাতে পারবেন। ST,Sc বা OBC ক্যাটাগরিরা এর জন্য আবেদন করতে পারবেন না। West Bengal Economically Weaker Section
  • শহরের আবেদনকারীদের ক্ষেত্রে 100 Square Yard এর বেশি জমি থাকলে আবেদন করতে পারবেন না।
  • গ্রামীণ অঞ্চলে আবেদনকারীদের ক্ষেত্রে 200 Square Yard এর বেশি জমি থাকলে আবেদন যোগ্য নন।
  • উভয় ক্ষেত্রে পাঁচ একরের বেশি চাষযোগ্য জমি থাকলেও এই সার্টিফিকেট এর সুবিধা পাবেন না।
  • পরিবারের বার্ষিক ইনকাম আট লক্ষ টাকার কম হতে হবে। West Bengal Economically Weaker Section

EWS সার্টিফিকেট জন্য আবেদন করতে কী কী নথিপত্র প্রয়োজন ?

১)জন্মের শংসাপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট।
২) আধার কার্ড বা রেশন কার্ড।
৩) আবেদনকারী বা Guardian এর নাগরিকত্বর প্রমাণপত্র।
৪) পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র BDO কর্তৃক অনুমোদিত।
৫) নিজের ও পরিবারের অন্যান্য সদস্যদের প্যান কার্ড।
৬) নিজের রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি।
৭) জমি সংক্রান্ত পুরানো দলিল।
৮) জমির খাজনা জমার রশিদ।
৯) দুই জন স্থানীয় বাসিন্দারের ভোটার কার্ড।
১০) এনেক্সার বি -তে Self declaration .

West Bengal Economically Weaker Section
West Bengal Economically Weaker Section
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

EWS Certificate কী অনলাইনে আবেদন করা যাবে?

EWS Certificate অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন না। আবেদনকারীদের ইস্যুকারী কতৃপক্ষের অফিসে গিয়ে আবেদনপত্রটি ও সকল নথিপত্র জমা দিয়ে EWS Certificate সংগ্ৰহ করতে হবে। তবে এক্ষেত্রে অনলাইন থেকে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে , তবে অনেকটা সময় লাগবে।

*পশ্চিমবঙ্গের অফিসিয়ালি ওয়েবসাইটে: Click Here

EWS Certificate-এর জন্য কিভাবে আবেদন করবেন?

EWS Certificate এর আবেদনের জন্য অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে EWS Annexure A ফর্মটি ডাউনলোড করতে হবে। এরপর দরকারি নথির সাহায্যে আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করে এসডিও/ডিএম এর কাছে জমা করতে হবে। আবেদন জমার সময় আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স কপি জুড়ে দেবেন।

উল্লেখ্য, এই সার্টিফিকেট কেবল এক অর্থবর্ষের জন্য বৈধ হয়ে থাকে। তাই আপনার যে সময় প্রয়োজন তার কিছু সময়, মাস বা কিছুদিন আগে এই সার্টিফিকেট এর জন্য আবেদন করবেন। যেহেতু প্রত্যেক বছর 31 March কে অর্থ বৎসরের শেষ তারিখ ধরা হয়। তাই যদি আপনি 31 March-এর আগে এই সার্টিফিকেট পেয়ে থাকেন এবং আপনার 31 March-এর পরে এই শংসাপত্র প্রয়োজন হয়ে থাকলে আপনাকে পুনরায় এই সার্টিফিকেট এর জন্য আবেদন করতে হবে।

EWS Certificate কোথায় থাকে দেওয়া হবে?

•জেলা ম্যাজিস্ট্রেট।
•সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট।
•জেলা প্রশাসক মো।
•সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট।
•তালুকা ম্যাজিস্ট্রেট।
•জেলা রাজস্ব অফিস।

EWS Certificate কতদিন পরে পাওয়া যাবে?

EWS Certificate পেতে প্রায় 15 থেকে 20 দিন অবধি সময় লাগবে। তবে অফিসে বিশেষ কাজে জন্য দেরিও হতে পারে। তবে এটি মাত্র বছরের একবারই বানাতে হবে, একবার বানিয়ে নিলে সারা বছর আপনি এটি জেরক্স বা স্ক্যান কপি দিয়ে প্রয়োজনীয় সব জায়গায় ব্যবহার করতে পারবেন। West Bengal Economically Weaker Section

আরও পড়ুন- Bangla Sahayata Kendra Recruitment 2024: 2862 টি শূন্যপদে বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ শুরু।

Leave a Comment