West Bengal Group D Recruitment 2024: অষ্টম শ্রেণি পাশে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ বিস্তারিত তথ্য জেনে নিন।

West Bengal Group D Recruitment 2024: অষ্টম শ্রেণি পাশে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ বিস্তারিত তথ্য জেনে নিন।

West Bengal Group D Recruitment 2024:

West Bengal Group D Recruitment 2024:- চাকরি প্রার্থীদের জন্য রয়েছে রাজ্যের সেন্ট্রাল হোস্টেলে চাকরির সুযোগ। দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আরও একটি নতুন চাকরির খবর। পশ্চিমবঙ্গের সেন্ট্রাল হোস্টেলে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে গ্রুপ ডি পদে স্টাফ নিয়োগ করা হবে। বেকার যুবক-যুবতীরা এই পদে আবেদনের জন্য যোগ্য। আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্যগুলো। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিয়ে তারাতারি করে আবেদন ফেলুন।

নিয়োগ সংস্থা:

ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট।

পদের নাম, শিক্ষাগত যোগ্যতা ও মাসিক বেতন:

এখানে অনেক গুলো পদে কর্মী নিয়োগ করা হবে। তাছাড়াও বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতা লাগবে এবং পদ অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে। তাই বিস্তারিত তথ্য নিম্নে টেবিলের মাধ্যমে উল্লেখ করা হলো –

পোস্টের নামশিক্ষাগত যোগ্যতামাসিক বেতন
Matron (মহিলা)মাধ্যমিক পাশ।9,000/- টাকা।
Superintendent (মহিলা)গ্র্যাজুয়েশন পাশ।
15,000/- টাকা।
Darwanঅষ্টম শ্রেণি পাশ এবং শারীরিক ভাবে সুস্থ হতে হবে।6,000/- টাকা।
Helperঅষ্টম শ্রেণি পাশ এবং রান্না জানতে হবে।5,000/- টাকা।
Karmabandhuঅষ্টম শ্রেণি পাশ।
3,000/- টাকা।
Cookঅষ্টম শ্রেণি পাশ এবং তার সঙ্গে রান্নায় দক্ষ হতে হবে।7,000/- টাকা।
আরও পড়ুন:- রেলওয়ে এনটিপিসি নিয়োগের খবর 2024: শব্দ পদে রেলওয়ে আমার শূন্যস্থান!
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বয়সসীমা:

যে সকল প্রার্থীদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে রয়েছে সেই সকল প্রার্থীরা আবেদনের যোগ্য।

West Bengal Group D Recruitment 2024
West Bengal Group D Recruitment 2024

নিয়োগের স্থান:

পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলায় চাকরি প্রদান করা হবে। ঝাড়গ্রাম জেলার সকল স্থায়ী বাসিন্দা এই পদে (BCW & TDS Recruitment 2024) আবেদন জানাতে পারবেন।

আবেদন পদ্ধতি:

আবেদনে ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্রটি জমা দিতে হবে অফলাইনে। আবেদনের ফর্মটি অফিসিয়াল নোটিশে দেওয়া রয়েছে। অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে আবেদন ফর্মটি প্রিন্ট আউট করে বের করে নিয়ে সুন্দর ও সঠিক ভাবে আবেদন পত্রটি পূরণ করে নিন।

উপরে উল্লেখিত সবকিছু একসাথে সঠিক ঠিকানায় পোস্ট কুরিয়ার বা ড্রপবক্সের দ্বারা পৌঁছে দিন। নোটিশটি ডাউনলোডের লিংক প্রতিবেদনের শেষে দেওয়া হয়েছে।

নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ফলো করুন। অফিসিয়াল নোটিশ এবং ওয়েবসাইট লিংক প্রতিবেদনের শেষে দেওয়া রইলো।

আবেদন জমা দেওয়ার ঠিকানা:

Office of the PO-cum-DWO, BCW & TD, Jhargram, 2nd Floor, Collectorate Complex (Near Jhargram Raj College) PO, PS & Dist. Jhargram, PIN 721507.

গুরুত্বপূর্ণ তারিখ:

আবেদন শুরু- ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

আবেদন শেষ- যা চলবে আগামী 04/10/2024 তারিখ পর্যন্ত।

গুরুত্বপূর্ণ লিঙ্ক:

Official WebsiteClick Here
Official LinkDownload
আরও পড়ুন:- এসবিআই চাকরির খালি খবর 2024: ইন্টার স্টেট ব্যাংকে ১৪৯৭ টি শূন্য পদে কর্মকর্তা পুলিশ! জানুন সঠিক আবেদন পদ্ধতি।

Leave a Comment