West Bengal Health Recruitment 2024: রাজ্যের স্বাস্থ্য দপ্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশের কর্মী নিয়োগ, বিস্তারিতভাবে জেনে নিন।
West Bengal Health Recruitment 2024:
West Bengal Health Recruitment 2024: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য খুবই খুশির খবর ।মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, স্নাতক পাস যোগ্যতাতে বিভিন্ন শূন্যপদে নিয়োগ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । কিভাবে আবেদন করতে হবে, যোগ্যতা কি রয়েছে, নোটিশ কিভাবে ডাউনলোড করবেন বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো। West Bengal Health Recruitment 2024
Table of Contents
পদের নাম:-
Data Manager (ডাটা ম্যানেজার)
Data Manager ( একাউন্টেন্ট),
YogaInstructor (যোগা ইন্সট্রাক্টর)।
Lower Division Clerk (লোয়ার ডিভিশন ক্লার্ক)।
Multi Purpose Worker(মাল্টিপারপাস ওয়ার্কার)।
Ayush Doctor(আইওস ডক্টর)।
Consultant (কনসালটেন্ট)।
এছাড়াও আরো অন্যান্য পদেও রয়েছে । আবার বেশ কিছু পদ রয়েছে আপনারা আবেদন করতে পারবেন। বয়স কত লাগবে, বেতন কত পাবেন আলোচনা করা হলো-
পদের নাম:-
Attendant(অ্যাটেনডেন্ট)।
Lower Division Clerk(লোয়ার ডিভিশন ক্লার্ক)।
Yoga Instructor(যোগা ইন্সট্রাক্টর)।
Multi Purpose Worker(মাল্টিপারপাস ওয়ার্কার )।
বয়সসীমা:-
রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের পদ অনুযায়ী বয়সসীমা নির্ধারিত করে দিয়েছে। যেমন -•লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk) -এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের 62 বছর থেকে 65 বছরের মধ্যে বয়স হতে হবে।•Attendant(অ্যাটেনডেন্ট),Yoga Instructor(যোগা ইন্সট্রাক্টর) ও Multi Purpose Worker(মাল্টিপারপাস ওয়ার্কার ) এই পদগুলোতে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে । বয়স হিসাব করা হবে 01/01/2024 তারিখ অনুযায়ী। West Bengal Health Recruitment 2024
শিক্ষাগত যোগ্যতা:-
রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন ধরনের পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা রয়েছে। এর বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন নেন। আপনাদের সুবিধার্থে আমরা এই প্রতিবেদনে নীচের লিঙ্ক দিয়ে দেব। West Bengal Health Recruitment 2024
লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk)- এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা নেই তবে অবসরপ্রাপ্ত চাকরি প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবে ।
অ্যাটেনডেন্ট (Attendant)-এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাস কিংবা তার সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে । এছাড়াও প্রার্থীদের বাংলা ভাষায় বলতে, লিখতে ও পড়তে জানতে হবে।
যোগা ইন্সট্রাক্টর (Yoga Instructor)-এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে।
মাল্টিপারপাস ওয়ার্কার (Multi Purpose Worker)-এই পদের জন্য প্রার্থীদের যে কোন সরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করতে হবে।
মাসিক বেতন :-
রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন পদে চাকরিপ্রার্থীদের মাসিক বেতন আলাদা আলাদা ।
লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk):এই পদের চাকরিপ্রার্থীদের মাসিক 10 হাজার টাকা বেতন দেওয়া হবে।
অ্যাটেনডেন্ট (Attendant):এই পদের চাকরিপ্রার্থীদের প্রতি মাসে 5 হাজার টাকা বেতন দেওয়া হবে।
যোগা ইন্সট্রাক্টর (Yoga Instructor):পুরুষ চাকরিপ্রার্থীদের মাসিক 4 হাজার টাকা বেতন দেওয়া হবে। এছাড়াও মহিলা চাকরিপ্রার্থীদের মাসে 5 হাজার টাকা বেতন দেওয়া হবে।
মাল্টিপারপাস ওয়ার্কার (Multi Purpose Worker):এই পদে জন্য চাকরিপ্রার্থীদের মাসিক 15 হাজার টাকা বেতন দেওয়া হবে ।
আবেদন পদ্ধতি:-
নিয়োগের অফিসিয়াল অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
এক্ষেত্রে নিজের যাবতীয় বিভিন্ন তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন সঙ্গে ফর্ম ফিলাপ করে নিতে হবে।
যাবতীয় গুরুত্বপূর্ণ নথিপত্র সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো, নিজের স্বাক্ষর ইত্যাদি আপলোড করতে বললে এক এক করে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করুন।
এছাড়াও আরও অন্যান্য শূন্যপদ রয়েছে যেখানে নিয়োগ হচ্ছে আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করে অন্যান্য পদের বিস্তারিত আবেদন করার যোগ্যতা দেখে নেবেন । বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিচেই দেওয়া রয়েছে।
লিঙ্গ সমূহ:-
নোটিশ ডাউনলোড করার লিংক:
অনলাইন আবেদন করার লিংক:-
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।