West Bengal ICDS Anganwadi Admit Card 2024: 33000 শূন্য পদে ICDS পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড শুরু।

West Bengal ICDS Anganwadi Admit Card 2024: 33000 শূন্য পদে ICDS পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড শুরু।

West Bengal ICDS Anganwadi Admit Card 2024

West Bengal ICDS Anganwadi Admit Card 2024:-রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ খবর । রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা জানিয়েছিলেন, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা জন্য 32659 টি শূন্যপদে নিয়োগ হবে। সেই মতো আপনারা জানেন লোকসভা ভোটের আগে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ শুরু হয়েছিল এবং বর্তমানে লোকসভার পরেও বিভিন্ন জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ শুরু হয়েছে ।বর্তমানে বেশ কয়েকটি ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে এবং পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছে। চাকরিপ্রার্থীদের এডমিট কার্ড ডাউনলোড করে নির্দিষ্ট দিনে পরীক্ষায় বসতে হবে। কোন জেলার এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে, কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন? পরীক্ষার তারিখ কবে? এই সব বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো।

কোন কোন পদের পরীক্ষা এবং এডমিট কার্ড ডাউনলোড হচ্ছে:-

Anganwadi কর্মী ও Anganwadi সহায়িকা পদের পরীক্ষা ও এডমিট কার্ড ডাউনলোড হচ্ছে।

লিখিত পরীক্ষার তারিখ:-

লিখিত পরীক্ষাটি হবে 25 Agusut 2024.

লিখিত পরীক্ষার সময়:-

প্রার্থীদের লিখিত পরীক্ষাটি দুটি ধাপে হবে-
•সকাল 10 থেকে 12 টা পর্যন্ত। •দুপুর 2 টো থেকে 4 টা পর্যন্ত।

West Bengal ICDS Anganwadi Admit Card 2024
West Bengal ICDS Anganwadi Admit Card 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এডমিট কার্ড ডাউনলোড করার সময় :-

চাকরিপ্রার্থীদের অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে 07.08.2024 থেকে 24.08.2024 তারিখের মধ্যে।

কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন:-

প্রার্থীদের এডমিট কার্ড ডাউনলোড করার জন্য সবার প্রথমেই এই প্রতিবেদনের নিচে অ্যাডমিট কার্ড ডাউনলোড লিংক দেওয়া রয়েছে সেই লিংকে ক্লিক করবেন। তারপর আবেদন করার সময় যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছিল সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার জন্ম তারিখ বসিয়ে সাবমিট করবেন।তাহলে এডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে।

West Bengal ICDS Anganwadi Admit Card 2024
West Bengal ICDS Anganwadi Admit Card 2024

সকল গুরুত্বপূর্ণ লিঙ্ক:-

Official Website > Click Here
Official Notification > Download Now
Admit Card > Download Now

আরও পড়ুনঃ West Bengal Municipality Job Recruitment 2024: মাসিক বেতন 26,000 টাকা! 23 জেলা থেকে পৌরসভার নিয়োগে আবেদনের সুযোগ।

Leave a Comment