West Bengal ICDS Anganwadi Recruitment 2024: আবার ICDS অঙ্গনওয়াড়ির কর্মী আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানুন।

West Bengal ICDS Anganwadi Recruitment 2024: আবার ICDS অঙ্গনওয়াড়ির কর্মী আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানুন।

West Bengal ICDS Anganwadi Recruitment 2024:

West Bengal ICDS Anganwadi Recruitment 2024:আজ আমরা আবার সকল চাকরি প্রার্থীদের জন্য দারুন একটি খুশির খবর নিয়ে এসেছি। নতুন করে ফের একটি জেলায় ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইন কিংবা অফলাইনের মাধ্যমে। আজকের এই প্রতিবেদনে আমরা নিয়োগ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি সব তথ্য তুলে ধরছি। চলুন তবে এক নজরের দেখে নেওয়া যাক।

পদের নাম:

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা।

বয়সসীমা:

বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে নিয়োগের জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ 60 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা –

এই বিজ্ঞপ্তিতে যেহেতু দুটি পদের কথা উল্লেখ করা হয়েছে, তাই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা এই দুটি পদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

West Bengal ICDS Anganwadi Recruitment 2024
West Bengal ICDS Anganwadi Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মাসিক বেতন –

সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। তবে, নোটিসে বেতনের উল্লেখ নেই।

নিয়োগ প্রক্রিয়া –

এই পদগুলোর জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। যারা এই লিখিত পরীক্ষায় পাশ করতে পারবেন, তাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউতে নির্বাচিত হলে সেই প্রার্থীদের সরাসরি নিয়োগ প্রদান করা হবে ।

কোন পরীক্ষায় কত নাম্বার থাকবে –

১.লিখিত পরীক্ষা: ৯০ নাম্বার
২.ইন্টারভিউ: ১০ নাম্বার

লিখিত পরীক্ষার সিলেবাস-


মাতৃভাষায় প্রবন্ধ (150শব্দের মধ্যে, ক্লাস- এইট) -15
পাটিগণিত (MSQ, ক্লাস- এইট) -20
পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা -15
ইংরেজি -20
সাধারণ জ্ঞান- 20

আবেদন পদ্ধতি –

এই পদগুলোর জন্য অনলাইন এবং অফলাইন দুইভাবেই প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে জরুরি নথিপত্র একসাথে করে সাবমিট করতে হবে প্রার্থীদেরকে। এই আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক –

আবেদন করার শেষ তারিখ – 9 August 2024.

আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে, আপনারা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল বিজ্ঞপ্তিটি নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করবেন।

West Bengal ICDS Anganwadi Recruitment 2024
West Bengal ICDS Anganwadi Recruitment 2024

Mathabhanga-1: Download

Mathabhanga 2 : Download

Dinhata II: Download

Sitalkuchi : Download

Icds Recruitment 2024:- Download

অনলাইন আবেদন করার লিংক:- Click Here

আরও পড়ুন- Lakhir Bhandar New Update 2024: লক্ষ্মীর ভান্ডার নিয়ে নতুন ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর পরই আসবে বড়ো চমক!

Leave a Comment