West Bengal ICDS Anganwadi Recruitment 2024:উত্তর ২৪ পরগনা জেলায় ICDS কর্মী ও সহায়িকা প্রচুর শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

West Bengal ICDS Anganwadi Recruitment 2024:উত্তর ২৪ পরগনা জেলায় ICDS কর্মী ও সহায়িকা প্রচুর শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

West Bengal ICDS Anganwadi Recruitment 2024:

West Bengal ICDS Anganwadi Recruitment 2024: পশ্চিমবঙ্গের রাজ্যের জেলায় জেলায় শুরু হয়ে গেছে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। বাকি জেলাগুলিতে নিয়োগের প্রস্তুতি চলছে। বর্তমানে বাঁকুড়া জেলার পর এবার উত্তর ২৪ পরগণা জেলার একাধিক ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্লক ভিত্তিক ভাবে শূন্যপদের আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। সেই সব সংশ্লিষ্ট এলাকার মহিলা চাকরিপ্রার্থীরা ওই এলাকার স্থায়ী বাসিন্দা হলে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

এই মুহূর্তে রাজ্যের একাধিক জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু হয়ে গেছে। বাঁকুড়া জেলার পর এবার উত্তর ২৪ পরগণা জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের জন্য উত্তর ২৪ পরগণা জেলা প্রশাসনের পক্ষে থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করলেন ।এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত বিবরণ জানতে হলে আজকের আমাদের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

West Bengal ICDS Anganwadi Recruitment 2024
West Bengal ICDS Anganwadi Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

West Bengal ICDS Anganwadi Recruitment 2024:

পদের নাম:-

অঙ্গনওয়াড়ি সহায়িকা ও কর্মী।

শূন্যপদ:-

402 টি।

কোন কোন এলাকায় কতগুলো শূন্যপদ রয়েছে?:-

বনগাঁ- 129 টি, হাড়োয়া- 23 টি, মিনাখাঁ- 21 টি, সন্দেশখালি (2)- 47 টি, হাবড়া (2)- 16 টি, বসিরহাট (1)- 44 টি, বরানগর- 39 টি, বনগাঁ গ্রামীণ- 30টি, বনগাঁ শহরী- 1 টি, মিনাখাঁ- 10 টি, হাড়োয়া- 6 টি, হাবড়া (2)- 4 টি, বরানগর- 16 টি, বসিরহাট (1)- 4 টি, সন্দেশখালি (2)- 12 টি।

শিক্ষাগত যোগ্যতা:-

অঙ্গনওয়াড়ি সহায়িকা ও কর্মী পদের আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় পাশ করা থাকতে হবে।

বয়সসীমা:-

আগ্রহী আবেদনকারীদের ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে।

নিয়োগ পদ্ধতি:—

লিখিত পরীক্ষা দিয়ে পাশ করার পরে ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

১.লিখিত পরীক্ষা হবে মোট ৯০ নম্বরের।

২.ইন্টারভিউ হবে মোট ১০ নম্বরের।

লিখিত পরীক্ষার সিলেবাস:-

■ প্রবন্ধ রচনা – ১৫ নম্বর।
■ ইংরেজি – ২০ নম্বর।
■ পাটিগণিত – ২০ নম্বর।
■ সাধারণ জ্ঞান – ২০ নম্বর।
■ পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা – ১৫ নম্বর।

আবেদন পদ্ধতি:-

১.আগ্রহী চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে ।

২.প্রার্থীদের আবেদন করার জন্য উত্তর ২৪ পরগণা জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট একটি পোটার্ল তৈরী করা হয়েছে সেখানে গিয়ে করতে হবে।

প্রার্থীদের সুবিধার্থে সেই পোর্টালের লিঙ্ক এই প্রতিবেদনের নিচে দেওয়া হল।

৩. ওই পোর্টালে ভিজিট করার পর আবেদনকারীকা নিজের পছন্দের পদ নির্বাচন করতে হবে।

৪.এরপর নিজের গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভা এলাকার নাম সিলেক্ট করলেই অনলাইন আবেদনপত্রটি খুলে যাবে।

৫.এই আবেদনপত্রে যা যা উল্লেখিত তথ্য আছে সেই তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।

৬.বিজ্ঞপ্তি অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্রগুলো আপলোড করে সাবমিট করলেই আবেদনটি নথিভুক্ত হয়ে যাবে।

আবেদনের শেষ তারিখ:-

25 August, 2024.

লিঙ্গ সমূহ:-

Official Notification: – Download Now
Official Website:- Click Here

বি:দ্র: যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আমরা কোন নিয়োগ সংস্থা নয় আমরা একটি মিডিয়াম মাধ্যম রাজ্য সরকার বা কেন্দ্র সরকার অথবা বিভিন্ন কোম্পানি যে সমস্ত চাকরির পোস্টগুলি তাদের ওয়েবসাইটে প্রকাশিত করে সেখান থেকেই নোটিফিকেশন দেখে আমরা বাংলায় রূপান্তরিত করে আপনাদের সামনে উপস্থাপন করি সেক্ষেত্রে সমস্ত কিছু তথ্য দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করবেন। তবুও আমাদের অবচেতন মনে যদি কোন রকম ভুল হয় তার জন্য আমরা দায়ী না।

আরও পড়ুন- West Bengal karmabandhu Recruitment 2024: রাজ্যে অষ্টম শ্রেণী পাশে কর্মবন্ধুর চাকরি, দেরি না করেই এক্ষুনি আবেদন করুন।


Leave a Comment