West Bengal karmabandhu Recruitment 2024: রাজ্যে অষ্টম শ্রেণী পাশে কর্মবন্ধুর চাকরি, দেরি না করেই এক্ষুনি আবেদন করুন।

West Bengal karmabandhu Recruitment 2024: রাজ্যে অষ্টম শ্রেণী পাশে কর্মবন্ধুর চাকরি, দেরি না করেই এক্ষুনি আবেদন করুন।

West Bengal karmabandhu Recruitment 2024:

West Bengal karmabandhu Recruitment2024:পশ্চিমবঙ্গের রাজ্যে সরকার বেকারত্ব দূর করতে আবার বেকার যুবক ও যুবতীদের জন্য বিশেষ খুশির খবর নিয়ে এসেছে। পশ্চিমবঙ্গ রাজ্যে অষ্টম শ্রেণী পাশ এবং মাধ্যমিক পাশ যোগ্যতায় বেশ কিছু শূন্য পদে চাকরির আবেদন শুরু হয়েছে গেছে। অফিসিয়াল ভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । চাকরিপ্রার্থীদের এই শূন্য পদে আবেদন করবার জন্য কোন টাকা খরচ করতে হবে না । সম্পূর্ণ বিনামূল্যে প্রার্থীর আবেদন করতে পারবেন ।

এখানে প্রার্থীরা কিভাবে আবেদন করবেন, কোন কোন যোগ্যতা প্রার্থীরা আবেদন করতে পারবেন, বেতন কত? এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো।

নোটিশ নাম্বার:- 12

শুন্যপদ – ০২ টি।

পদের নাম:

১.NightGuard(নাইট গার্ড)
২. Karmabandhu(কর্মবন্ধু)।

বয়স সীমা: –

এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীদের ১৮ থেকে সর্বোচ্চ ৬৪ বছরের মধ্যে হতে হবে এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় এখানে পাওয়া যাবে।

শিক্ষাগত যোগ্যতা:-

1.Night Guard(নাইট গার্ড)-এর পদে আবেদন করার জন্য প্রাথীদের নূন্যতম মাধ্যমিক পাস হতে হবে সাথে কম্পিউটারের বেসিক ধারনা জানা থাকতে হবে।

2.Karmabandhu(কর্ম বন্ধু)-এর পদে আবেদনের জন্য প্রার্থীদের নূন্যতম অষ্টম শ্রেণি পাস করা থাকতে হবে ।

মাসিক বেতন:-

রাজ্য সরকারের লেবার কমিশন দ্বারা যে বেতন নির্ধারিত রয়েছে সেই অনুযায়ী কর্মরত চাকরিপ্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে।

West Bengal karmabandhu Recruitment 2024

dharmadagovt.wbptti.in পোর্টাল থেকে এই তথ্যটি নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি ,অবশ্যই সমস্ত তথ্য নিজের দায়িত্বে যাচাই করে নিয়ে, তবেই আবেদন করবেন।

নিয়োগ প্রক্রিয়া: –

এখানে নিয়োগের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি: –

প্রথমতম,এই পদগুলোর জন্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
দ্বিতীয়ত, আবেদনপত্রটি ডাউনলোড করার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে।
তৃতীয়ত,এই আবেদন পত্রটি হাতে কলমে পূরণ করতে হবে।
চতুর্থতম, এই আবেদন পত্রটি সাথে যা যা নথিপত্র চেয়েছে সেগুলোকে এক সাথে করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

West Bengal karmabandhu Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই বিষয়ে আরও বিস্তারিত ভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে ফলো করতে পারেন।

আবেদন পত্রের সাথে কি কি নথিপত্র দিতে হবে:-

i) জন্ম তারিখের প্রমাণপত্রের জেরক্স।
ii)শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের জেরক্স।
iii)আধার কার্ডের জেরক্স।
iv)ভোটার কার্ডের জেরক্স।

আবেদনপত্রটি কোন ঠিকানায় জমা দেবেন:-

Principal, Dharmada Govt. P.T.T. I, Vill +Po- Dharmada, Ps-Nakashipara, Dist-Nadia, Pin-741L38.

গুরুত্বপূর্ণ তারিখ :-

ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামী ০২.০৪.২০২৪।

West Bengal karmabandhu Recruitment 2024
West Bengal karmabandhu Recruitment 2024


যে সমস্ত ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে চাচ্ছেন , তারাতারি করে সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারেন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক:-

নোটিশ ডাউনলোড করুন:- Click Here

ফর্ম ডাউনলোড করুন:- Click Here

বি:দ্র: যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আমরা কোন নিয়োগ সংস্থা নয় আমরা একটি মিডিয়াম মাধ্যম রাজ্য সরকার বা কেন্দ্র সরকার অথবা বিভিন্ন কোম্পানি যে সমস্ত চাকরির পোস্টগুলি তাদের ওয়েবসাইটে প্রকাশিত করে সেখান থেকেই নোটিফিকেশন দেখে আমরা বাংলায় রূপান্তরিত করে আপনাদের সামনে তুলে ধরি সেই জন্য সকল কিছু তথ্য দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করবেন। তবুও আমাদের অবচেতন মনে যদি কোন রকম ভুল হয় তার জন্য আমরা দায়ী না।

আরও পড়ুন- Ration Card Self Service 2024: খাদ্যমন্ত্রী রেশন কার্ড নিয়ে বড়োসড়ো ঘোষণা করলেন।

Leave a Comment