West Bengal Monsoon Rain Forecast: কাল থেকে ভারী বৃষ্টি বাংলার 2 জেলায়, বুধ ও বৃহস্পতিবার থেকে আরও বাড়বে, তৈরি হবে ঘূর্ণাবর্ত।

West Bengal Monsoon Rain Forecast: কাল থেকে ভারী বৃষ্টি বাংলার 2 জেলায়, বুধ ও বৃহস্পতিবার থেকে আরও বাড়বে, তৈরি হবে ঘূর্ণাবর্ত।

West Bengal Monsoon Rain Forecast:

বহু অপেক্ষার অবসান ঘটিয়ে কাল থেকে পশ্চিমবঙ্গের দুটি জেলায় ভারী বৃষ্টি হবে। বুধবার এবং বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি বাড়বে। বৃষ্টির সাথে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত । আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া কেমন থাকবে? কোথায় ভারী বৃষ্টি হবে?

নিম্নচাপ অক্ষরেখা ছাড়া পশ্চিমবঙ্গের উপরের আপাতত কোনও ‘সিস্টেম’ নেই। যে নিম্নচাপ অক্ষরেখা আছে, সেটা কাঁথির উপর দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে মিশে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন প্রায় পশ্চিমবঙ্গের সব জেলাই বৃষ্টি হবে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কয়েকটি জায়গায় মাঝে-মধ্যে ভারী বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা রয়েছে। West Bengal Monsoon Rain Forecast

কিন্তু ,আলিপুর আবহাওয়া দফতর থেকে সোমনাথ দত্ত জানিয়েছেন, আবহাওয়া দফতরের যে গাণিতিক মডেল আছে, সেটা ইঙ্গিত দিচ্ছে যে বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। যদি এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়, তাহলে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে তিনি জানিয়েছেন ।

উত্তরবঙ্গের প্রায় সব জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) অধিকাংশ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আজ। কালিম্পং এবং আলিপুরদুয়ারের কয়েকটি অংশে ভারী বৃষ্টি (70 মিলিমিটার থেকে 110 মিলিমিটার) হতে পারে। এই দুটি জেলা ছাড়াও জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদায় হলুদ সতর্কতা জারি করেছেন আবহাওয়া অফিস থেকে। West Bengal Monsoon Rain Forecast

West Bengal Monsoon Rain Forecast
West Bengal Monsoon Rain Forecast
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

উত্তরবঙ্গের প্রতিটি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) অধিকাংশ এলাকায় বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত আবার সব জেলার বেশিরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই দুটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আজ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বেশিরভাগ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কিছুটা দাপট বেশি থাকবে হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার প্রায় অধিকাংশ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মঙ্গলবার কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আর বুধবার হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়ার এক -দুই এলাকায় ভারী বৃষ্টি হবে। মঙ্গলবার এবং বুধবার যে যে জেলায় ভারী বৃষ্টি হবে, সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অফিস থেকে।

শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনিবার এবং রবিবার প্রতিটি জেলার অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

WB Weather Official Website- Click Here

আরও পড়ুন- WB Anganwadi Recruitment 2024: অঙ্গনওয়াড়ি পদে কর্মী নিয়োগ শুরু, দেখুন কোন জেলায় কর্মী নিয়োগ প্রক্রিয়া চলছে!

Leave a Comment