West Bengal Municipality Job Recruitment 2024: মাসিক বেতন 26,000 টাকা! 23 জেলা থেকে পৌরসভার নিয়োগে আবেদনের সুযোগ।

West Bengal Municipality Job Recruitment 2024: মাসিক বেতন 26,000 টাকা! 23 জেলা থেকে পৌরসভার নিয়োগে আবেদনের সুযোগ।

West Bengal Municipality Recruitment in District Level

West Bengal Municipality Job Recruitment 2014:- পশ্চিমবঙ্গের যে সকল চাকরিপ্রার্থীদের পৌরসভার চাকরি করার ইচ্ছা তাদের জন্য সুখবর। পৌরসভায়থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে ইতিমধ্যে আবেদন চাওয়া হয়েছে। যোগ্যতার ভিত্তিতে ছেলে-মেয়ে উভয়েই এখানে আবেদন জানাতে পারবেন। পৌরসভায় চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল। নিচে সংশ্লিষ্ট নিয়োগের শূন্য পদ, আবেদন পদ্ধতি, যোগ্যতা, বয়স ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারে তথ্য আলোচনা করা হলো। West Bengal Municipality Job Recruitment 2024

পদের নাম :-

একাউন্ট ম্যানেজার।

শুন্যপদ:-

সংস্থার বিজ্ঞপ্তি ফলো করে দেখে নিন।

শিক্ষাগত যোগ্যতা:-

পৌরসভার সংশ্লিষ্ট পদে আবেদন করতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে বি.কম পাস করা থাকতে হবে। এছাড়া, যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে আরো বিস্তারিত জানতে অফিসার নোটি ডাউনলোড করে দেখে নিন। আমাদের এই প্রতিবেদনে নীচের লিঙ্ক দেওয়া হয়েছে।

বয়সসীমা:-

সংশ্লিষ্ট পদে আবেদন করতে প্রার্থীদের বয়স থাকতে হবে সর্বনিম্ন 21 বছর এবং সর্বাধিক 40 বছরের মধ্যে।

মাসিক বেতন:-

নিযুক্ত চাকরিপ্রার্থীদের মাসিক বেতন – 26,000 টাকা।

নিয়োগ পদ্ধতি:-

কোনো লিখিত পরীক্ষা ছাড়াই অর্থাৎ সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিপ্রার্থীদের রাজ্যের সংশ্লিষ্ট পৌরসভার একাউন্ট ম্যানেজার পদে নিযুক্ত করা হবে। West Bengal Municipality Job Recruitment 2024

আবেদন ফি:-

ইচ্ছুক প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করার সময় অনলাইনে আবেদন ফি জমা করতে হবে। সাধারণ প্রার্থীদের 100 টাকা আবেদন ফি এবং রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের জন্য আবেদন ফি 50 টাকা জমা করতে হবে।

West Bengal Municipality Job Recruitment 2024
West Bengal Municipality Job Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আবেদন পদ্ধতি:-

পৌরসভার সংশ্লিষ্ট পদে জন্য প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন।
•অনলাইন আবেদন করতে প্রার্থীদের সর্বপ্রথম অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অথবা আবেদন করতে নিচে দেওয়া আবেদন লিংক ক্লিক করতে হবে। West Bengal Municipality Job Recruitment 2024
•এরপর প্রার্থীকে আবেদন পত্রটিকে সঠিক তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে।

•সবশেষে যাচাই করে নিয়ে আবেদন পত্রটি ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট বের করে নিতে পারেন।

•আবেদন চলাকালীন প্রার্থীকে বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
•প্রার্থীকে সবশেষে ক্যাটাগরি অনুযায়ী আবেদন মূল্য জমা করলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ন হবে।

গুরুত্বপূর্ণ তারিখ:-

অনলাইনে আবেদন করতে পারবেন 4 August থেকে 24 August 2024 তারিখ পর্যন্ত।

গুরুত্বপূর্ণ লিঙ্ক:-

Official NoticeView Now
Online ApplyClick Here
আরও পড়ুনঃ West Bengal Librarian Job Recruitment 2024: রাজ্যের কলেজগুলোতে লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে।

বি:দ্র: যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আমরা কোন নিয়োগ সংস্থা নয় আমরা একটি মিডিয়াম মাধ্যম রাজ্য সরকার বা কেন্দ্র সরকার অথবা বিভিন্ন কোম্পানি যে সমস্ত চাকরির পোস্টগুলি তাদের ওয়েবসাইটে প্রকাশিত করে সেখান থেকেই নোটিফিকেশন দেখে আমরা বাংলায় রূপান্তরিত করে আপনাদের সামনে উপস্থাপন করি সেক্ষেত্রে সমস্ত কিছু তথ্য দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করবেন। তবুও আমাদের অবচেতন মনে যদি কোন রকম ভুল হয় তার জন্য আমরা দায়ী না। West Bengal Municipality Job Recruitment 2024

Leave a Comment