West Bengal School Service Commission: কারা অযোগ্য? নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিমকোর্টে প্রাথমিক তালিকা জমা দিল SSC.

West Bengal School Service Commission: কারা অযোগ্য? নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিমকোর্টে প্রাথমিক তালিকা জমা দিল SSC.

West Bengal School Service Commission

SSC (West Bengal School Service Commission) হলফনামা দিয়ে জানায়,একাদশ-দ্বাদশ, নবম-দশম, গ্রুপ সি এবং গ্রুপ ডি সব মিলিয়ে 1212 জন নিয়মের বাইরে গিয়ে চাকরি পেয়েছেন।
সেই হলফনামাটিতে বলা হয়েছে,সেই 1212 জনের মধ্যে কারোর নামই সুপারিশ করেনি SSC( West Bengal School Service Commission). এই 1212 জনের তথ্য পাওয়া গিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ কাছে থেকে । SSC(West Bangal School Service Commission) সুপ্রিমকোর্টের আদালতে জানায়, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গ্রুপ সি বিভাগে 381 জন বেআইনিভাবে চাকরি পেয়েছেন। এই 381জনের মধ্যে 249 জন প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন। বাকি 132 জন মেধাতালিকায় যোগ্যদের বঞ্চিত করে চাকরি পেয়েছেন।

একাদশ-দ্বাদশ শ্রেণীর অযোগ্য শিক্ষকের সংখ্যা:-

একাদশ-দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও বেআইনিভাবে হয়েছে। একাদশ-দ্বাদশ শ্রেণীতে বেআইনিভাবে নিয়োগ হয়েছে 38 জনের। এদের মধ্যে 18 জনের প্যানেলে নাম না থাকা সত্ত্বেও চাকরি পেয়েছেন।শুধুমাত্র বেআইনিভাবে শিক্ষক নিয়োগ হয়েছে তা নয় , গ্রুপ সি গ্রুপ ডি কর্মীই নিয়োগেও বেআইনিভাবে হয়েছে।

নবম-দশম শ্রেণীর অযোগ্য শিক্ষকের সংখ্যা:-

নবম-দশম শ্রেণীতে 185 জন চাকরি পেয়েছেন বেআইনিভাবে। প্যানেলে নাম না থাকা সত্ত্বেও চাকরি পেয়েছেন 111 জন। মেধাতালিকায় যোগ্যদের বঞ্চিত করে চাকরি পেয়েছেন 74 জন।

West Bengal School Service Commission
West Bengal School Service Commission
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

গ্ৰুপ ডি বিভাগের অযোগ্য কর্মীর সংখ্যা:-

গ্রুপ ডি বিভাগে বেআইনিভাবে 608 জন চাকরি পেয়েছেন। মেধাতালিকায় যোগ্যদের বঞ্চিত করে চাকরি পেয়েছেন 273 জন। প্যানেলে নাম না থাকা সত্ত্বেও চাকরি পেয়েছেন 371 জন।

সুপ্রিমকোর্টের এই চারটি বিভাগের মোট 1212 জনের ক্রমিক নম্বর, নাম সহ সমস্ত তথ্য SSC (WBSSC) জমা দিয়েছে। যদিও ওএমআর শিট কারচুপি বিষয়ে SSC (WBSSC) এই হলফনামায় কিছু জানায়নি। কলকাতা হাইকোর্ট SSC(West Bengal School Service Commission)-এর নিয়োগ দুর্নীতি মামলায় 26 হাজার জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে যায়। পর্ষদ এবং SSC(WBSSC) সেই রায়কে চ্যালেঞ্জ জানায়।

সুপ্রিমকোর্ট আগের শুনানিতে সকল পক্ষকে তাদের লিখিত বক্তব্য জানাতে বলেছিল। সেই নির্দেশমতো শনিবার দিন পর্ষদ জানিয়েছে, SSC (West Bengal School Service Commission)-এর সুপারিশের ভিত্তিতেই নিয়োগপত্র তারা দিয়েছে। বেআইনিভাবে কাউকে নিয়োগ করা হয়নি।এর আগে শুক্রবার দিন SSC (West Bengal School Service Commission)হলফনামা দিয়ে জানায়, SSC (WBSSC)-এর সুপারিশ ছাড়াও নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন- Bangla Sahayata Kendra Recruitment 2024: 2862 টি শূন্যপদে বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ শুরু।

Leave a Comment