Winter in west bengal 2024: কনকনানি শীত ঢুকছে বাংলায়। আবহাওয়ার বদল হবে এক সপ্তাহের মধ্যেই ? কী বলছে আবহাওয়া দপ্তর?
Winter in west bengal 2024:
ঘূর্ণিঝড় দানার প্রকোপে বেশ কিছুদিন ভিজলো বাংলা। শনিবার বিভিন্ন জেলায় হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। রবিবার আবহাওয়ার অনেকটা বদল হয়েছে । তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। আকাশ আংশিক মেঘলাও থাকতে পারে বলে আন্দাজ করা হচ্ছে।
Table of Contents
ঘূর্ণিঝড় দানার ল্যান্ডফলের সঙ্গে সঙ্গেই একধাক্কায় তাপমাত্রার পারদ অনেকটা নেমে গিয়েছে। আবহাওয়ায় এসেছে ঠান্ডা আমেজ। এবার উত্তরের হাওয়া প্রবেশ করতে পারে রাজ্যের কোনায় কোনায়। সেই সঙ্গে বিদায় নেবে বর্ষা। টানা তিনমাস ধরে বর্ষার কারণে জলমগ্ন হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা। এবার বর্ষার বিদায় ঘটিয়ে বাংলায় ঢুকছে শীতকাল। বৃষ্টিপাত কমবে রাজ্যের বেশ কিছু জেলায়।
ঘূর্ণিঝড় দানার প্রভাবে হয়রান হতে হয়েছে পশ্চিমবঙ্গ বাসীকে। এখনও কলকাতার অনেক এলাকায় জল জমে রয়েছে। কলকাতার বাইরের বিভিন্ন জেলার ও ওই একই অবস্থা। তবে এবার ধীরে ধীরে বদলাবে আবহাওয়া।
উত্তরবঙ্গও বেশ কয়েকদিন ধরে ভিজলো বৃষ্টিপাতে। হরপা বানে ভুগতে হয়েছে উত্তরবঙ্গ বাসীকে। এই বছর পাহাড়ি এলাকাতেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। তবে এবার শীত ঢুকতে শুরু করবে উত্তরবঙ্গেও। টানা অনেকমাস হাসফাসানি গরম কাটিয়ে শীতের আগমনের সাথে সাথে স্বস্তি মিলবে সবার। এবার আস্তে আস্তে সোয়েটার পড়ার দিন এগিয়ে আসছে।
কেমন ঠান্ডা পড়বে এবার? :
এই বছর অন্যান্য বছরের তুলনায় বেশি শীত পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবার অন্য বছরের তুলনায় তুলনামূলক আগেই শীত ঢুকে পড়বে বাংলায়। কলকাতাতেও সাধারণের তুলনায় মাত্রাতিরিক্ত তাপমাত্রার পারদ নেমে যেতে পারে বলে মনে করা হচ্ছে । সবমিলিয়ে আগামী একসপ্তাহের মধ্যে বিরাট পরিবর্তন আসতে চলেছে বাংলায় বলে মনে করছে আবহাওয়া অফিস।
আরও পড়ুন- Bangla Shasya Bima 2024: সরকার ফসলের ক্ষতিপূরণের টাকা দিচ্ছেন। আপনি কত টাকা পাবেন বিস্তারিত দেখুন।
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।